ভিডিও এডিটিং কার্ড বা ভিডিও এডিটিং হার্ডওয়্যার এর প্রয়োজনীয়তা
ভিডিও এডিটিং কার্ড বা ভিডিও এডিটিং হার্ডওয়্যার এর প্রয়োজনীয়তা:
১. ভিডিও ডাটা সমূহকে ডিজিটাল থেকে এনালগ এবং এনালগ থেকে ডিজিটাল এ রুপান্তার করার জন্য ভিডিও ক্যাপচার কার্ড প্রয়োজন।
২. ডিজিটাল ভিডিও ডাটা সমূহকে হার্ডডিস্ক ড্রাইভ সমূহকে হার্ডডিস্ক ড্রাইভ থেকে টেপ এ অথবা টেপ থেকে হার্ডডিস্ক ড্রাইভ এ স্থানান্তর করার জন্য ভিডিও ক্যাপচার কার্ড প্রয়োজন।
৩. চিএ সম্পাদনার এর কাপ রিয়েলটাইম এ সঠিকভাবে সম্পন্ন করার জন্য ভিডিও ক্যাপচার কার্ড প্রয়োজন।
বর্তমানে বিরাজমান ভিডিও এডিটিং হার্ডওয়্যার গুলো,এগুলোর প্রস্ততকারক দেশ এবং এগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ সফ্টওয়্যার গুলো:
উল্লেখ্য যে Trinity Editing Box দ্বারা একই সময়ে ৮ টি থেকে সর্বোচ্চ ২০০০ টি ক্যামেরায় ধারনকৃত ছবি সরাসরি সম্প্রচার করা সম্ভব।
ননলিনিয়ার ভিডিও এডিটিং এ অপারেটিং সিস্টেম উপর ভিত্তি করে এডিট প্যানেল গুলোর ধরন
অপারেটিং সিস্টেম উপর ভিত্তি করে এডিট প্যানেল গুলো দু'ধরনের হয়ে থাকে।যথা :
1.IBM of PC Based
2.Mac Based
3.Linux Based
Broadcasting Level এ Standard Frame Rate
Broadcasting Level এ Standard Frame Rate 25 to 30 Frames Per Sceond.
বর্তমানে বিরাজমান Colour System গুলো এবং এদের বৈশিষ্ট্য
NTSC - National Television Systems Committee
Frame Rate - 30 Frame per second.
Frame Size - 720/480 or 720/486
জাপান এবং আমেরিকার দেশগুলোতে এ কালার সিস্টেম প্রচলিত।
PAL - Phase Alternation by Line
Frame Rate - 25 Frame per second
Frame Size - 720/576
জার্মানী বাদে ইউরোপের সবগুলো দেশে এবং জাপান বাদে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে এ কালার সিস্টেম প্রচলিত।
SECAM - Sequential Colour and Memory
Frame Rate - 25 Frame per second
Frame Size - 720/576
জাপানীতে এ কালার সিস্মেট প্রচলিত।
Pixel Aspect Ratio
Television এর ছবির দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাতে Pixel Aspect Ratio বলা হয়। উদাহরণসরূপ SDTV অর্থ্যাৎ
Standard Definition Television এর Pixel Aspect Ratio 4:3 অর্থ্যাৎ SDTV এর পর্দাকে আড়াআড়ি ভাবে ৪ ভাগে এবং লম্বালম্বিভাবে ৩ ভাবে ভাগ করা হয়।
আবার HDTV বা High Definition Television এর Pixel Aspect Ratio 16:9 অর্থ্যাৎ HDTV এর পর্দাকে আড়াআড়ি ভাবে ১৬ ভাগে এবং লম্বালম্বিভাবে ৯ ভাবে ভাগ করা হয়।
আমি বশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আশা করি সবাই কমেন্ট করবেন….