ভিডিও এডেটিং শিখি [পর্ব-০১] :: Sony Vegas pro- বিগিনাররা হয়ে উঠুন ভিডিও এডেটিং এর প্রফেশনাল।

ভিডিও এডেটিং শিখি

আসসালামু আলাইকুম। প্রিয় টেকটিউনস বন্ধুরা আশা করছি সবাই ইনশাল্লাহ ভালোই আছেন।এবং নিয়মিত
টীটি এর সাথেই আছেন। আমাকে দেখে আপনাদের নতুন মনে হতে পারে কিন্ত টেকটিউনস এর সাথে আমার সম্পর্ক
অনেক দিন আগের চাইলে প্রফাইল দেখে আসতে পারে হাতে সময় থাকলে।

আজ থেকে আমি ভিডিও এডেটিং এর উপর নিয়মিত ভিডিও টিউটোরিয়াল ভিত্তিক আলোচনা করব। এক কথায় আজ থেকে
শুরু হতে যাচ্ছে ভিডিও এডেটিং কোর্স।

এখনকার বর্তমান প্রেক্ষাপটে সবাই ইউটিউব, ফেসবুক, ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলুতে তাদের ইনকাম এর পথ
বেছে নিচ্ছে তাই এই ইনকাম কে ত্বরান্বিত করতে ভালো মানের ভিডিও এডেটিং জ্ঞান থাকা জরুরি তাই আমার এই সামান্য
প্রেচেষ্ঠা বলতে পারেন।

আমার ধারাবাহিক টিউটোরিয়ালে এক জন বিগিনার রা শুরু থেকে মোটা মুটি এডভান্স লেভেলের কাজ শিখতে পারবেন
এবং আপনার এডেটিং সবাইকে দেখিয়ে চমকিয়ে দিতে পারেন...।

আর একটি কথা বলে নেই, আমার এই কথা দারা কেও আমাকে সবজান্তা বলেন না কারন আমিও এসব ইউটিউব থেকে দেখে শিখেছি
আরও অনেক কিছু জানার আছে যা আপনাদের সাথে শেয়ার করবার ইচ্ছা আছে এক সাথে।
কাজ করতে যা যা লাগবেঃ

১. একটি মধ্যম মানের কম্পিউটার। র‍্যাম ৪ জিবি প্রেসেসর কোর i2 up (নোটঃ ২ জিবি র‍্যাম এবং ডুয়াল কোর দিয়েও ট্রায় করতে পারেন
আমি নিজে এই কনফিগারেশন নিয়ে কাজ করেছি বেশি সমস্যা হয় নি।

২. sony vegas pro এর ১১ থেকে উপুড়ের যে কোন ভারশন।

৩. শেখার ইচ্ছা ও সময়।

আজকের টীউটোরিয়ালে যা শিখবেনঃ

১. বিগিনার দের জন্য কিছু বেসিক ধারনা ও জরুরি কিছু টেকনিক।

আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখুন নতুন সব ভিডিও হাতের নাগালে পেতে।
আমাকে ফেসবুকে পেতেঃ Abdul Momin

Level New

আমি আব্দুল মোমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি পেশায় একজন ছাত্র ব্যবস্থাপনা নিয়ে বি বি এ অনার্স করছি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai 32 bit jonno serial key soho link dite parben

মাহবুব ভাই এইটা দেখতে পারেন, http://www.mediafire.com/file/5x22ujrcs86sv8z/TheQuickZcoper+-+Sony+Vegas+11.zip আর অবশয় সফট রান করবেন run as administrator দিয়ে ধন্যবাদ কমেন্ট এর জন্য।

Sony Vegas 13 64bit er serial deya jabe pls.
[email protected]