Iron Man ইন বাংলাদেশঃ VFX ভিডিও

টাইটেল দেখেই অনেকে কিছুটা ধারণা করতে পারছেন টিউনটা আসলে কি নিয়ে হতে পারে! আর যারা আমাকে আগে থেকেই চিনেন তারা অবশ্য ইতিমধ্যেই বুঝে গেছেন আসল ব্যাপারটা কি!! জি ঠিকই ধারণা করেছেন, এটি আসলে একটি VFX ভিডিও। অনেকদিন পরে আবার নতুন একটি ভিডিও বানালাম। ভিডিওটিতে আসলে আমাদের সকলের পছন্দের Iron Man মুভির একটি ইফেক্ট শটকে রিক্রিয়েট করা হয়েছে। আয়রন ম্যান মুভিতে বহুল ব্যাবহৃত একটি ইফেক্ট শট হল আয়রন ম্যান এর হাত থেকে বের হয়ে আসা লেজার বিম বা মিসাইল যেটাকে রিপালসর বলা হয়। আমার এই ভিডিওটিতে আমি আসলে এই রিপালসর ইফেক্টটিকে ক্রিয়েট কিংবা রিক্রিয়েট করার চেষ্টা করেছি। রিক্রিয়েট বলছি কারন এখানে আসলে ইফেক্টটিকে মেইন মুভির ইফেক্ট এর থেকে কিছুটা ভিন্নভাবে নতুন কিছু করার চেষ্টা করেছি। জানিনা কতোটুকু পেরেছি, তবে সেটা বলবেন আপনারা। ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু।

আশা করছি কিছুদিনের মধ্যেই এই ইফেক্ট শটটির উপর একটি টিউটোরিয়াল বানাবো। সত্যি বলতে আমি After Effects নিয়ে টিউটোরিয়াল করা বন্ধ করে দিয়েছি কিছুটা বাধ্য হয়ে এবং কিছুটা ইচ্ছে করে। টেকটিউনস এ গত বছর After Effects নিয়ে বেশ কিছু টিউটোরিয়াল পোস্ট করা হয় এবং বলতে বাধ্য হচ্ছি আমার দৃষ্টিতে সেগুলো ছিল সর্বোচ্চ লেভেল এর মানহীন কিছু টিউটোরিয়াল। আমি নিজেই টিউটোরিয়ালগুলোর কয়েকটি সম্পূর্ণ দেখেছি এবং আমি আসলেই বুঝতে পারতেছি না যে ঐ টিউটোরিয়ালগুলো যিনি বানিয়েছে তার উদ্দেশ্য আসলে কি ছিল!? কারন নতুনরা তো হিসাবের বাইরে, After Effects এর ব্যবহারকারীদের মধ্যে পুরোনোরাও ঐ টিউটোরিয়াল দেখে কতটুকু শিখতে কিংবা বুঝতে পারবেন আমার যথেষ্ট সন্দেহ আছে (এবং যিনি টিউটোরিয়ালগুলো প্রস্তুত করেছেন তার After Effects এর বিদ্যা নিয়েও আমি সন্দিহান) এবং ঐ টিউটোরিয়ালগুলার ফলে যা হবার তাই হইছিল। মানে টেকটিউনস এর পাঠকগণ After Effects নামটার প্রতি এব এই রিলেটেড টিউন এর ব্যাপারে সম্পূর্ণরুপে আগ্রহ হারিয়ে ফেলে, এমনকি After Effects এর ব্যাপারে যারা আগ্রহী ছিল এবং যেই নিউ কামাররা ছিল তাদের আগ্রহতেও ভাটা পরে। আগে যেই After Effects শব্দটা দেখলেই মানুষ আগ্রহ করে টিউন এ ঢুকতো এবং পড়া শেষে মন্তব্য করতো তারা টিউনই পড়া বন্ধ করে দিল।

যাই হক অনেকদিন সেই বিশেষ একাউন্ট থেকে After Effects নিয়ে নতুন কোনো টিউটোরিয়াল প্রকাশ করা হচ্ছে না তাই সাহস করে আমি আজকের এই টিউনটি করে ফেললাম এবং আশা করি কিছুদিনের মাঝে এই ইফেক্ট শটটির উপর টিউটোরিয়ালটিও রিলিজ দিব এবং আপনাদের মাঝে যদি আবার আগের মত সেই শিখার আগ্রহটা দেখি তবে কথা দিচ্ছি আমি আমার কাজ চালিয়ে যাবো।

আজকে আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমার ভিডিও এর অসংখ্য ভক্ত এবং শুভাকাঙ্ক্ষী আমি পেয়েছি এই টেকটিউনস থেকে। আমার ভিডিও নিয়ে করা একটি খুবই কমন প্রশ্ন হল কিভাবে আমার ভিডিওগুলো এত রিয়েলিস্টিক হয়!! কেন অন্যদের করা ভিডিও এরকম হয় না!? এই ভিডিওটি আসলে এরকম সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। কেন আমার ভিডিও এত রিয়েলিস্টিক হয়, কিভাবে আমি এই কাজগুলা করি আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে ব্যাপারগুলো বেশ ভালোভাবেই বুঝতে পারবেন। এটি আসলে ২.৩০ মিনিট এর একটি VFX Breakdown ভিডিও যেখানে খুবই সুন্দর করে বিস্তারিত ভাবে দুটি খুবই সাধারন ইফেক্ট শট এর লেয়ার বাই লেয়ার VFX Breakdown দেখানো হয়েছে। আশা করি সবার কাছেই ভিডিওটি ভালো লাগবে।

আমার করা আরও ভিডিও এবং টিউটোরিয়াল এর জন্যে আমার YouTube চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক দিতে পারেন ফেসবুক পেজে।

YouTube: https://www.youtube.com/user/badhon92

Facebook Page: https://www.facebook.com/AnExceptionalFilm

Level New

আমি বাধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর।ভাই কি কোনো প্রতিষ্ঠান থেকে শিখেছেন?

