টাইটেল দেখেই অনেকে কিছুটা ধারণা করতে পারছেন টিউনটা আসলে কি নিয়ে হতে পারে! আর যারা আমাকে আগে থেকেই চিনেন তারা অবশ্য ইতিমধ্যেই বুঝে গেছেন আসল ব্যাপারটা কি!! জি ঠিকই ধারণা করেছেন, এটি আসলে একটি VFX ভিডিও। অনেকদিন পরে আবার নতুন একটি ভিডিও বানালাম। ভিডিওটিতে আসলে আমাদের সকলের পছন্দের Iron Man মুভির একটি ইফেক্ট শটকে রিক্রিয়েট করা হয়েছে। আয়রন ম্যান মুভিতে বহুল ব্যাবহৃত একটি ইফেক্ট শট হল আয়রন ম্যান এর হাত থেকে বের হয়ে আসা লেজার বিম বা মিসাইল যেটাকে রিপালসর বলা হয়। আমার এই ভিডিওটিতে আমি আসলে এই রিপালসর ইফেক্টটিকে ক্রিয়েট কিংবা রিক্রিয়েট করার চেষ্টা করেছি। রিক্রিয়েট বলছি কারন এখানে আসলে ইফেক্টটিকে মেইন মুভির ইফেক্ট এর থেকে কিছুটা ভিন্নভাবে নতুন কিছু করার চেষ্টা করেছি। জানিনা কতোটুকু পেরেছি, তবে সেটা বলবেন আপনারা। ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু।
আশা করছি কিছুদিনের মধ্যেই এই ইফেক্ট শটটির উপর একটি টিউটোরিয়াল বানাবো। সত্যি বলতে আমি After Effects নিয়ে টিউটোরিয়াল করা বন্ধ করে দিয়েছি কিছুটা বাধ্য হয়ে এবং কিছুটা ইচ্ছে করে। টেকটিউনস এ গত বছর After Effects নিয়ে বেশ কিছু টিউটোরিয়াল পোস্ট করা হয় এবং বলতে বাধ্য হচ্ছি আমার দৃষ্টিতে সেগুলো ছিল সর্বোচ্চ লেভেল এর মানহীন কিছু টিউটোরিয়াল। আমি নিজেই টিউটোরিয়ালগুলোর কয়েকটি সম্পূর্ণ দেখেছি এবং আমি আসলেই বুঝতে পারতেছি না যে ঐ টিউটোরিয়ালগুলো যিনি বানিয়েছে তার উদ্দেশ্য আসলে কি ছিল!? কারন নতুনরা তো হিসাবের বাইরে, After Effects এর ব্যবহারকারীদের মধ্যে পুরোনোরাও ঐ টিউটোরিয়াল দেখে কতটুকু শিখতে কিংবা বুঝতে পারবেন আমার যথেষ্ট সন্দেহ আছে (এবং যিনি টিউটোরিয়ালগুলো প্রস্তুত করেছেন তার After Effects এর বিদ্যা নিয়েও আমি সন্দিহান) এবং ঐ টিউটোরিয়ালগুলার ফলে যা হবার তাই হইছিল। মানে টেকটিউনস এর পাঠকগণ After Effects নামটার প্রতি এব এই রিলেটেড টিউন এর ব্যাপারে সম্পূর্ণরুপে আগ্রহ হারিয়ে ফেলে, এমনকি After Effects এর ব্যাপারে যারা আগ্রহী ছিল এবং যেই নিউ কামাররা ছিল তাদের আগ্রহতেও ভাটা পরে। আগে যেই After Effects শব্দটা দেখলেই মানুষ আগ্রহ করে টিউন এ ঢুকতো এবং পড়া শেষে মন্তব্য করতো তারা টিউনই পড়া বন্ধ করে দিল।
যাই হক অনেকদিন সেই বিশেষ একাউন্ট থেকে After Effects নিয়ে নতুন কোনো টিউটোরিয়াল প্রকাশ করা হচ্ছে না তাই সাহস করে আমি আজকের এই টিউনটি করে ফেললাম এবং আশা করি কিছুদিনের মাঝে এই ইফেক্ট শটটির উপর টিউটোরিয়ালটিও রিলিজ দিব এবং আপনাদের মাঝে যদি আবার আগের মত সেই শিখার আগ্রহটা দেখি তবে কথা দিচ্ছি আমি আমার কাজ চালিয়ে যাবো।
আজকে আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমার ভিডিও এর অসংখ্য ভক্ত এবং শুভাকাঙ্ক্ষী আমি পেয়েছি এই টেকটিউনস থেকে। আমার ভিডিও নিয়ে করা একটি খুবই কমন প্রশ্ন হল কিভাবে আমার ভিডিওগুলো এত রিয়েলিস্টিক হয়!! কেন অন্যদের করা ভিডিও এরকম হয় না!? এই ভিডিওটি আসলে এরকম সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। কেন আমার ভিডিও এত রিয়েলিস্টিক হয়, কিভাবে আমি এই কাজগুলা করি আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে ব্যাপারগুলো বেশ ভালোভাবেই বুঝতে পারবেন। এটি আসলে ২.৩০ মিনিট এর একটি VFX Breakdown ভিডিও যেখানে খুবই সুন্দর করে বিস্তারিত ভাবে দুটি খুবই সাধারন ইফেক্ট শট এর লেয়ার বাই লেয়ার VFX Breakdown দেখানো হয়েছে। আশা করি সবার কাছেই ভিডিওটি ভালো লাগবে।
আমার করা আরও ভিডিও এবং টিউটোরিয়াল এর জন্যে আমার YouTube চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক দিতে পারেন ফেসবুক পেজে।
YouTube: https://www.youtube.com/user/badhon92
Facebook Page: https://www.facebook.com/AnExceptionalFilm
আমি বাধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice