টাকা খরচ করে বই কেনার দিন শেষ! মোবাইলের মাধ্যমে ফ্রি তে হাজার হাজার বিখ্যাত বই পড়ুন

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন
Level 6
শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বই পড়তে প্রচুর ভালোবাসেন। অবসর পেলেই বই পড়ার জন্য মনটা হাসফাস করতে থাকে। একজন বইপ্রেমী হিসেবে আপনার গল্প, উপন্যাস, কবিতা, ইতিহাস, বিজ্ঞান কিংবা সায়েন্স ফিকশন সব ধরনের বই-ই কম বেশি পড়া উচিত৷ আমি নিজেও অবসরে বই পড়তে বেশ ভালোবাসি।

কিন্ত সমস্যা হলো - নিজের পকেটের টাকা দিয়ে আমরা আর কয়টি বই-ই বা কিনতে পারি? আমাদের শত শত বই পড়ার সক্ষমতা থাকলেও শত শত বই কেনার সামর্থ্য কিন্তু সবার নেই। তাই বলে কি বই পড়া বন্ধ হয়ে যাবে? একদমই না।

আপনার হাতে থাকা মোবাইলের আওতায় নিয়ে আসতে পারবেন হাজার হাজার বই একদম বিনামূল্যে। তা-ও আবার বিখ্যাত সব বই। !মজার বিষয় হলো এসব বই পড়ার জন্য আপনাকে এক টাকাও খরচ করতে হবে না৷ কীভাবে আপনি মোবাইলের মাধ্যমে একদম ফ্রি তে বই সংগ্রহ করে পড়তে পারবেন তা জানতে চাইলে পুরো টিউনটি মনোযোগ সহকারে পড়ুন৷ এখানে ধারাবাহিক ভাবে প্রতিটি স্টেপ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়া হলো।

ফ্রি বই ডাউনলোড করার উপায়

যেভাবে ফ্রি তে বই ডাউনলোড করবেন

মোবাইল দিয়ে বিভিন্ন উপায়ে আপনি ফ্রি বই ডাউনলোড করতে পারবেন। তাছাড়া সরাসরি অনলাইনে বই পড়তে পারবেন। বিভিন্ন ওয়েবসাইট তাদের নিজ উদ্যোগে বিখ্যাত সব বইয়ের পিডিএফ তৈরি করে উন্মুক্ত করে দেয়। চাইলে আপনি সেই পিডিএফ ডাউনলোড করে ফ্রি তে বই পড়তে পারবেন।

আবার চাইলে গুগল প্লে স্টোর থেকে Apps ডাউনলোড করে পড়তে পারবেন৷ প্লে স্টোরে বিভিন্ন লেখকের জন্য আলাদা আলাদা Application Software এর মাধ্যমে সবগুলো বই একত্রিত করা আছে। আবার একটি নির্দিষ্ট ক্যাটাগরির অনেক লেখকের বইও একত্রে পেয়ে যাবেন৷ কিংবা একটি নির্দিষ্ট বইয়ের জন্য একটি আলাদা Apps থাকতে পারে। আপনার কাজ হবে প্লে স্টোরে সার্চ করে প্রয়োজনী বইটি খুঁজে বের করা৷ তারপর ডাউনলোড করে রাখলে যে কোনো সময় পরতে পারবেন৷ আর এজন্য কোনো ধরনের ডাটা বা ওয়াইফাই কানেকশন লাগবে না।

তবে আমার কাছে অন্য সব উপায়ের চাইতে গুগল প্লে স্টোর থেকে বই ডাউনলোড করার বিষয়টি তুলনামূলক সহজ লেগেছে৷ তাই আজকের টিউনে প্লে স্টোর থেকে বই সংগ্রহ করার একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল উপস্থাপন করব। প্লে স্টোর থেকে কীভাবে বই ডাউনলোড করবেন তার সম্পূর্ণ টিউটোরিয়াল দেখে নিন আর ফ্রি তে পড়ুন হাজার হাজার বই।

ফ্রি বই ডাউনলোড টিউটোরিয়াল

ফ্রি বই ডাউনলোড টিউটোরিয়াল

১. ফ্রি তে যে কোনো বই সংগ্রহ করার জন্য প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে প্রবেশ করে আপনাকে Search Apps অপশনে চলে যেতে হবে। স্ক্রিনশট দেখে ভালোভাবে বুঝে নিন

