সাহায্যঃ টুইটার ব্যবহারের জন্য সফটওয়্যার এবং জিড্ডু ও মিডিয়া ফায়ার সম্পর্কে ও প্রিন্টার সম্পর্কে দুটি প্রশ্ন

টুইটার ব্যবহারের জন্য ভাল ও ফ্রি (সিরিয়াল, ক্র্যাক ইত্যাদিও চলবে) কোন সফটওয়্যারের খোজ দিতে পারবেন। যাতে ডেস্কটপ থেকে টুইটার ব্যবহার করা যায়।
প্রশ্নঃ
১. জিড্ডু এবং মিডিয়া ফায়ারের মধ্যে কোনটি ভাল? আমি জিড্ডু ব্যবহার করছি। তবে মনে হয় এতে ডাউনলোড করতে সমস্যা হয়। আর মিডিয়া ফায়ার সম্পর্কে তেমন ধারনা নাই। এখন কোনটি ব্যবহার করলে আমি সহজে আপলোড করতে পারব এবং যে কেউ সহজে ডাউনলোড করতে পারবে।
২. আমি টি শার্টে কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করতে চাই। আমাদের দেশে এমন কোন প্রিন্টার আছে, যার সাহায্যে সরাসরি টি শার্টে প্রিন্ট করা যাবে?
২ নং প্রশ্নটি আমাকে একজন করেছে কিন্তু আমি তার উত্তর জানি না। তাই এখানে সাহায্য চাচ্ছি।

Level 0

আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কেন যে শুধু ক্র্যাক খুজেন বুঝি না।
টুইটারের জন্য ফায়ারফক্সের একটা এডঅন আছে। http://www.echofon.com/ এখানে দেখুন।
আর উবুন্টুতে বিল্টইন দেয়াই থাকে।
মিডিয়াফায়ার এবং জিদ্দুর মধ্যে অবশ্যই মিডিয়াফায়ার বেটার। কারণ এটা রিজিউম সাপোর্ট করে।

————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.

কেন যে শুধু ক্র্যাক খুজেন বুঝি না।
টুইটারের জন্য ফায়ারফক্সের একটা এডঅন আছে। http://www.echofon.com/ এখানে দেখুন।
আর উবুন্টুতে বিল্টইন দেয়াই থাকে।
মিডিয়াফায়ার এবং জিদ্দুর মধ্যে অবশ্যই মিডিয়াফায়ার বেটার। কারণ এটা রিজিউম সাপোর্ট করে।

    ক্র্যাক খোজা এদেশের মানুষের অস্থিমজ্জায় দিয়ে দিছে কম্পিউটার বিক্রেতারা।

    @হিমায়িত দিহান আসলে ঠিকই বলেছেন। 😉
    @বাবর এবং @LuckyFM ভাইকে উত্তর দেয়ার জন্য ধন্যবাদ।

Level 0

2 নম্বরের উত্তর হল, ডিরেক্টি না হলেও ইন্ডিরেক্টলি করা যায়

    Level 0

    আর যিদ্দুর মাধ্যমে আপনি আয় করতে পারবেন এবং আমার দেখা মতে কপি রাইটের কারনে কোন ফাইল ডিলেট হয়না, সধারনত
    আর মিডিয়াফায়ার ডাউনলোড বান্ধব

    ভাই ইন্ডিরেক্টলি কিভাবে করা যায় একটু বিস্তারিত দিলে ভাল হত। ধন্যবাদ

ডাউনলোড এর জন্য মিডিয়াফায়ার বেস্ট। জিদ্দু কোন resume করতে দেয়না। সুতরাং ছোট ফাইল না হলে জিদ্দু দিয়ে কোন লাভ নাই এই দেশে। মিডিয়াফায়ারে আমি আমার সারা হার্ডডিস্ক আপ্নলোড করে রাখছি। দরকার হলেই নামাই। কিন্তু জিদ্দু দিয়া এই কাজ করলে খবর আছে।

Level 0

কিভাবে? প্রশ্নটা আমিই করেছিলাম। ধন্যবাদ @ সোহাগ ভাইকে…

digsby টাইপের কিছু একটা আছে মনে হয়,