হোন টেকটিউনস ট্রাস্টেড টিউনার :: কপিরাইট ফ্রি ইমেজ কী? কপিরাইট ফ্রি ইমেজ কীভাবে খুঁজে বের করবেন?

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন
Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

আসসালামু আলাইকুম। ‌আপনার সকলে কেমন আছেন?

আপনারা যারা নতুন টেকটিউনস ট্রাস্টেড টিউনার হতে চান, তাদেরকে অবশ্যই টিউন এর মধ্যে ইমেজ যুক্ত করার গাইডলাইন সম্পর্কে জানতে হবে। একটি টিউন এর সাথে সম্পর্কিত বিভিন্ন কিছু দেখানোর জন্য কিংবা একটি টিউনকে সুন্দরভাবে সাজানোর জন্য অনেক ইমেজ যুক্ত করার প্রয়োজন পড়ে। তবে, আপনি কিন্তু চাইলেই যে কোন সোর্স থেকে ইমেজ ডাউনলোড করে তা টেকটিউনস এর টিউনে আপলোড করতে পারবেন না।

টেকটিউনস এর টিউনার হওয়ার জন্য আপনাকে অবশ্যই কপিরাইট ফ্রি ইমেজ যুক্ত করতে হবে। ‌ আপনাকে এমন সব সোর্স থেকে ইমেজ ডাউনলোড করতে হবে কিংবা এমন সব ইমেজ এখানে আপলোড করতে হবে, যেগুলো এই মুহূর্তে কপিরাইট এর আওতাধীন নয়।

তাই, হোন টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর পর্বে আপনি জানতে পারবেন, কপিরাইট ফ্রি ইমেজ কী এবং আপনি কীভাবে টেকটিউনসে টিউনে কপিরাইট ফ্রি ইমেজ যুক্ত করবেন।

কপিরাইট ফ্রি ইমেজ কী?

কপিরাইট ফ্রি ইমেজ কী?

কপিরাইট ফ্রি ইমেজ হল এমন সব ছবি, যা কপিরাইট দ্বারা সুরক্ষিত নয়। কপিরাইট ফ্রি ইমেজ গুলো নির্দিষ্ট কারো অনুমতি ছাড়াই ব্যবহার করা যায় এবং সেগুলো চাইলে ইচ্ছামত কাস্টমাইজ করার সুযোগ থাকে। কপিরাইট ফ্রি ইমেজ কে রয়্যালিটি ফ্রি ইমেজ ও বলা হয়।

আপনি যদি কোন একটি ভিডিও কন্টেন্ট অথবা আর্টিকেল তৈরি করতে ছবির ব্যবহার করেন, তাহলে সেখানে আপনাকে অবশ্যই কপিরাইট ফ্রি ইমেজ যুক্ত করতে হবে। যদি আপনি এসব জায়গায় কপিরাইট ফ্রি ইমেজ যুক্ত না করেন, তাহলে পরবর্তীতে কপিরাইট স্ট্রাইক এর মত সমস্যায় পড়তে পারেন অথবা বড় ধরনের আইনের মারপ্যাঁচে ও পড়তে পারেন।

যাইহোক, আপনি যদি টেকটিউনসে টিউন করার সময় কপিরাইট ফ্রি ইমেজ বাদ দিয়ে কপিরাইট যুক্ত ইমেজ টিউনে আপলোড করেন, তাহলে আপনি ট্রাস্টেড টিউনার হওয়ার যোগ্যতা হারাবেন এবং পরবর্তীতে ট্রাস্টেড টিউনার হলেও আপনার টিউনার ব্যাজ চলে যাবে। তাই আপনাকে এখনই জানতে হবে, কীভাবে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করা যায়। চলুন তবে এবার দেখে নেওয়া যাক, আপনি কীভাবে টেকটিউনস এর জন্য কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার ওয়েবসাইট খুঁজে বের করবেন এবং সেসব থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করবেন।

কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার ওয়েবসাইট

কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার ওয়েবসাইট

বর্তমানে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে, যেগুলো থেকে আপনি ফ্রি এবং টাকা দিয়ে ইমেজ ডাউনলোড করা যায়। তবে, এখানে আমি আপনাকে ফ্রীতে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার ওয়েবসাইট গুলো সম্পর্কে পরিচয় করিয়ে দেব, যেগুলো থেকে আপনি কোন সাবস্ক্রিপশন ছাড়াই কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারবেন। যদিও, এমন অনেক স্টক ফটো ডাউনলোড করার ওয়েবসাইট রয়েছে, যেগুলো থেকে ইমেজ ডাউনলোড করার জন্য সাবস্ক্রিপশন করতে হয়।

টেকটিউনসে টিউন করতে আপনি যেসব ওয়েবসাইট গুলো থেকে কপিরাইট ফ্রি এবং রয়্যালিটি ফ্রি স্টক ফটো ডাউনলোড করতে পারবেন, সেগুলোর তালিকা নিচে পর্যায়ক্রমে দেওয়া হল।

কপিরাইট ফ্রি এবং রয়্যালিটি ফ্রি স্টক ফটো ডাউনলোড করার সোর্স গুলো হলো:

  1. Pexels
  2. Pixabay
  3. Unsplash
  4. Openverse
  5. Google CC Images
  6. Every Pixel
  7. Freerange
  8. StockSnap.io
  9. Burst
  10. Reshot
  11. PX Fuel

আপনি যখন আপনার কোন টিউনে অথবা থাম্বনেলের জন্য ইমেজ অনুসন্ধান করবেন, তখন এ সমস্ত কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোডার ওয়েবসাইট গুলো আপনার জন্য একটি ভালো সোর্স হতে পারে। এসব ওয়েবসাইটগুলো থাকা যেহেতু সম্পূর্ণ কপিরাইট ফ্রি, তাই এখান থেকে ডাউনলোড করে তো ছবি টিউন এ ব্যবহার করার ক্ষেত্রে আপনার কোন রিসার্চ করার প্রয়োজন নেই।

আবার, আপনি কিছু স্টক ফটো ডাউনলোড করার ওয়েবসাইট থেকেও সাবস্ক্রিপশন করার মাধ্যমে কপিরাইট ফ্রি ইমেজ সংগ্রহ করতে পারেন। এসব ওয়েবসাইট গুলোর মধ্যে অন্যতম হলো, Shutterstock এবং Adobe stock ইত্যাদি। যদিও, আপনার টিউনের ইমেজ সংগ্রহ করার জন্য এসব প্রিমিয়াম ওয়েবসাইট ব্যবহার করার প্রয়োজন পড়বে না। আপনি বরং, এসব ফ্রি ওয়েবসাইট গুলোর থেকেই কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারবেন।

গুগলে সার্চ করে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার উপায়

গুগলে সার্চ করে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার উপায়

আপনি আপনার প্রয়োজনীয় কপিরাইট ফ্রি ইমেজ সংগ্রহ করার জন্য গুগল সার্চ কে ব্যবহার করতে পারেন। আপনি এজন্য সরাসরি গুগল এ এসে সেই কিওয়ার্ড লিখে সার্চ করুন এবং তারপর Creative Commons Licence বা Attribution Licence যুক্ত ইমেজ গুলো ফিল্টার করে খুঁজে নিতে পারেন। আপনি এখান থেকে এভাবে করে খুঁজে নিতে পারেন যে কোন ইমেজ গুলো Attribution এর মাধ্যমে ব্যবহার করা যায়।

অর্থাৎ, এ ধরনের ইমেজ আপনি টিউনে যুক্ত করার সময় ক্রিয়েটরের ক্রেডিট ও প্রয়োজনীয় লিংক টিউনে যুক্ত করার মাধ্যমে সেসব ছবি ব্যবহার করতে পারবেন। এ ধরনের ইমেজগুলো টেকটিউনসে, আপনার টিউনে যথাযথ Attribution দিয়ে ব্যবহার করতে পারবেন।

Creative Commons Licence যুক্ত ফটোগুলো খুঁজে নেওয়ার জন্য আপনি সেই নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে গুগলে ইমেজ সার্চ করুন।

Creative commons licence ব্যবহার করে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড

তারপর, Tools অপশনে ক্লিক করে User Rights থেকে Creative Commons Licence সিলেক্ট করে দিন। এরপরই আপনার সামনে Creative Commons Licence যুক্ত ফটো গুলো চলে আসবে।

Creative commons license ফটো ডাউনলোড করার নিয়ম

গুগল থেকে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স যুক্ত ফটো ডাউনলোড করার জন্য আপনি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।

কোন অ্যাপস বা ওয়েবসাইটের স্ক্রিনশট কী কপিরাইট ফ্রি ইমেজ এর আওতাভুক্ত হবে?