প্লে স্টোরে চলে যেতে হবে

২. সার্চ অপশনে গিয়ে আপনি যে বইটি সংগ্রহ করতে চাচ্ছেন সে বইয়ের নাম লিখে সার্চ করুন। বাংলা বই হলে বাংলায় সার্চ করুন আর ইংরেজি বই হলে অবশ্যই ইংরেজিতে লিখে সার্চ করবেন। এতে করে আপনার কাঙ্খিত বইটি খুব সহজেই সবার ওপরে চলে আসবে। এমনও হতে পারে একটি বইয়ের নাম লিখে সার্চ করেছেন কিন্তু সেই বইটি আসেনি, এসেছে ঐ বইয়ের লেখকের সবগুলো বইয়ের সমন্বয়ে তৈরি করা একটি Apps। তখন ঐ Apps টি ডাউনলোড করলে সেখানে আপনার কাঙ্খিত বই সহ ঐ বইয়ের লেখকের সবগুলো বই একত্রে পেয়ে যাবেন৷

যেমন আমি বাংলা সাহিত্যের বিখ্যাত একটি উপন্যাস 'চিলেকোঠার সেপাই' ডাউনলোড করার জন্য প্লে স্টোরে সার্চ করেছি। কিন্তু 'চিলেকোঠার সেপাই' নামক কোনো আলাদা Apps আমি খুঁজে পাইনি। নিচের স্ক্রিনশট খেয়াল করলে দেখতে পাবেন এখানে আমি একটি Apps পেয়েছি যার নাম 'আখতারুজ্জামান ইলিয়াস সমগ্র'।

লেখকের নামেও বই আসতে পারে।

৩. 'চিলেকোঠার সেপাই' উপন্যাসের লেখক হলেন 'আখতারুজ্জামান ইলিয়াস' তাই উপন্যাসটি সার্চ করার সাথে সাথে তার সবগুলো বইয়ের সমন্বয়ে তৈরি করা Apps টি চলে এসেছে।

এবার আমি Apps টি ডাউনলোড করে নেব। Apps ডাউনলোড করার জন্য ঐ Apps এর ওপর ক্লিক করতে হবে। Apps টির ওপর ক্লিক করলে Install অপশন দেখতে পারবেন।

ইনস্টল অপশনে ক্লিক করে বই ডাউনলোড করুন

Install অপশনে ক্লিক করলে বইটি ডাউনলোড হওয়া শুরু করবে। এক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইল ডাটা চালু থাকতে হবে কিংবা ওয়াইফাই সংযোগ থাকতে হবে।

৪. বইটি ডাউনলোড সম্পন্ন হলে তা আপনার মোবাইলের Application Software গুলোর সাথে নিজের স্থান করে নেবে। মোবাইলের হোম স্ক্রিনে গেলে বইটি দেখতে পাবেন। আমি অলরেডি মোবাইলের হোম স্ক্রিনে বইটি পেয়ে গেছি।

হোম স্ক্রিনে বইটি পেয়ে গেছি

৫. এবার Apps টির ওপর ক্লিক করে Apps টি ওপেন করুন। দেখতে পাবেন এখানে অন্যান্য বইয়ের সাথে আপনার কাঙ্খিত বইটির নাম থাকবে। যেমন আমি 'আখতারুজ্জামান ইলিয়াস সমগ্র' Apps এ প্রবেশ করে আমার কাঙ্খিত বই 'চিলেকোঠার সেপাই' পেয়ে গেছি।

কাঙ্খিত বইটি

এভাবে যে কোনো লেখকের বই-ই ডাউনলোড করতে পারবেন। এবং Apps ওপেন করলে প্রয়োজনীয় বইটি পেয়ে যাবেন।

৬. এবার বই পড়ার জন্য কাঙ্খিত বইয়ের ওপর ক্লিক করতে হবে। বেশ বড় উপন্যাস গুলো বেশিরভাগ Apps এ-ই পর্ব আকারে থাকে। স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন আমার বইটি বেশ কয়েকটা পর্বে বিভক্ত করা হয়েছে, যার ফলে পাঠকদের পড়তে সুবিধা হয়।

