মাঝে মাঝে হঠাৎ করেই নানান অফিসিয়াল কাজের জন্য আমাদের পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হয়। অনলাইন আবেদন বা যে কোনো ফর্ম ফিলআপ করার ক্ষেত্রে ছবিটি প্রিন্ট আউট না করে সরাসরি মোবাইল থেকেই জমা দেয়া যায়৷ আর এই ধরনের কাজের জন্যও আমরা স্টুডিও থেকে টাকা দিয়ে ছবি তুলে মোবাইল স্টোরেজে রেখে দেই৷ কিন্তু আমরা চাইলে এই ছবিটি নিজেই মোবাইল দিয়ে তৈরি করতে পারি।
আবার অনেক সময় হঠাৎ করেই ছবি প্রয়োজন হয় যখন স্টুডিও থেকে ছবি তোলা সম্ভব না। তখন উপায়? তখন আপনি নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে যে কোনো ছবিকে প্রফেশনাল পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করতে পারবেন৷ আপনার ছবিটি দেখে কেউ বুঝতেই পারবে না যে এটি আপনি অন্য কোনো সাধারণ ছবি থেকে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করেছেন৷
আজকের টিউনে আমি আপনাদের শেখানোর চেষ্টা করবো যে মোবাইল এর মাধ্যমে পাসপোর্ট সাইজ ছবি কীভাবে তৈরি করা যায়।
যে কোনো ফটো এডিটিং বা ফটো মেকিং এর জন্য তো অবশ্যই একটি Application Software বা ওয়েবসাইট প্রয়োজন। যেহেতু আমরা মোবাইল এর মাধ্যমে ফটো এডিটিং করবো তাই সহজেই Access যোগ্য একটি ওয়েবসাইট আমি বাছাই করে নিয়েছি। আজকে আমরা কাজ করবো Cutout ওয়েবসাইট দিয়ে। এটি একটি জনপ্রিয় এআই ফটো এডিটিং ওয়েবসাইট। এই সাইটে পাসপোর্ট ছবি তৈরি করা ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Cutout
পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য ধারাবাহিক ভাবে নিচের স্টেপ গুলো ফলো করুন। চলুন তাহলে টিউটোরিয়ালটি শুরু করা যাক।
১. প্রথমেই আপনাকে Cutout এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। উপরে দেয়া লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন। ওয়েবসাইট এর হোম পেইজে এসে নিচের দিকে কিছুটা স্ক্রল করলে দেখতে পাবেন Passport Photo Maker নামে একটি ফিচার রয়েছে। এই ফিচার এর ওপরে ক্লিক করতে হবে।
২. Passport Photo Maker লেখাটির ওপর ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেইজ চলে আসবে। এখানে Upload Image নামে একটি অপশন পাবেন। এই অপশনে ক্লিক করুন।
৩. এবার ছবি বাছাই করার জন্য Browse লেখা অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি আপনার গ্যালারিতে চলে যেতে পারবেন।
৪. এবার আপনার পছন্দ মতো যে কোনো একটি ছবি বাছাই করে নিন। আমি পাসপোর্ট ফটো তৈরির জন্য উপযুক্ত একটি ছবি বাছাই করে নিলাম।
৫. ফটো সিলেক্ট করলে সেটি সরাসরি Crop হয়ে এডিটরে যুক্ত হবে। অর্থাৎ পাসপোর্ট সাইজ ছবি তৈরির জন্য আপনাকে আলাদা করে মূল ছবিটি Crop করতে হবে না। তবে পাসপোর্ট ছবির সাইজ আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এক্ষেত্রে এডিটর এর নিচের দিকে আপনি Photo Specific নামক একটি অপশন পাবেন। এই অপশনে ক্লিক করুন।
৬. Photo Specific অপশনে ক্লিক করলে বিভিন্ন দেশ অনুযায়ী পাসপোর্ট সাইজ ছবির নির্দিষ্ট সাইজ এর একটি লিস্ট পেয়ে যাবেন। সেখান থেকে বাংলাদেশ এর জন্য উপযুক্ত সাইজটি সিলেক্ট করে নিন। সেক্ষেত্রে লিস্ট থেকে Bangladesh Passport লেখাটি সিলেক্ট করে নিন।
৭. এবার ছবির ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার জন্য নিচের স্ক্রিনশটে চিহ্নিত অপশনে ক্লিক করে নিন।
