আমরা অনেকেই বাংলা টাইপ করবে পারি না । কিন্তু বাংলা টাইপ করা এতটা কঠিন কিছু নয় । আমিও বাংলা টাইপিং করতে পারতাম না । আপনারা শুনে হাসবেন যে আগে প্রথম যখন টেকটিউনসে এসেছিলাম তখন থেকেই ইচ্ছে ছিল টিউন করার কিন্তু তখন বাংলা টাইপ জানতাম না বলে টিউন করা হয় নি । পরে একদিন সাহস করে অন্যের টিউন থেকে ওয়ার্ডগুলো কপি এবং পেষ্ট করে একটি টিউন করি । পরের দিন চেষ্টা করি কোন বাটনে বাংলায় কি হবে তা জানতে । এভাবে ২ দিনের মধ্যেই বাংলা টাইপ আমার আয়ত্তে চলে আসে ।
যেভাবে ওয়ার্ডগুলো লিখবেনঃ
ক = J প = R
খ = shift + j ফ = shift + R
গ = O ব = H
ঘ = shift + O ভ = shift + H
ঙ = Q ম = M
চ = Y য = W
ছ = shift + Y র = V
জ = U ল = shift + V
ঝ = shift + U শ = shift + M
ঞ = shift + I ষ = shift + N
ট = T স = N
ঠ = shift + T হ = I
ড = E ড় = P
ঢ = shift + E ঢ় = shift + P
ণ = shift + B ক্ষ = J + G + shift + N
ত = K য় = shift + W
থ = shift +K ৎ = shift + \
দ = L ং = Shift + Q
ধ = shift +L ঃ = \
ন = B
অ = Shift + F
আ = G + F
ই = G + D
ঈ = G + Shift + D
উ = G + S
ঊ = G + Shift + S
ঋ = G + A
এ = G + C
ঐ = G + Shift + C
ও = G + X
ঔ = G + Shift + X
া = F কোন ওয়ার্ড শেষে F চাপ দিলে া-কার হবে ।
ি = D কোন ওয়ার্ড শেষে D চাপ দিলে ি-কার হবে ।
ী = Shift + D কোন ওয়ার্ড শেষে Shift + D চাপ দিলে ী-কার হবে
ু = S কোন ওয়ার্ড শেষে S চাপ দিলে ি-কার হবে ।
ূ = Shift + S কোন ওয়ার্ড শেষে Shift + S চাপ দিলে ূ -কার হবে
ে = C কোন ওয়ার্ড শেষে C চাপ দিলে ে-কার হবে ।
ৈ = Shift + C কোন ওয়ার্ড শেষে Shift + C ৈ-কার হবে ।
ৃ = A কোন ওয়ার্ড শেষে A চাপ দিলে ৃ-কার হবে ।
। = Shift + G চাপ দিলে দাড়ি হবে ।
যেহেতু এগুলো মুখস্ত করার জিনিষ না তাই লেখাগুলোতে ভুল থাকতে পারে তাই কোন ভুল পেলে দয়া করে দেখিয়ে দিবেন । পরে আমি তা ঠিক করে দেব । আর যুক্ত বর্ন লেখার সময় চিন্তা করতে হবে আগে কোন বাংলা ওয়ার্ড বসবে যেমন ধরেন যুক্ত লিখতে যু+ক+ত । তাই ক এর পরে G চেপে K চাপলেই যুক্ত হবে ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
অনেক কষ্ট হল টিউনটা করতে ।