অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে এমন প্রায় প্রত্যেকের মোবাইলে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা আছে। হোয়াটসঅ্যাপ আমাদের দৈনিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভিডিও কলিং, অডিও কলিং, ফাইল শেয়ারিং সহ যে কোনো যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যদের মোবাইলের স্টোরেজ একদম কম তারাও হয়তো প্রয়োজনের খাতিরে মোবাইলে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে রাখে।
যাদের মোবাইলের স্টোরেজ কম তাদের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করা আসলে সমস্যার বিষয় হয়ে ওঠে। কেননা হোয়াটসঅ্যাপে শেয়ার করা যে কোনো ছবি, ভিডিও বা অডিও ফাইল অটোমেটিক মোবাইলের স্টোরেজে ডাউনলোড হয়ে যায়। এতে করে মোবাইল দিয়ে কাজ করাটা বেশ কঠিন হয়ে পড়ে। আর বার বার অপ্রোয়জনীয় ছবি, ভিডিও ডিলিট করাটাও ঝামেলার বিষয়। তাই অনেক সময় প্রয়োজন থাকা সত্বেও বিরক্ত হয়ে কেউ কেউ মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ আনইন্সটল করে দেয়।
কিন্তু মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ আনইন্সটল না করে ছোট্ট একটি কাজ করলেও আপনি এই ধরনের ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। কাজটি হলো হোয়াটসঅ্যাপ এর অটো ডাউনলোড অপশনটি বন্ধ করে দেয়া। কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ এর অটো ডাউনলোড অপশনটি বন্ধ করতে পারবেন তা শিখে নিন আজকের টিউটোরিয়াল টিউনটি পড়ার মাধ্যমে। তাই চলুন দেরি না করে হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড টিউটোরিয়ালটি শুরু করা যাক।
হোয়াটসঅ্যাপে মিডিয়া অটো ডাউনলোড বন্ধ করার জন্য খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। ধারাবাহিক ভাবে ধাপগুলো বর্ণনা করা হলো।
১. প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ App এ প্রবেশ করতে হবে। আমি আমার হোয়াটসঅ্যাপ App এ প্রবেশ করে নিচ্ছি।
২. হোয়াটসঅ্যাপে প্রবেশ করলে মোবাইল স্ক্রিনের ডানপাশে ওপরে কোনায় থ্রি ডট অপশন দেখতে পাবেন। ঐ থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। স্ক্রিনশটে দেখে নিন।
৩. থ্রি ডট অপশনে ক্লিক করলে একটি লিস্ট আসবে। লিস্টে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে সবার নিচে অবস্থিত Settings অপশনে ক্লিক করতে হবে।
৪. Settings অপশনে ক্লিক করলে আরেকটি নতুন পেইজ মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন। এই পেইজে অনেকগুলো অপশন থাকবে। সেখান থেকে Chats অপশনে ক্লিক করতে হবে।
৫. Chats অপশনে ক্লিক করলে আরেকটি পেইজ ওপেন হবে। এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। আর প্রতিটি অপশন অন-অফ করার ব্যবস্থা আছে। সেখানে দেখবেন Media Visibility নামক অপশনটি অন করা আছে। ঐ অপশনটি অফ করে দিলেই হবে।
ব্যাস আপনার কাজ শেষ। এখন থেকে আর হোয়াটসঅ্যাপ এর কোনো ছবি বা ভিডিও আপনার গ্যালারিতে অটোমেটিক চলে যাবে না। যদি আপনি সেচ্ছায় কিছু ডাউনলোড করেন শুধুমাত্র ঐ মিডিয়া বা ফাইল আপনার গ্যালারিতে জমা হবে।
হোয়াটসঅ্যাপ এর মিডিয়া অটো ডাউনলোড অপশন চালু থাকলে হোয়াটসঅ্যাপ এর সকল ছবি, ভিডিও সরাসরি মোবাইলের গ্যালারিতে যোগ হয়। হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আগত সকল ছবি বা ভিডিও কিন্তু আমাদের প্রয়োজন হয় না। তাই অপ্রোয়জনীয় মিডিয়া আমাদের মোবাইলের স্টোরেজ দখল করে রাখে। ফলে কম স্টোরেজ এর মোবাইল হ্যাং করতে পারে। এজন্য অটো ডাউনলোড অপশনটি অফ করে রাখাই ভালো।
হোয়াটসঅ্যাপ এর অপ্রয়োজনীয় ছবি গ্যালারি ভরে ফেলে। তাই কাজের সময় প্রয়োজনীয় ছবি খুঁজে পেতে সমস্যা হয়। কাউকে কোনো ছবি বা ভিডিও Send করতে গেলে তা সহজে খুঁজে পাওয়া যায় না। তাই এই অপশনটি অফ থাকলে গ্যালারির অবস্থা এমন হযবরল হবে না।
অনেক সময় হোয়াটসঅ্যাপে অনেক ব্যক্তিগত ছবি বা ভিডিও থাকে যা প্রয়োজন শেষে আমরা ডিলিট করে দেই। কিন্তু প্রায়ই গ্যালারিতে জমা হওয়া সেই ছবি বা ভিতিও ডিলিট করতে ভুলে যাই। আবার এমনও হতে পারে কিছু ছবি হোয়াটসঅ্যাপে সংরক্ষণ করতে চাই কিন্তু গ্যালারিতে রাখতে চাই না। সেক্ষেত্রে অটো ডাউনলোড অপশন চালু থাকলে বার বার ডিলিট করা সত্বেও প্রতিবার ব্যবহারের পরে ছবিগুলো আবার গ্যালারিতে গিয়ে জমা হয়। অটো ডাউনলোড অফ থাকলে আর এমন বিড়ম্বনায় পড়তে হবে না।
আশাকরি আজকের টিউনটি আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে। এখন থেকে আর হোয়াটসঅ্যাপ এর মিডিয়া নিয়ে সমস্যা ভোগ করতে হবে না। এমন নতুন নতুন টিউটোরিয়াল টিউন পেতে আমাকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ।
আমি শারমিন আক্তার। শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।