বইয়ের পর্ব

৭. পর্ব গুলোর ওপর ক্লিক করলে পুরো বইয়ের Text আপনার সামনে চলে আসবে। নিচের স্ক্রিনশটের মতো করে।

বইয়ের পৃষ্ঠা

এসকল Apps এ প্রতিটি বইয়ের text একদম সঠিক থাকে। তাছাড়া বইয়ের hard copy এর থেকেও Apps এর লেখাগুলো বেশ স্পষ্ট থাকে। তাই পড়তে বেশ ভালোই লাগে। আর এই পর্যায়ে মোবাইলের ইন্টারনেট কানেকশন না থাকলেও যে কোনো সময় বইটি ওপেন করে পড়তে পারবেন।

মোবাইলে বই পড়ার সুবিধাসমূহ

মোবাইলে বই পড়ার সুবিধাসমূহ

মোবাইলে বই ডাউনলোড করে পড়লে আপনি সম্পূর্ণ ফ্রি-তে বইটি পেয়ে যাবেন। আর গুগল প্লে স্টোরে বইয়ের কোনো শেষ নেই। যখন যে বই দরকার তা সাথে সাথে ডাউনলোড করে পড়তে পারবেন। এতে করে আপনার অনেক টাকা বেঁচে যাবে।

বইটি আপনার মোবাইলে ডাউনলোড করা থাকবে, তাই যে কোনো সময় যে কোনো জায়গায় বসেই বই পড়তে পারবেন। ট্রাফিক জ্যামে বসে বোরিং সময় কাটছে? সাথে সাথে বই পড়া শুরু করুন। কিংবা কারো জন্য অপেক্ষা করছেন? সময় নষ্ট না করে বই পড়তে থাকুন। আর এই যে সুযোগ পেলেই বই পড়ার মজা, এটা শুধুমাত্র বই প্রেমীরাই অনুভব করতে পারবে।

রাতের অন্ধকারে বিছানায় শুয়ে শুয়ে বই পড়ার শখ অনেকের। কিন্তু আলো জ্বালিয়ে বই পড়াটাও বেশ ঝামেলার বিষয়। আর মোবাইলে বই পড়লে আপনাকে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না।

তাহলে বুঝতেই পারছেন ফ্রি তে বই ডাউনলোড করে পড়লে আপনার কতোটা সুবিধা হচ্ছে। একই সাথে সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে। আবার সুযোগ হচ্ছে হাজার হাজার বইয়ের মধ্য থেকে নিজের পছন্দের বইটি বেছে নেয়ার। তাই টাকা দিয়ে বই কোনার দিন শেষ, শুরু করুন ফ্রি তে বই পড়ার আবেশ।

পরিশেষে

গুগল প্লে স্টোরে NCTB পাঠ্যবই থেকে শুরু করে বাংলা সাহিত্যের যে কোনো শাখার যে কোনো বই-ই পাওয়া যাবে। শুধু খুঁজে বের করার কৌশল আপনাকে জানতে হবে। এজন্য সবথেকে সহজ টিপস হলো বইয়ের লেখকের নামটা আগে জেনে নেয়া। যাতে ঐ লেখকের সবগুলো বইয়ের সংগ্রহ মিলিয়ে একটি Apps সামনে আসলে আপনি বুঝতে পারেন যে ঐ Apps এ আপনার কাঙ্খিত বইটি আছে।

তবে মাঝে মাঝে দু একটি বই প্লে স্টোরে খুঁজে না-ও পেতে পারেন। অবশ্য এমন হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে ইংরেজি বইয়ের বাংলা অনুবাদ প্লে স্টোরে খুব কম পাওয়া যায়। তবে বাংলা সাহিত্যের প্রায় সব বই-ই প্লে স্টোরে আছে।

টিউনটি ভালো লাগলে একটি জোসস করে দিতে ভুলবেন না। টিউনের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিঃসংকোচে টিউনমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন৷ চাইলে আপনার কোনো বই প্রেমী বন্ধুকে টিউনটি শেয়ার করতে পারেন৷ যাতে সে আপনার মাধ্যমে হাজার হাজার বইয়ের একটি নতুন জগৎ খুঁজে পায়। ধন্যবাদ।

Level 6

আমি শারমিন আক্তার। শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস