কম্পিউটার ব্যবহারকারী .dll রা সমস্যাটির সাথে অবশ্যই পরিচিত।এটি একটি গুরুতর সমস্যা। যারা ভুক্তভোগী তারা জানেন এটা কিরকম বিরক্তিকর।যারা জানেন না তাদের বলছি এটি একটি সিস্টেম এরর।আমাদের কম্পিউটারের সিস্টেম ফাইলগুলো প্রচুর .dll ফাইল দিয়ে তৈরী হয়ে থাকে, কোনো কারনে এগুলির মধ্যে একটি ফাইল খারাপ বা করাপ্ট হয়ে গেলেই এই সমস্যাটি শুরু হয়।
.dll সমস্যাটি আপনার কম্পিউটারে থাকলে প্রায় সময় আপনাদের কম্পিউটারে এরর দেখাবে।বেশির ভাগ সময় এটা সাধারনত কম্পিউটারের স্টার্টআপে দেখায়।প্রথম প্রথম এটিকে ক্যানসেল করলে চলে যায় কিন্তু কিছুদিন পর থেকে আর এটিকে ক্যানসেল করলে সহজে যেতে চায় না।এই সমস্যাটিকে অবহেলা করে ফেলে রাখবেন না, মনে রাখবেন এটি আপনার সিস্টেমকে খারাপ করতে পারে।নিচে একবার দেখে নিন কি ধরনের এরর আসে।
এরকম ধরনের এরর সাধারনত আসে, তবে সিস্টেমভেদে আলাদা আলাদা ও আসে। সমস্যা তো বললাম এবার পালা সমাধানের।
প্রথমে এই সফটওয়্যারটি ডাউনলোড করুন।
ডাউনলোড করা হলে দেখবেন ৩ টি ফাইল রয়েছে, dffsetup.exe নামের ফাইল টি ইন্সটল করুন।ইন্সটলের নিয়ম অন্যান্য সফটওয়্যারের মতই তাই বিশদে বললাম না।
এর পরে কি করতে হবে স্ক্রীনশট দিয়ে দেখালাম বুঝতে সুবিধা হবে,
ইন্সটল করা হয়ে গেলে এটি অটো স্ক্যান শুরু করবে। প্রথমে এটিকে স্টপ করুন। এর পর ক্রসে ক্লিক করে এই উইন্ডোটি বন্ধ করুন বা alt+f4 প্রেস করুন।
এবার ঐ ডাউনলোড হওয়া ফাইলটির মধ্যে দেখুন Dll-Files.com.FIXER.v2.0.72.1862-patch নামের একটি ফাইল আছে, ওটাকে রান করুন।
উপরের মত একটা উইন্ডো আসবে, প্যাচ ক্লিক করুন। করলে একটা অপশন আসবে Yes ক্লিক করুন।
ক্লিক করার পরে এটি লোকেশান চাইবে, আপনি নরমালি ইন্সটল করলে আপনার কম্পিউটারের (C:) Drive এর Program files এ অবস্থিত Dll.fixer এ যে ফাইল টি আছে তাতে ক্লিক করুন দেখবেন Patching Done দেখাবে।
নিচের ছবিটা ফলো করুন বুঝতে পারবেন,
এবার আবার স্ক্যান শুরু করুন এখান থেকে (নিচের ছবিতে যেখান থেকে দেখানো আছে)
স্ক্যান শেষ হলে নিচের মত একটা উইন্ডো আসবে,
এখান থেকে আপনি দেখতে পাবেন কটা এরর আছে, যেমন আমার কম্পিউটারে ১৮ টা এরর দেখাচ্ছে। এবার fix Errors এ ক্লিক করুন সব এরর ঠিক হয়ে যাবে।
এরপর থেকে এটি সব সময় আপনার কম্পিউটারের স্টার্টআপে চালু হবে আপনি যদি সেটা না চান, মানে আপনার ইচ্ছামত চালাতে চান তাহলে এটির মেনুতে অবস্থিত settings এ যান।
launch at windows startup and start a registry scan এখানে ক্লিক করে টিক চিহ্ন তুলে দিন। apply করে দিন হয়ে যাবে।
আমি jiko। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 251 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিপুল এই প্রযুক্তির কতোটুকুই জানি? যতটুকুই বা জানি তা সবার সাথে শেয়ার করতে চাই।
nice post