অ্যাপস বা ওয়েবসাইটের স্ক্রিনশট কী কপিরাইট ফ্রি ইমেজ এর আওতাভুক্ত হবে?

হ্যাঁ, টিউটোরিয়াল অথবা রিভিউ টিউন তৈরি করার ক্ষেত্রে, আপনার নিজের কম্পিউটার বা মোবাইল দিয়ে কপিরাইট ফ্রি যেকোনো সফটওয়্যার বা অ্যাপের স্ক্রিনশট আপনার যুক্ত করতে পারবেন। এক্ষেত্রে যেহেতু আপনি সেই ইমেজের ক্রিয়েটর নিজেই, তাই সেই Screenshot আপনার টিউনে যুক্ত করতে কোন বাধা নেই।

যেকোনো প্রোডাক্টের অফিশিয়াল ওয়েবসাইটের ছবি সব সময় কপিরাইট ফ্রি হয়। যেকোনো সফটওয়্যার, স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ, টিভি, ট্যাব অথবা যে কোন প্রোডাক্টের অফিশিয়াল সাইটে প্রকাশিত প্রোডাক্ট এর ছবি অথবা প্রোডাক্টের ক্যাটালগ এর ছবি বেশিরভাগ ক্ষেত্রেই কপিরাইট ফ্রি হয়ে থাকে। তাই, আপনি যে কোন প্রোডাক্টের অফিসিয়াল ওয়েবসাইটের ছবি স্ক্রিনশট হিসেবে আপনার টিউনে যুক্ত করতে পারবেন।

যেমন: আপনি যদি স্যামসাং এর কোন একটি ফোন নিয়ে টিউন করতে চান, Lenovo ব্রান্ডের Motorola edge 40 pro মোবাইলের ছবি সংগ্রহ করতে চান, তাহলে সরাসরি Lenovo এর অফিসিয়াল প্রোডাক্ট পেজ থেকে ছবি ডাউনলোড করে আপনার টিউনে ব্যবহার করতে পারবেন। এখান থেকে ছবি ডাউনলোড করে আপনার টিউন এ ব্যবহার করলে, সেটির ক্ষেত্রে তারা কখনোই কপিরাইট স্ট্রাইক দিবে না বা এতে টেকটিউনস এর গাইডলাইনও ভঙ্গ হবে না।

এছাড়াও, আপনি নিজে ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভা অথবা অন্য কোন গ্রাফিক্স এডিটিং সফটওয়্যার ব্যবহার করে টিউনের থাম্বনেল অথবা টিউন এর ইমেজ তৈরি করতে পারেন। এসব ব্যবহার করে আপনি যেহেতু নিজেই ছবি ক্রিয়েট করেছেন, তাই এ ধরনের টুল ব্যবহার করে তৈরি করা আপনার ইমেজগুলো হবে সম্পূর্ণ কপিরাইট ফ্রি ইমেজ। তবে, ইমেজ তৈরি করার সময় আপনি যদি এমন কোন গ্রাফিক্স ম্যাটেরিয়াল ব্যবহার করেন, যা কপিরাইট ভঙ্গ করে, তাহলে সেই ছবিকে কপিরাইট ফ্রি ইমেজ বলা যাবে না।

এখানে তৈরি করা আপনার সম্পূর্ণ গ্রাফিক্স ম্যাটেরিয়াল গুলো হতে হবে সম্পূর্ণ কপিরাইট ফ্রি। ‌ তবেই আপনার ক্রিয়েট করা ছবিটি হবে একটি কপিরাইট ফ্রি ইমেজ।

