এবার থেকে আপনার COMPUTER এ DLL সমস্যা পুরোপুরি শেষ

কম্পিউটার ব্যবহারকারী .dll রা সমস্যাটির সাথে অবশ্যই পরিচিত।এটি একটি গুরুতর সমস্যা। যারা ভুক্তভোগী তারা জানেন এটা কিরকম বিরক্তিকর।যারা জানেন না তাদের বলছি এটি একটি সিস্টেম এরর।আমাদের কম্পিউটারের সিস্টেম ফাইলগুলো প্রচুর .dll  ফাইল দিয়ে তৈরী হয়ে থাকে, কোনো কারনে এগুলির মধ্যে একটি ফাইল খারাপ বা করাপ্ট হয়ে গেলেই এই সমস্যাটি শুরু হয়।

.dll সমস্যাটি আপনার কম্পিউটারে থাকলে প্রায় সময় আপনাদের কম্পিউটারে এরর দেখাবে।বেশির ভাগ সময় এটা সাধারনত কম্পিউটারের স্টার্টআপে দেখায়।প্রথম প্রথম এটিকে ক্যানসেল করলে চলে যায় কিন্তু কিছুদিন পর থেকে আর এটিকে ক্যানসেল করলে সহজে যেতে চায় না।এই সমস্যাটিকে অবহেলা করে ফেলে রাখবেন না, মনে রাখবেন এটি আপনার সিস্টেমকে খারাপ করতে পারে।নিচে একবার দেখে নিন কি ধরনের এরর আসে।

       

এরকম ধরনের এরর সাধারনত আসে, তবে সিস্টেমভেদে আলাদা আলাদা ও আসে। সমস্যা তো বললাম এবার পালা সমাধানের।

প্রথমে এই সফটওয়্যারটি ডাউনলো করুন।

ডাউনলোড করা হলে দেখবেন ৩ টি ফাইল রয়েছে, dffsetup.exe  নামের ফাইল টি   ইন্সটল করুন।ইন্সটলের নিয়ম অন্যান্য সফটওয়্যারের মতই তাই বিশদে বললাম না।

এর পরে কি করতে হবে স্ক্রীনশট দিয়ে দেখালাম বুঝতে সুবিধা হবে,

ইন্সটল করা হয়ে গেলে এটি অটো স্ক্যান শুরু করবে। প্রথমে এটিকে স্টপ করুন। এর পর ক্রসে ক্লিক করে এই উইন্ডোটি বন্ধ করুন বা alt+f4 প্রেস করুন।

এবার ঐ ডাউনলোড হওয়া ফাইলটির মধ্যে দেখুন Dll-Files.com.FIXER.v2.0.72.1862-patch নামের একটি ফাইল আছে, ওটাকে রান করুন।

উপরের মত একটা উইন্ডো আসবে, প্যাচ ক্লিক করুন।  করলে একটা অপশন আসবে Yes ক্লিক করুন।


ক্লিক করার পরে এটি লোকেশান চাইবে, আপনি নরমালি ইন্সটল করলে আপনার কম্পিউটারের (C:) Drive এর Program files এ অবস্থিত Dll.fixer এ  যে ফাইল টি আছে তাতে ক্লিক করুন দেখবেন Patching Done  দেখাবে।

নিচের ছবিটা ফলো করুন বুঝতে পারবেন,

এবার আবার স্ক্যান শুরু করুন এখান থেকে (নিচের ছবিতে যেখান থেকে দেখানো আছে)

স্ক্যান শেষ হলে নিচের মত একটা উইন্ডো আসবে,

এখান থেকে আপনি দেখতে পাবেন কটা এরর আছে, যেমন আমার কম্পিউটারে ১৮ টা এরর দেখাচ্ছে। এবার fix Errors এ ক্লিক করুন সব এরর ঠিক হয়ে যাবে।

এরপর থেকে এটি সব সময় আপনার কম্পিউটারের স্টার্টআপে চালু হবে আপনি যদি সেটা না চান, মানে আপনার ইচ্ছামত চালাতে চান তাহলে এটির মেনুতে অবস্থিত settings এ যান।

launch at windows startup and start a registry scan এখানে ক্লিক করে টিক চিহ্ন তুলে দিন। apply করে দিন হয়ে যাবে।

 

Level 0

আমি jiko। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 251 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিপুল এই প্রযুক্তির কতোটুকুই জানি? যতটুকুই বা জানি তা সবার সাথে শেয়ার করতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice post

Level 0

Good post

Level New

thank u

আচ্ছা ভাই এতে আমার পিসির কি উপকার হবে যদি একটু বলতেন।

    Level 0

    @ফিরোজ আলম: pc স্লো হবে না, সিস্টেম ফাইল করাপ্ট হবে না। dll এরর আর আসবে না।

Level 2

Upgrade চায় !! Licence করতে বলে… কি করবো ?

