ISO Image File Burn : কিভাবে আই .এস . ও . ইমেজ ফাইল বার্ণ করে বুটেবল সিডি-ডিভিডি তৈরী করবেন ……..

কিভাবে অপারেটিং সিস্টেম এর আই.এস.ও ইমেজ ফাইল রাইট করে বুটেবল সিডি/ডিভিডি তৈরী করবেন নতুনরা দেখে নিন স্বচিত্র বর্ণনা এই টিউনে পাবেন । বুটেবল সিডি/ডিভিডি তৈরী করে নিজের সংগ্রহে রাখুন
Windows XP SP3 ডাউনলোড লিন্ক এইখানে দেখুন

পার্ট-১ এর উপর মাউস রেখে রাইট ক্লিক করুন পপআপ উইন্ডো আসলে Extract Here ক্লিক ।
1
Extracting From WXPSP3U.part……. পপআপ উইন্ডো এসে এক্সট্রাক্ট করা শুরু করে দিবে
2
১০০% এক্সট্রাক্ট করা হয়ে গেলে Extracting From পপআপ উইন্ডোটি আপনা-আপনি বন্ধ হয়ে যাবে
যেখানে এক্সট্রাক্ট করলেন সেখানে W_XP-Best-SP3 এই নামে ISO Image Files আর একটি CD_TEXT Document দেখবেন ।
3
সন্পূর্ণ এক্সট্রাক্ট করা হয়ে গেলে WXPSP3U এর খন্ড খন্ড অংশগুলি ডিলিট করে দিতে পারেন ।
4

ISO Image File রাইট করার পালা । আমি এখানে Ashampoo Burning Studio 10 ব্যাবহার করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই বার্ণার ব্যাবহার করে ISO Image File রাইট করবেন ।
ব্ল্যান্ক সিডি প্রবেশ করান DVD – RW অপেন করে । সিডিটি প্রবেশ করানোর কিছুক্ষন পর নিচের চিত্রের মতো একটা উইন্ডো আসলে ওকে তে ক্লিক করুন
5

Ashampoo Burning Studio 10 উইন্ডো আসবে
6

Create/Burn Disk Images এর উপর মাউস ধরুন
ডান দিকে যে তিনটি অপশনস আছে একদম উপরেরটিতে মাউস নিয়ে ক্লিক করুন >
7
এইরকম একটা উইন্ডো এসে Disk Image Path দেখিয়ে দিতে বলবে >
19

Browse বাটনে ক্লিক করে আপনি যেখানে WXPSP3 এক্সট্রাক্ট করেছেন সেখানে গিয়ে ISO Image Fileটি সিলেক্ট করে অপেন বাটনে ক্লিক করুন ।
8
দেখিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করুন >
9
এইরকম একটা উইন্ডো আসবে >
10
Change Options এ ক্লিক করুন
11
Options for the inserted CD-RW পপআপ উইন্ডো আসলে আপনি রাইটিং স্পীড এবং কয়টা কপি রাইট করবেন তা নির্ধারন করে দিতে পারবেন । অপারেটিং সিস্টেম রাইট করার ক্ষেত্রে সর্বনিম্ন স্পীড নির্ধারন করবেন । Write-Speed এর পাশে ড্রপডাউন মেনু থেকে স্পীড নির্ধারন করে দিন । Write-Speed এর পাশে ড্রপডাউন মেনুতে যদি একটাই অপশন থাকে তাহলে সেটাই সিলেক্ট করুন ।
আর নিচে যে চারটি অপশনস আছে সবগুলোতে টিক চিন্হ দিতে পারেন আবার নাও দিতে পারেন এটা আপনার পছন্দ । দিলে রাইট করার টাইম বেশী লাগবে । আমি অবশ্য একটা অপশনস এ টিক চিন্হ দিয়েছি ।
সেটিংস সেট করার পর ওকে করুন >
12

তারপর Write-CD বাটনে ক্লিক করুন >
13

Progress পপআপ উইন্ডো এসে কাজ শুরু করে দিবে >
14
15
16
রাইটিং সন্পূর্ণ হয়ে গেলে CD image recorded successfully বার্তা আসবে ওকে করুন ।
17

তারপর Exit বাটনে ক্লিক করে Ashampoo Burning Studio 10 এর উইন্ডোটি ক্লোজ করে দিন ।

DVD – RW ট্রে থেকে সিডি-টি বের হয়ে আসবে >
যে সিডি-তে রাইট করলেন সেটি আবার DVD – RW এর বাটনে ক্লিক করে প্রবেশ করান । প্রবেশ করানোর পর যদি এইরকম চিত্র দেখেন তাহলে মনে করবেন আপনার রাইট করা অপারেটিং সিস্টেম ওকে ।
18
এই বুটেবল XP- CD দিয়ে এবার আপনি নতুন-পুরান হার্ড ডিস্কে XP সেটআপ দিতে পারবেন ।

