আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভালো আছেন আমি ভালো আছি । ঈদের কেনাকাটা করেছেন ? আমার তো শেষ । আচ্ছা বাদ দেন । আসল কথায় আসি ।
আমরা অনেক সময় ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করি আর গান গুলা পছন্দ হয় । অনেকে গানের নাম লিখে দেয় । তবে না লিখলে মন খারাপ হয়ে যায় । আমার কথাই দেখেন । কিছুদিন আগে ইউটিউব এ একটি টিউটোরিয়াল দেখছিলাম । সেখানে গানটি ছিল ২০১০ এর ফুটবল বিশ্বকাপ এর গান তবে একদম একি রকম না , মানে আনঅফিসিয়াল । অনেক খুজলাম তবে পেলাম না । শেষ পর্যন্ত ভিডিও টি ডাউনলোড করলাম এবং ফাইলটি এম্পি ৩ তে কনভার্ট করলাম কিন্তু কোনও লাভ নেই , ভিডিও থেকে যায় । পরে গুগল মামা কে জিজ্ঞাস করলাম । তিনি তো এতো লিঙ্ক দিল যে আমি পাগল হয়ে গেলাম । অনেক কষ্ট করে খুজতে খুজতে শেষ পর্যন্ত একটি সফটওয়্যার পেলাম , যা দিয়ে এই কাজ করা যায় , এটি সম্পূর্ণ ফ্রী !!!! তাহলে এখনি ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে
এটির ইন্টারফেস খুবই সহজ তাই আপনার কোনও সমস্যা হবে না । তবে হ্যাঁ ডাউনলোড এর পর ফাইলটি রান করবেন তখন ৩৪৪ কেবির একটি ফাইল ডাউনলোড হবে । মাত্র ৩৪৪ কেবি !!!!! এর পরে ইন্সটল করে যেকোনো ভিডিও থেকে গান কেটে এম্পি ৩ ফাইল বানান এবং মেতে উথুন আপনার পছন্দের গানের সঙ্গে ।
ধন্যবাদ
আমি sugata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Formate factory teo hoi.