Level New

@সাঈদ হাসান: অনেক ধন্যবাদ ভাই। কোনো প্রতিষ্ঠান না আসলে। পুরাটাই নিজের ইচ্ছে থেকে এবং সম্পুর্ন ইন্টারনেট এর মাধ্যমে।

Level 2

Nice bro

Level New

@bulbulbd: thnx brother

Level 0

ধন্যবাদ রাতে ডাউনলোড দিয়ে দেখব মাগনা নেট চালাই লিমিট শেষ 😀

অনেক ভালো হয়েছে।

তবে অনেক দিন পর আপনাকে পেয়ে ভালো লাগছে…

Vai kaj gula ki ki soft diyea koren . Ami notun and kisuie jani na. Bt apnar post pore shekhar agroho jaglo

    Level New

    @হৃদয়: এই ভিডিও দুটির জন্যে Adobe After Effects এবং Adobe Premiere Pro সফটওয়্যার দুটি ব্যাবহার করা হয়েছে।

টিউটোরিয়াল টি তাড়াতাড়ি করবেন ।

ভাইয়া অনেক ভালো হয়েছে.I like your Post

@Raju: vai magna net mane ???

অনেক আগে Adobe After Effects এর কিছু কাজ করেছিলাম কিন্তু বুঝে আসে নাই তাই আর কাজ করে নাই @ অনে সুন্দর হয়েছ ভাল লাগল আর আশা করি টিউটোরিয়াল টা তাড়াতাড়ি পেয়ে যাব। @ ধন্যবাদ

অসম্ভব ভালো হয়েছে। চালিয়ে যান ভাই।

দিসপ্লে এফেক্ট এর পাশাপাশি সাউন্ড এফেক্ট ও ছিলো অসাধারন। 🙂

Level 0

অসাধারণ, আপনাকেই খোজছে অনন্ত জলিল। চালিয়ে যান

ভাই অনেক ভালো হয়েছে

ভিডিও গুলা এককথায় অসাধারন। After effect কি 32 bit এর জন্য নাই?

    Level New

    @আইজ্যাক নিউটন: আছে। তবে CS5 থেকে ৬৪ বিট হয়ে গেছে। ৩২ বিটের জন্যে তার আগের ভার্সনগুলো ইউস করতে হবে

osadharon……….creativity…….go ahed bro …………

Level 0

Bhaiya…….Awesome…!!!!!!!!….Purai…Awesome….!!!!! Apnar Tutorial er Jonne Opekkha Korchi…. :’) Amader Ke Beshi Wait Koraiyen Na….. 🙂

    Level New

    @Khanboyz: অকে ভাই। যত তাড়াতাড়ি সম্ভব করবো 🙂

মোটামুটি..তবে ইউটিউবে আরো ভাল কিছু দেখেছি

অনেক দিন পর আবার আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে।আশা করি এখন থেকে নিয়মিত টিউন করবেন।আর VFX video টা Awesome হইছে।ধন্যবাদ ভাই 🙂

লালটিপ ছবির পরিচালক স্বপন আহমেদ তার নতুন মুভি পরবাসিনীর জন্যে কত টাকা খরচ করে বাহির থেকে VFX করাচ্ছে। কিন্তু আপনাদের মত মেধাবী মানুষগুলোকে তার চোখে কেন পরে না বুঝতে পারছি না। খুব সুন্দর হয়েছে আপনার কাজ, আশা করি চালিয়ে যাবেন।
যাইহোক বাংলা মুভির উন্নতির জন্যে কছু করার ইচ্ছা আছে নাকি?

    Level New

    @Tanvir Sarkar: অনেক ধন্যবাদ ভাই 😀
    আসলে ফিল্ম ইন্ডাসট্রিতে অনেক রকম রাজনীতি বা চাপাবাজি করতে হয় নাইলে নিজের দাম নাই। তাই ওদিকে আসলে সেভাবে ইচ্ছা নাই এখন আর। তবে ভবিষ্যতে কি হয় সেটা তো আসলে এখনই বলতে পারি না। তবে নিজের YouTube চ্যানেলটা নিয়ে বড় কিছু করার ইচ্ছা আছে। এই চ্যানেল এর ভিডিওগুলার মাধ্যমে আমি নাহয় একটু নিজের মত করেই বাংলাদেশকে বিশ্বের সবার সামনে তুলে ধরলাম 😀

আপনার জন্যে শুভ কামনা রইলো। আর হ্যা আমি পরিচালক স্বপন ভাইকে আপনার ব্যাপারে মেসেজ করেছি।

কি তেলেছমাতি দেখাইলেন ভাই! লাইনে খাড়াইলাম।

ভাই,এইটা কি দেখাইলেন।আমি পুরাই টাস্কি খাইয়া গেলাম,কিন্তু আপনার কাজটা মারাত্মক রকমের ভালো হয়েছে।ইনশাআল্লাহ, পরবর্তীতে আরও অনেক কিছুর দেখার অপেক্ষায় রইলাম।

Vhai amake video copilot plugin er crack version Tar link deben?