আপনি কি ভিডিও Editing শিখতে চান, তাহলে নিয়ে নিন ভিডিও Editing এর সেরা সফটওয়্যার।

আস-সালামু আলাইকুম। কেমন আছেন সবাই, আশা করি ভালো। আপনাদের সুস্ততা আমার কাম্য। আমার কাছে সবার টিউন ভালো লাগে। আমার টিউন আপনাদের ভালো লাগবে কিনা জানিনা তবে সব সময় ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।আর ভুল হলে ক্ষমা করবেন।আর আমি বিশেষ ভাবে দু:খিত যদি টিউনি পূর্বে টেকটিউনসসে প্রকাশিত হয়ে তাকে। আর টিউনটি যারা জানেন না শুধু তাদের জন্য।তাই যারা জানেন তারা না দেখলেও পারেন।

সামনে আমার টেষ্ট পরীক্ষা তাই সময় বের করা যায় না। তার পরও চেষ্টা করব আপনাদের সাথে ভাল কিছু শেয়ার করার।

আমাদের মাঝে অনেকের অনেক সময় ভিডিও ইডিটিং এর কাজ করার  শখ হয়,কিন্তু সচরাচর ভাল সফটওয়্যার না থাকায় আর ভিডিও ইডিটিং না জানায় আমাদের হতাশ হতে হয়। আর হতাশা নয় আজ আমি আপনাদেন জন্য নিয়ে এসেছি ভিডিও ইডিটিং এর সেরা সফটওয়্যার এবং এই সফটওয়্যার দিয়ে কিভাবে কাজ করতে হয় এর বাংলা ভিডিও টিউটিরিয়াল।

 

                          সফটওয়্যার টির নাম হল wondershare Filmora

সফটওয়্যা টির কিছু ফিচার:

  • নিজের ইচ্ছে মত ভিডিও তৈরী করা যায়।
  • যে কোনো ফরমেটে save করা যায়।
  • সরাসরি ফেইসবুক,ইউটুভে ভিডিও আপলোড করা যায়।
  •  ইফেক্টস,ফিল্টার,ইলিমেন্ট ইত্যাদির সমাহার।
  • ফ্রি text ফন্ট এবং মিউজিক।

 

সফটওয়্যার টি এখান থেকে ডাউনলোড করুন। আপনারা এটা অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করতে পারেন আবার মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করতে পারেন। আপনার ইচ্ছা।

এখন সফটওয়্যারটি ডাউনলোড করুন আর হয়ে যান ভিডিও ইডিটর। কিভাবে সফটওয়্যার টি ব্যবহার করবেন তার জন্য এই বাংলা ভিডিও টিউটিরিয়ালর টি দেখুন।

ভিডিওটি ভাল লাগলে  subscribe করতে ভুলবেন না।

 

আমি টেক পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

camtasia is the best bro

    ধন্যবাদ প্রথম টিউমেন্টের জন্য । হে আপনার কথা ঠিক কিন্তু আমি যে সফটওয়্যার শেয়ার করেছি এটা নতুনদের জন্য ।

    ধন্যবাদ টিউমেন্টের জন্য । ,তবে রেজিষ্টেসন করে নিতে হবে ফুলভার্সন পেতে ।

পিটিসি ইনকাম ভাই ( আসল নাম জানা নাই) , এই দুউটা ফাইল ডাউনলোড করে একটা ফোল্ডারে রাখবেন ,তার পর আনজিপ করবেন । এবং ফাইল দুইটা কপি করে C drive > programms > wondershare এ গিয়ে replece করে পেষ্ট করেন । তার পর সফটেওয়্যার অপেন করে দেখুন রেজিষ্টেশন হয়ে গেছে ।

ধন্যবাদ টিউমেন্টের জন্য ,কিন্তু আমি যেটা দিয়েছি এটা টপ টেন রিভিউ এ আপনার টা থেকে ভাল