আসুন সম্পাদনার কাজ করি (ভিডিও এডিটিং) পর্ব-৪

Basic Color Light
Electronic Media তে তিনটে কালার লাইট কে মেীলিক হিসেবে ধরা হয়।যেমন :
1.Red
2.Green
3.Blue
প্রত্যেকটি কালার লাইট এর নামের আদ্যক্ষর অনুযায়ী একসাথে সংক্ষেপে RGB বলা হয়।আলোর এই তিনটে রঙয়ের সর্বোচ্চ মান যদি একসাথে মেলানো যায় তবে যে রঙটি পাওয়া যাবে তা হলো সাদা।পক্ষান্তরে তিনটি রঙয়ের সর্বনিম্ন মান যদি একসাথে মেলানো যায় তবে যে রঙটি পাওয়া যাবে তা হলো কালো।

Complementary Color Light
আরও তিনটি রং Complementary Color Light হিসেবে।যেমন :
1.Cyan
2.Magenta
3.Yellow
এগুলোকে সংক্ষেপে CMY বলা হয়।এই তিনটি Complementary Color Light এর সর্বোচ্চ শতকরা মান যদি একসাথে মেলানো হয় তবে যে রঙটি পাওয়া যায় তা হলো কালো।পক্ষান্তরে এই তিনটির সর্বনিম্ন শতকরা যদি একসাথে মেলানো যায় তবে যে রঙটি পাওয়া যাবে তা হলো সাদা।এজন্যই Basic Color Light RGB কে Complementary Color Light CMY এর বিপরীত হিসেবে গন্য করা হয়।

Calulation of Color Light
Opposite Color Light

Red ------- Cyan
Green ------ Magenta
Blue ------ Yellow
Cyan ------ Red
Magenta ------ Green
Yellow ------ Blue

Combination of Color Light

Red + Green = Yellow
Green + Blue = Cyan
Blue + Red = Magenta
Cyan + Magenta = Blue
Magenta + Yellow = Red
Yellow + Cyan = Green

Kelvin
আলোর বর্ণতাপ বা কালার লাইট পরিমাপ করার একক হলো কেলভিন।
আলোর কেলভিন যত বেশী হবে আলোর রঙ ততো নীলের দিকে যাবে।পক্ষান্তরে আলোর কেলভিন যত কম হবে আলোর রঙ ততো লালের দিকে যাবে।

চলবে.......:)

Level 0

আমি বশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

next tune asha kori tara tari pabo 😀

সুন্দর লিখেছেন। আপনাকে ধন্যবাদ 🙂

bhi nice chaliye jan……….
aamar choto akta problem..”aami computer a NERO software diye DVD format a Video write korchi ta computer a chole but DVD palyer a chole na…. ai problem er jonno ki korbo?”

ভাই…
আপনি ProCoder 2.0 দিয়ে রাইট করেন ….?

সবাইকে জানানো যাইতেছে যে …..টেকটিউনস এর সমস্যার কারনে ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল গুলো সামহোয়্যারইন ব্লগ পোস্ট করা হচ্ছে নিয়মিত……. http://www.somewhereinblog.net/blog/bashir_19

ধন্যবাদ। ভালোলাগলো যত সম্ভব টেকটিউনে পোস্ট করবেন।