Color Bar : কালার বার অনেকগুলো রঙের বার এর সমন্বয়ে সৃষ্ট একটি ইমেজ.কালার বার প্রধানত দু'ধরনের হয়ে থাকে।যথা:
1. 75% Color Bar
2. 100% Color Bar
কালার বার এর ডিউরেশন ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট হয়ে থাকে।
কালার বার এর কাজ:
১.ভিডিও টেপকে রক্ষা করা।
২.ট্রান্সমিশন ইন্জিনিয়ার কে কালার ইনফরমেশন প্রদান করা।
ভেক্টর স্কোপ এর মাধ্যমে কালার ইনফরমেশন অ্যাডজাস্ট করা হয়।
0 db Tone ( Decible )
কালার বার এর সাথে যে টোন বা শব্দ ব্যবহার করা হয় তাকেই 0 db Tone বলে।এর আরেক নাম 1 khz টোন.এটি ট্রান্সমিশন ইন্জিনিয়ার কে সাউন্ড ইনফরমেশন প্রদান করা।
Frame
একটি ছবি যা PAL ভিডিও স্ট্রাম এর ক্ষেেএ ১ সেকেন্ডের ২৫ ভাগের ১ ভাগ এবং NTSC ভিডিও স্ট্রাম এর ক্ষেেএ ৩০ ভাগের ১ ভাগ হয়ে থাকে।প্রতিটি ফ্রেম কে আবার দুটি অংশে ভাগ করা হয় যাদেরকে Field বলা হয়।এদের একটিকে বলা হয় Odd Field অন্যটিকে বলা হয় Even Field.
Odd Field এর Even Field
হরাইজন্ট্যাল লাইন স্ক্যানিং এর মাধ্যমে টেলিভিশন এ ছবি জেনারেট হয়ে থাকে।এক্ষেেএ Odd Number বা বিজোর সংখ্যার লাইন দ্বারা সৃষ্ট Field কে Odd Field বলা হয়।পক্ষান্তরে Even Number বা জোড় সংখ্যার লাইন দ্বারা সৃষ্ট Field কে Even Field বলা হয়।
এনালগ ভিডিও ফ্রেম এবং ডিজিটাল ভিডিও ফ্রেম
এনালগ ভিডিও ফ্রেম হচ্ছে ইন্টারলেস ভিডিও ফ্রেম,অর্থ্যাৎ এনালগ ভিডিও ফ্রেম এ দুটি Field কে আলাদা করা সম্ভব নয়।এক্ষেেএ প্রতিটি ফ্রেম এ Odd এবং Even Field একে অন্যের সাথে সমপৃক্ত অবস্হায় থাকে।
অন্যদিকে ডিজিটাল ভিডিও ফ্রেম এ Field গুলো independent থাকে,অর্থ্যাৎ ডিজিটাল ভিডিও ফ্রেম এ দুটি Field কে আলাদা করা সম্ভব।
PPI
পিপিআই বা Pixel Per Inch প্রতি ইঞ্চি লাইনে কতগুলো Pixel সন্নিবেশিত হবে তারই পরিমান।PAL বা Phaze Alternating Line এর ক্ষেেএ প্রতি ইঞ্চি লাইনে ৭২ টি Pixel সন্নিবেশিত হয়।
Color Depth
প্রতিটি Pixel কি পরিমাণ Color Information ধারন করবে তাই Color Depth.Broadcast Level এ মানসম্পন্ন ছবির জন্য Color Depth হয়ে থাকে Millions of Color.
EDL
EDL বা Edit Decision List হচ্ছে এমন একটি চার্ট যেখানে কাংখিত শটগুলো কোনটির পর কোনটি সন্নিবেশিত হয়ে আসল গল্পটি তৈরি করবে তা এবং তার সম্পর্কিত Timcode বা TC লেখা থাকে।অনেক ক্ষেেএই পরিচালক শুটিংকৃত টেপ এর সাথে একটি EDL দিয়ে থাকে যা দেখে চিএসম্পাদক প্রয়োজনীয় শটগুলো Digitize করে সম্পাদনার আসল কাজটি সম্পন্ন করে।
RAS ( Raw Address Strobe )
ভিডিও ফুটেজ এবং অডিও ডাটা যেগুলো ডিজিটাইজ করা হয়েছে কিন্তু এডিট করা হয়নি সেগুলোকেই RAS বলা হয়।
Footage
ভিডিও ডাটা যেগুলো ডিজিটাইজ করা হয়েছে কিন্তু এডিট করা হয়নি সেগুলোকেই Footage বলা হয়।
Editing
এডিটিং সফ্টওয়্যার এর মাধ্যমে পান্ডুলিপি অনুসারে ডিজিটাইজ কৃত ভিডিও ফুটেজ এবং অডিও ডাটা সাজিয়ে কোন অর্থবোধক ক্লিপ তৈরী করার প্রক্রিয়াকে এডিটিং বলা হয়।
চলবে.............:)
আমি বশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগলো চালিয়ে যান ভাই।
http://www.book24u.blogspot.com