আজকের কন্টেন্টিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা বাংলাদেশে থেকে সঠিক নিয়মে একটি ভেরিফাইড পেপাল একাউন্ট তৈরি করবেন। আমরা যারা অনলাইন ইনকাম কিংবা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত তাদের কিন্তু একটা পেপাল একাউন্ট এর প্রয়োজন পরে। কিন্তু আমরা জানি যে বাংলাদেশে পেপাল একাউন্ট এলাউ করে না। এর জন্য আমরা সরাসরি বাংলাদেশ থেকে পেপাল একাউন্ট তৈরি করতে পারিনা। কিন্তু কিছু পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আমরা খুব সহজেই একটি পেপাল একাউন্ট তৈরি করতে পারবেন এবং সেই পেপাল একাউন্টে আপনারা ডলার নিতে পারবেন, ডলার সেন্ড করতে পারবেন অথবা আপনি চাইলে সেই ডলারকে বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে টাকায় কনভার্ট করতে পারবেন। আজকে সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা অনেকেই রয়েছেন যারা ইউটিউবে অনেক সার্চ করেন কিভাবে বাংলাদেশ থেকে পেপাল একাউন্ট তৈরি করা যায়। অনেক ভিডিও দেখেছেন। ঐ সকল ভিডিও দেখে যদি আপনারা সন্তুষ্ট না হয়ে থাকেন বা একাউন্টি তেরি করতে না পারেন তাহলে আপনাকে বলবো কনটেন্টি মনোযোগ সহ কারে পরুন। ২০২৩ সালের আপডেট ভার্সণ আমি আপনাদের সাথে শেয়ার করবো। চলুন শুরু করা যাক।
বাংলাদেশ থেকে Paypal Account তৈরি করার জন্য যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চ বারে সার্চ করবেন Paypal.com/cy তাহলে দেখবেন আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে। আসার পর উপরে দেখতে পাবেন Sing up free নামের একটি অপশন। আপনি সেখানে ক্লিক করবেন। অথবা একটু নিচে আসলেই দেখতে পাবেন Get started নামের অপশন। আপনি চাইলে এখানে ক্লিক করেও করতে পারেন। দুইটার যেকোনো একটায় ক্লিক করলেই হবে। ক্লিক করার পর Business Account এ সিলেক্ট করে Continue তে ক্লিক করবেন। I am not a robot এ টিক দিয়ে দিবেন। তারপর একটা Captcha আসবে। সেখানে যা চাইবে তা সিলেক্ট করে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার কাছে পেজ আসবে যেখানেআপনার সকল ইনফরমেশন দিতে হব। Name, Email, Password, Mobile Number দিতে হবে। মোবাইল নাম্বারে কানট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর নিচের খালি ঘরে টিক দিতে হবে। টিক দিয়ে Agree and Create account এ ক্লিক করবেন। তারপর skip for now অপশন টিতে ক্লিক করবেন। Confirm your email এ ক্লিক করবেন। ক্লিক করার পর Send link again এ ক্লিক করবেন। ক্লিক করলে সাথে সাথে আপনার ইমেইল এ Verification একটা মেইল যাবে। আপনি আপনার ইমেইলে চলে যাবেন। সেখানে কনফার্ম ইউর ইমেইল ইউজ ইউর একাউন্টে ক্লিক করবে। এরপর কনফার্ম ইওর ইমেইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটি ব্রাউজারে নিয়ে আসবে। সেখানে আপনি আপনার পেপাল একাউন্টে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপর আপনার সামনে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে বলবে। আপনি Next এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে Verification code যাবে। সেই Code টি বসিয়ে Continue তে ক্লিক করবেন। তাহলেই Verification হয়ে যাবে। আপনি চাইলে Choose your bank এ ক্লিক করে আপনার Bank account বসাতে পারেন। এটার কারনে আপনার নেপালের ডলার সরাসরি ব্যাংক এ চলে যাবে। আপনি নিচের দিকে আসলেই আপনার balance শো করবে। পেপাল ব্যালেন্স এর থ্রি ডটে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে go to Money page এ ক্লিক করবেন। তারপর Us Dollar এর Make primary অপশনে ক্লিক করবেন। তারপর Make USD Primary তে ক্লিক করে Done এ ক্লিক করবেন। তবে আপনাদের একটা কথা বলে রাখি এখান থেকে বেশি ডলার লেনদেন করবেন না। এতে করে আপনার Account টি লক হয়ে যেতে পারে। তো এইভাবে Paypal account তৈরি করতে হয়। আশাকরি বুঝতে পেরেছেন।
আমি আয়শা আক্তার দিপা। প্রথম বর্ষ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।