আসসালামু আলাইকুম টিটি পড়িবার। সবাই কেমন আছেন আসা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি। হেডলাইন দেখেই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে টিউন করতে যাচ্ছি।
যাই হোক, মুল কথায় আসি। অনেক দিন ধরে তো আপনারা ইদিয়াস দিয়ে এডিট করে যাচ্ছেন। আশা করি এর সাথে সবাই অবগত আছেন। এর সম্বন্ধে আমার আর নতুন করে কিছু বলার নাই।
আমি অনেক দিন ধরে এই বিষয়টি নিয়ে চিন্তারত ছিলাম। আমাদের দেশে সাধারনত Dongle project তৈরি করা হয় না। ইন্ডিয়া এই কারনে আমাদের কাছথেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে এই সব প্রজেক্ট তৈরি করে। আবার সেই সব প্রজেক্ট ডিভাইস ছারা অপেন হয় না। আবার এই প্রজেক্ট আনলক করা যায়না। চিন্তা মোটেই করবেন না আমি আছিতো।
আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্ত পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হল কিভাবে ইদিয়াস Dongle Project আনলক করবেন। তো নিচথেকে ভিডিও টি দেখে নিন!!!
টিউনটি শেষ করার আগে একটি কুইজ দিয়ে শেষ করছি, আশা করি সবাই উত্তরটি দিতে পারবেন
পৃথিবীতে এমন একটি প্রাণী আছে, যে প্রাণীর হৃদপিন্ড মাথার উপরে থাকে বলুনতো প্রাণী টি কোন প্রাণী 💡 💡 💡 💡 💡 💡 💡
May Allah Bless you
Thanks for staying us
আমি ডার্ক ওয়েব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
সবার মুল্যবান কমেন্ট আশা করছি………