সবাই কে আমার সালাম ! আপনারা কেমন আছেন ? মনে হয় ভাল !! যাই হোক আমি আল্লাহ এর অশেষ রহমতে ভাল আছি ।
অনেক এ বিভিন্ন সফওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করে , আমিও করি কিন্তু আমি মাঝে মাঝে ছোট খাটো ভিডিও গুলো অনলাইন এ করে থাকি , অবশ্য এ বিষয় টা অনেক এ যানে , তবে যারা জানেন না তাদের জন্য এ টিউন টা । যাই হোক আমি আগে থেকে ৩-৪ টা সাইট ভিডিও এডিটিং করার জন্য ব্যবহার করতাম আজ আমি আর ৪-৫ সাইট এর লিঙ্ক পেলাম , তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম লিঙ্ক গুলু।
১ম আমি যে সাইট টার নাম বলবো তার নাম এডিটর ওয়ান । এটা আমার একটা প্রিয় সাইট , এ সাইট দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে যেকোন ভিডিও এডিটিং করতে পারবেন । এবার আমি যে সাইট টার নাম বলবো তার নাম মোশন বক্স । এখানে আপনি ভিডিও এডিটিং করতে চাইলে আপনাকে ছোট্ট একটা রেজিঃ ফর্ম পুরন করে সদস্য হয়ে ভিডিও এডিটিং করতে পারবেন । এবার আমি যে সাইট টার নাম বলবো তার নাম যে কাট । এই সাইট টা দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন । এখন আমি যে সাইট টার নাম বলবো তার নাম ওয়ান ট্রু মিডিয়া । এই সাইট অনেক সুন্দর ভাবে ভিডিও এডিটিং করা যায় । আর একটা সুন্দর সাইট মিডিয়া মাসহার । এ সাইট দিয়ে আপনি অনেক সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন । stash স্পেস আর একটা মজার সাইট ভিডিও এডিটিং করার জন্য । ভিডিও Egg আর একটা সুন্দর সাইট ভিডিও এডিটিং করার জন্য । এ সাইট গুলো ভিডিও এডিটিং ছাড়াও আপনি অনেক ধরনের ইফেক্ট যুক্ত করতে পারবেন । [সময় সল্পতার কারনে বিস্তারিত লিখতে পারলাম না ]
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
ফাহিম ভাইকে টিউনের জন্য অসংখ ধন্যবাদ।টিউনটা পরে কেমন জানি আবার ভিডিও এডিট করতে মন চাচ্ছে…যদিও ইমেজ এডিটিং এর উপর আমার আগ্রহ বেশি।আচ্ছা ফাহিম ভাই ইমেজ থেকে swf এ কনভার্ট করার কোন সফটয়ার বা সাইট এর সন্দ্বান আপনার কাছে আছে কি।আমি অনেক ঘাটা ঘাটি করে দুটো সফট পেলাম যা ট্রায়াল তাই ওয়াটারমার্ক লাগিয়ে দেয়- jpeg to swf converter আর image2swf।অনলাইন কনভার্টও সার্চ করলাম কম না …একই অবস্থা…