আর আপনার যদি ইমেজ তৈরি করতে অসুবিধা হয় অথবা আপনি যদি গ্রাফিক্স এডিটিং সফটওয়্যার গুলো ব্যবহার করতে না জানেন, তাহলে দ্রুত সমাধান হিসেবে উপরে দেওয়া কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার ওয়েবসাইট গুলো ব্যবহার করতে পারেন। ‌এসব ওয়েবসাইটগুলো থেকে আপনি খুব সহজে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করে টেকটিউনস টিউনে ব্যবহার করতে পারবেন।

শেষ কথা

একজন ট্রাস্টেড টিউনার হিসেবে টেকটিউনস থেকে বাংলা আর্টিকেল লিখে টাকা আয় করতে হলে, আপনাকে অবশ্যই টেকটিউনস গাইডলাইন অনুযায়ী টিউনে কপিরাইট ফ্রি ইমেজ যুক্ত করতে হবে। আর, কপিরাইট ফ্রি ইমেজ সংগ্রহ করার জন্য আপনার বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করার প্রয়োজন হতে পারে। যদিও আপনি এ সমস্ত ফ্রি ইমেজ ডাউনলোড করার ওয়েবসাইট থেকে সব ধরনের ছবি খুঁজে পাবেন না, তবে একটিতে পাওয়ার না গেলে অন্য একটি ওয়েবসাইটে খুঁজে দেখতে পারেন।

আর সমস্ত কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার ওয়েবসাইট থেকেও যদি আপনার কাঙ্খিত ছবিটি খুঁজে না পান, তাহলে ক্যানভা, ফটোশপ এবং ইলাস্টেটর এর মত গ্রাফিক্স এডিটিং সফটওয়্যার গুলো দিয়ে আপনাকে কপিরাইট ফ্রি ইমেজ তৈরি করে নিতে হবে। মনে রাখবেন, একজন ট্রাস্টেড টিউনার হওয়ার জন্য আপনাকে অবশ্যই টিউনে কপিরাইট ফ্রি ইমেজ যুক্ত করতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।

-

হোন টেকটিউনস ট্রাস্টেড টিউনার [পর্ব-০৫] :: কপিরাইট ফ্রি ইমেজ কী? কপিরাইট ফ্রি ইমেজ কীভাবে খুঁজে বের করবেন?

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বিভিন্ন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে পিক্সেল ঠিক রেখে ছবি ডাউনলোড করবো?
সেখানে তো কোনো ডাউনলোড অপশন থাকে না।

ইমেইজের উপর গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করুন, তারপর Save image as বাটনে ক্লিক করে ডাউলোড করুন। আর মোবাইলে হলে, দীর্ঘক্ষণ ট্যাপ করে ধরে থাকুন, তারপর Save image এ ক্লিক করে ডাউনলোড করুন।

কিন্তু এতে তো ছবির পিক্সেল কম থাকে বেশিরভাগই ১৯২০×১০৮০ পিক্সেল এর কম থাকে। সেক্ষেত্রে করনীয় কী?

সমস্যা হলো পিক্সেল যদি ১৯২০×১০৮০ এর কম হয় তাহলে সেটা এডোবি দিয়ে রিসাইজ করলেও তো সেটা গ্রহনযোগ্য হয়না। এমনটাই তো টেকটিউনস নির্দেশনা দিয়েছে। বেশি হলে রিসাইজ করা যায় পিক্সেল কম হলে তো সেটা লো রেজুলেশন হবে।

    হ্যাঁ

      তাহলে সেক্ষেত্রে আমার করণীয় কী?

        এক্ষেত্রে আপনি ইমেইজটি ডাউনলোড করে, কোন এডিটিং অ্যাপে গিয়ে একটি ১৯২০×১০৮০ এর ব্যাকগ্রাউন্ড নিয়ে সেটির উপর এলিমেন্ট হিসেবে এই ইমেইজটি বসাতে পারেন। এখন আপনার ডাউলোড করা ইমেজটির জন্য কোন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে কিনা, কিংবা ব্যবহার করলে, ইমেজটির সৌন্দর্য ঠিক থাকবে কিনা, তা আপনিই বিবেচনা করুন।

এমন কোনো একটি এপস সাজেস্ট করলে ভালো হয়। যাতে মোবাইল দিয়ে এডিটিং করতে পারি