৮. যেহেতু পাসপোর্ট ছবি সাধারণত ব্লু ব্যাকগ্রাউন্ড এর হয়ে থাকে তাই আমি স্কাই ব্লু রং সেট করে নিচ্ছি। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো কালার সেট করে নিতে পারবেন।
৯. এবার চাইলে আপনি আপনার ছবিতে যে কোনো ফর্মাল পোশাক এড করে নিতে পারবেন। পোশাক পরিবর্তন করার জন্য স্ক্রিনশটে চিহ্নিত অপশনে ক্লিক করুন।
১০. এবার এখান থেকে আপনার পছন্দসই পোশাক টি সিলেক্ট করে আপনার ছবির সাথে যুক্ত করে নিতে পারেন। তবে মানানসই না হলে পোশাক পরিবর্তন না করাই ভালো। আমার গেটআপ এর সাথে এখানে কোনো পোশাক ম্যাচ হচ্ছে না তাই আমি পোশাক পরিবর্তন করিনি।
১১. সবকিছু ঠিকঠাক ভাবে করা হয়ে গেলে Done অপশনে ক্লিক করুন। এর মাধ্যমে আপনার ছবিটি ডাউনলোড করার জন্য প্রস্তুত হয়ে যাবে।
১২. সবশেষে Download HD লেখা অপশনে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিন। এবার আপনার ছবিটি ডাউনলোড হয়ে আপনার মোবাইল গ্যালারিতে যুক্ত হবে।
আশাকরি টিউটোরিয়ালটি আপনাদের কাছে সহজবোধ্য মনে হয়েছে। এভাবে জরুরি প্রয়োজনে নিজেই যে কোনো ছবি ব্যবহার করে খুব দ্রুত পাসপোর্ট ছবি তৈরি করতে পারবেন।
পাসপোর্ট ছবি তৈরি করার আগে তো আপনাকে অবশ্যই একটি মূল ছবি বা প্রাথমিক ছবি তুলতে হবে। এই ছবিটা যেন পাসপোর্ট ছবি তৈরির জন্য উপযুক্ত হয় সেদিকে একটু গুরুত্ব দিতে হবে। যেমন ছবিতে আপনার ফোকাস সরাসরি ক্যামেরার দিকে থাকতে হবে। অর্থাৎ মাথা বাকা বা চোখ অন্যদিকে ফোকাস করা আছে এমন ছবি দিয়ে পাসপোর্ট ছবি তৈরি করলে তা পারফেক্ট হবে না। তাই মাথা সোজা, চোখ ক্যামেরা বরাবর ও ফুল বডি Show করছে এমন ছবি বাছাই করতে হবে।
অন্যদিকে চেষ্টা করবেন কোনো ফর্মাল গেটআপে ছবি তোলার জন্য। যদিও আপনি ওয়েবসাইট থেকে ছবিতে ফর্মাল পোশাক এড করে নিতে পারবেন। কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায় আপনার বডির সাথে কিংবা চেহারার সাথে কোনো পোশাক ম্যাচিং হচ্ছে না। তাই আগে থেকেই ফর্মাল পোশাক পড়ে ছবি উঠানো ভালো।
ছবিটি অবশ্যই পর্যাপ্ত আলোতে থেকে তুলতে হবে। যাতে চেহারা স্পষ্ট ভাবে বোঝা যায়। পাশাপাশি আপনার মুখমন্ডলে যেন কোনো ক্লান্তির ছাপ না থাকে বরং একটা পারফেক্ট কনফিডেন্স ফুটে ওঠে। কেননা আপনি এই ওয়েবসাইট এর এডিটরে কোনো প্রকার ব্রাইটনেস বাড়ানোর বা কমানোর অপশন পাবেন না। মুখমন্ডলের কোনো প্রকার পরিবর্তন করতে পারবেন না। তাই আগে থেকেই এই বিষয়গুলো ঠিকঠাক রেখে ছবি তুলতে হবে।
মোটামুটি এই বিষয়গুলো মাথায় রেখে ছবি তুললে সেটি একটি পারফেক্ট প্রফেশনাল পাসপোর্ট ছবিতে রূপান্তর করা যাবে।
আশাকরি আজকের টিউটোরিয়ালটি সকলের জন্যই উপকারী ছিল। এবার থেকে হঠাৎ কোনো অফিসিয়াল কাজের জন্য ছবি নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না। নিজেই তৈরি করতে পারবেন নিজের পাসপোর্ট ছবি তাও আবার মোবাইল দিয়ে।
টিউনটি ভালো লাগলে একটি জোসস করে দেবেন প্লিজ। নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমাকে ফলো করে রাখতে পারেন। কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অবশ্যই টিউনমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।
আমি শারমিন আক্তার। শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।