আসুন সম্পাদনার কাজ করি (ভিডিও এডিটিং) পর্ব-৫

Per-Production
কোন পূর্বনির্ধারিত বিষয়ে পান্ডুলিপি বা স্ক্রিপ্ট প্রস্তুত করা,দৃশ্যবিভাজন করা,পরিকল্পনা করা থেকে শুরু করে দৃশ্যায়ন করার পূর্ব পর্যন্ত যে প্রত্রুীয়া সম্পাদন করা হয় তাকে Per-Production বলা হয়।

Production
Per-Production এর কাজ সমাপ্ত হওয়ার পর দৃশ্যায়ন করা,শব্দ গ্রহণ করা থেকে শুরু করে সম্পাদনার টেবিলে আনার আগ পর্যন্ত যে প্রত্রুীয়া সম্পাদন করা হয় তাকে Production বলা হয়।

Post Production
Production এর কাজ সমাপ্ত হওয়ার পর এডিটিং প্যানেল এ দৃশ্যায়ন করা টেপ গুলো ডিজিটাইজ করে এবং প্রয়োজনীয় অডিও ডাটা নিয়ে এডিটিং সফ্টওয়্যার এর মাধ্যমে পান্ডুলিপি অনুসারে সাজিয়ে অনুষ্ঠান নির্মাণের সর্বশেষ প্রত্রুীয়াকেই Post Production বলে।অনেক ক্ষেেএ অনুষ্ঠানকে অলংকৃত করার জন্য মূল সম্পাদনার সাথে Computer Generated Imagery (CGI) যা Computer Animation বা Graphics নামে পরিচিত তা সম্পৃক্ত করা হয়।

Codec
Audio এবং Video Compressor বা De-Compressor কে Codec বলে।এটি Hardware ভিত্তিক এবং Software হতে পারে।Video tape,Audio CD এবং Audio cassette থেকে Hardrive এ অথবা Hardrive থেকে Video tape,Audio CD এবং Audio cassette এ Vdieo এবং Audio Stream transfer করার ক্ষেেএ Codec একটি মাধ্যমে হিসেবে কাজ করে।

Audio Compression
যে Sample Rate এবং Bit rate এ শব্দকে কম্পিউটার এ Digitize করা হয় তাকে Audio Compression বলে Broadcast Level এ সুষ্পষ্ট শব্দের জন্য 48000 Hz,16 Bit Stereo Compression এ Audio নেয়া হয়।

Video Comperssion
যে Comperssion এ Video Stream কে কম্পিউটার এ Digitize করা হয় তাকে Video Compression বলে।Broadcast Level এ Analog Video এর ক্ষেেএ Red: Green: Blue - 4:2:2 Compression এ Video নেয়া হয়।পক্ষান্তরে Digital Video এর ক্ষেেএ DV//DVCam//DVC Pro//DVCPro 50/M2V Compression এ Video নেয়া হয়।

CGI

Computer Generated Imagery অনেক ক্ষেেএ অনুষ্ঠানকে অলংকৃত করার জন্য মূল সম্পাদনার সাথে CGI যা Computer Animation বা Graphics নামে পরিচিত তা সম্পৃক্ত করা হয়।এটি আসলে একটি পর্যায়ত্রুমিক Image Sewuence এর সমন্বিত অবস্হা।

Alpha Channel

CGI তে প্রতিটি Pixel এ Red,Green,Blue এই তিনটি রঙের Color information থাকে।প্রতিটি রঙ পৃথক পৃথক Channel নাসে পরিচিত।যেমন,Red Channel,Green Channel এবং Blue Channel.এই তিনটি Channel মিলে একটি 24 Bit বৈশিষ্ট্যসম্পন্ন একটি Image তৈরি হয়।কারন প্রতিটি Channel 8 Bit 'র হয়ে থাকে।কিন্তু 32 Bit বৈশিষ্ট্যসম্পন্ন একটি Image এ আরেকটি অদৃশ্য কাল্পনিক Channel এর অস্তিত্ব পাওয়া যায়,যার নাম Alpha Channel.এটিও 8 Bit এর একটি Channel যা Compositing এর জন্য অথবা Tranperancy পাওয়ার জন্য ব্যবহৃত হয়।

Chroma Key

Chroma key superimposing এর এমন একটি প্রত্রুীয়া যেখানে মূল Video Footage এর পূর্বনির্ধারিত Background এর পরিবর্তে আরেকটি Shooting করা Background,Animated Background অথবা Animated Environment কে Merge করা হয়।এক্ষেেএ মূল Video Footage এর পূর্বনির্ধারিত Background টি Subject বা Artist এর গায়ের Color Temperature এর উপর নির্ভর করে।Artist যদি কালো বা তামাটে বর্ণের হয় তবে মূল Video Footage এর পূর্বনির্ধারিত Background টি নীল রঙের হয়ে থাকে।অর্থ্যাৎ Blue Screen Chroma করা হয়।আবার Artist যদি সাদা বর্ণের হয় তবে মূল Video Footage এর পূর্বনির্ধারিত Background টি সবুজ রঙের হয়ে থাকে।এক্ষেেএ Green Screen Chroma করা হয়।

CSI
Character Separation Inlay.অনেক সময় Shooting করা Video Footage এর Real Character এর সাথে CGI বা Animated Character কে merge করা হয়।এটিই Editing এর ভাষায় CSI বা Character Separation Inlay নামে পরিচিত।

CSO
Character Separation Overlay.অনেক সময় Animated Enviroment এবং Animated Character এর সাথে Video Footage এর Real Character কে merge করা হয়।এটিই Editing এর ভাষায় CSO বা Character Separation Overlay নামে পরিচিত।

চলবে.......:)

Level 0

আমি বশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর টিউন হয়েছে বশির ভাই মাঝের কিছু টিউনে হাজির থাকতে পারিনি। তবে সাথেই আছি। চালিয়ে যান।

অফ টপিকঃ বশির ভাই আমি টিভি কার্ডের মাধ্যমে ক্লোজআপ ওয়ান পিসিতে রেকর্ড করতে চাচ্ছি। কিন্তু ভিডিওর মান যেন অন্ত্যত টিভির চেয়ে খারাপ না হয় সেক্ষেত্রে আমাকে কি কি হার্ডওয়্যার পিসিতে সংযুক্ত করতে হবে? এবং কিভাবে রেকর্ডিং করলে ভালো মানের ভিডিও পাবো? পারলে একটু সাহায্য করবেন ধন্যবাদ

Level 0

thanks, khub bhalo lagche tune ta, onekdin bad e abar continue korlen, onek din opekhate chilam, thanks chaliye jan 😀

ভাইয়া পড়ে ভালো লাগলো। অনেক ধন্যবাদ। তবে ভাইয়া আমি নতুন আমি প্রিমিয়ার প্রো ১.৫ টা ব্যবহার করি। কিন্তু ভালো মতো পারি না। যদি সহযোগিতা করনে আশা করি ভালো লাগবে। আপনার ই-মেইল আইডি টা দিবেন দয়া করে। ভালো থাকবেন। আরো টিউন দিতে থাকেন পাশে আছি।

প্রো এডিটিং করেছি, যদি কিছু মনে না করেন বিভিন্ন জিনিস জানতে আমি কি আপনার ফোন নাম্বার পেতে পারি?

Thanks basir vai, apnar tune valo laglo, vdo shamporke apnar knoledge chamotkar.

Rising Bird ভাই এটা আমার ফোন নাম্বার ০১৯১৬৬৭১১১১