    Level 0

    @Rohan: ভাই প্যাচ করুন, জেরকম ভাবে দেখিয়েছি। প্যাচ করলে লাইসেন্স লাগবে না। আর আপগ্রেড করবেন না, তাতে নতুন ভার্সন পাবেন কিন্তু প্যাচ পাবেন না। তখন আপনাকে কোম্পানির কাছ থেকে লাইসেন্স কিনতে হবে আশা করি বুঝতে পেরেছেন।
    সমস্যা হলে জানাবেন।

আপনাকে অনেকানেক ধন্যবাদ ভালো একটি টিউন করার জন্য৤

সুন্দর !

    Level 0

    @mahbub khan: @Rashed Kamal: আপনাদেরও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

কই ভাই Patch এ কাজ করেনা কেন ?

    Level 0

    @সাব্বির আলম: ঠিক ভাবে করেন, কাজ করবে।
    “(C:) Drive এর Program files এ অবস্থিত Dll.fixer এ যে ফাইল টি আছে তাতে ক্লিক করুন দেখবেন Patching Done দেখাবে।”

      Patching done দেখায় কিন্তূ Scan করার পর মাত্র ১৫টি Fix হয় এখন আর কাজ করতেছেনা । @jiko:

    Level 0

    @সাব্বির আলম: আমাকে ১ টা স্ক্রীনশট পাঠান তো দেখি কি সমস্যা।

dhonnobad

Level 2

সাব্বির ভাইয়ের মতো আমারোও একই আবস্থা, কি করি ভাই ?

    Level 0

    @Rohan: আপনি আমাকে একটা স্ক্রীনশট পাঠান [email protected] এখানে। না দেখলে বুঝতে পারছি না। আপনি যদি বারবার প্যাচ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আর হবে না। অনেক সময় অ্যান্টিভাইরাস প্যাচ করতে দেয় না। জাই হোক স্ক্রীনশট পাঠান দেখছি। 🙂

Level 0

ভাই আমার .dll এর সমস্যা নেই কিন্ত dell কম্পিউটার btcl এর নেট কানেকশান মডেম ছাড়া দিতে পারছিনা। এটা টিএন্ডটি লাইন দিয়ে নেট চালানো হয়। আমাকে কি এ ব্যাপারে একটু সাহায্য করবেন?

Level 0

ভাই আর কোন সহজ সমাধান নাই???
পোস্ট এর জন্য ধন্যবাদ।

    Level 0

    @Yousuf Ali: ভাই আমার বাংলাদেশের ইন্টারনেট সম্বন্ধে কোনও আইডিয়া নেই, খুবি দুঃখিত।
    @Mahmud: আমার জানা মতে নেই, তবে অ্যাডভান্স সিস্টেম কেয়ার ফুল ভার্সন থাকলে হতে পারে। আর এটা তো খুব সহজ, এত সহজে অন্য প্রবলেম ফিক্স হয় না কিন্তু। কমেন্টের জন্য ধন্যবাদ। 🙂

ধন্যবাদ। অনেক কাজে দিবে।

“প্রথমে এই সফটওয়্যারটি ডাউনলোড করুন।” – এখান থেকে খালি get.php নামে একটি ফাইল ডাউনলোড হচ্ছে, আর কোনও সফটওয়্যার নয়।

Level 0

vai amar kase er ager version + patch asse lagle boilen upload koira link diya dimu ne..100% working
[email protected]

ধন্যবাদ, খুব কাজের পোস্ট।

Level 2

DLL Fixer er path korar solution korsi karo lagle janan..

Level 0

bi tnx 4r post. Fix Errors e click korar por purchase now window view kore………….ki korbo?

Level 2

DLL fix er installetion directory te jan ebong “Dll.fixer” file ti copy kore desktop a akta new folder a rakhen. desktoper oi foldere Patch “Dll-Files.com.FIXER.v2.0.72.1862-patch” ta copy den ebong patch koren korar por okahne “DLL Fixer” file ti installetion directorite pest kore replace koren.
tao na bujhle FB te ashen “http://www.facebook.com/musabalams”

Level 0

@emusab @jiko bio ami notun user to par ta si na halp please…………
[email protected]……………..01671015072

Level 0

ভাই পেচ কাজ করছেনা , দয়া করে ঠিক করে দেন , ধন্যবাদ ।