ম্যাজিক ISO দিয়ে যদি বার্ণ করতে চান তাহলে যেখানে ডাউনলোড করেছেন সেখানে গিয়ে ISO Image File টিতে ডাবল ক্লিক করুন >
19

Magic ISO Maker এর নিচের চিত্রের মতো একটা উইন্ডো আসবে এবং XP এর ISO Image File টি যে বুটেবল সেটি দেখতে পাবেন >
20

DVD-RW এ ব্লান্ক সিডি প্রবেশ করান যদি কোনো পপআপ উইন্ডো আসে শুধু ক্লোজ করে দিন ।
Magic ISO Maker এর Burn Current Compilation বাটনে ক্লিক করুন >
21

Burn CD/DVD! পপআপ উইন্ডো আসবে সেখানে Writing Speed নির্ধারণ করুন ড্রপডাউন মেনু থেকে সবচেয়ে কম যে স্পীড সেটা আর ফরমেট : Mode 1
22
সেটিংস সেট করার পর Burn it ! বাটনে ক্লিক করুন >
29

রাইট করা শুরু হবে >
23

১০০% হয়ে গেলে Close Session লেখা আসবে কিছুক্ষনের মধ্যে আপনার সিডি-টি বের হয়ে আসবে ।
24 25

Magic ISO Maker এর উইন্ডো ক্লোজ করে দিন ।
26
Magic ISO Maker এর ডাউনলোড লিন্ক >

ডাউনলোড লিন্ক

27

Level 2

আমি হাসানাত চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

tnx

s p 2 ke vabe pandrive dea setup dabo pleace bolan

Level 0

Nice Thank you

Level 0

ay Xp ta ki virus free???????

    @shovon:
    ভাই আমি তো নামাইয়া বার্ণ কইরা টিউন টা দিলাম ভাইরাস হলে তো পোষ্ট করতাম তা …….এখন আপনার ব্যাপার ডাউনলোড ?

Thanks for share with us. Carry on……………

আপনেও এক্সপি ইউস করেন? 8) আসেন কোলাকুলি করি 😛
টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ। 😀

Level 0

I used ‘ImgBurn’ to write the iso file and finally got the same blue screen but I cannot boot with this CD. I do not know what happened. The system says it cannot boot from CD. Can u pl help?

    @bakibd:
    আপনি কি বায়োস এ গিয়ে প্রথম বুট ডিভাইস সিডিরম সেট করেছেন ?
    New/Clean Install/Re-Install

    1=Set Bios to boot from CD/ROM as first boot device
    2=Place the OS/CD in the CD/ROM drive and Re-Boot
    3=Watch for the prompt to “press any key to boot from CD/ROM”

@হাসানাত ভাই আপনিত ১ টাকে Extract করছেন, আমার প্রশ্ন হল ১ টাকে Extract করে সব গুলাকে ডিলিট করে দিতে হবে নাকি সবগুলাকে Extract করার পর ডিলিট করতে হবে ?????

    @অর্জন:
    ভাই এখানে একটা ফাইল ৭টা অংশে বিভক্ত । তার মানে হলো ফাইলটাকে টুকরো টুকরো করে ৭টা অংশে খন্ডিত করে নেটে আপলোড করে দেওয়া হয়েছে ডাউনলোড করার সুবিধার জন্য । কারন সন্পূর্ণ ফাইলটি অনেকেই ডাউনলোড করতে পারবে না ।
    এখানে পার্ট-১ এর উপর রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করলে সবগুলো পার্ট জোড়া লেগে একটা ফাইলে পরিনত হয় । তাই সবগুলোকে আলাদা এক্সট্রাক্ট করার দরকার নেই । ডিলিট করে দিতে পারেন ।

Level 0

ধন্যবাদ

Level 0

Yes, I selected CDROM as the first boot device but it did not boot from the CD. However, I can run set up when the blue menu screen comes up, but i need a bootable one. Thanks for a very quick reply.

    @bakibd:
    ভাই আমি CD- তে রাইট করে আমার পিসি-তে টেষ্ট করে দেখলাম বুট হচ্ছে । কিন্ত আপনার কেন হচ্ছে না বুঝতে পারছি ।
    যাদের হার্ডওয়্যার সম্বন্ধ্যে ভাল আইডিয়া আছে তাদের পরামর্শ নিতে পারেন । ধন্যবাদ …………আপনাকেও ।

      @হাসানাত চৌধুরী:
      ভাই আমি CD- তে রাইট করে আমার পিসি-তে টেষ্ট করে দেখলাম বুট হচ্ছে । কিন্ত আপনার কেন হচ্ছে না বুঝতে পারছি না ।
      যাদের হার্ডওয়্যার সম্বন্ধ্যে ভাল আইডিয়া আছে তাদের পরামর্শ নিতে পারেন । ধন্যবাদ …………আপনাকেও ।

@হাসনাত ভাই আপনার কষ্টটা সম্পূর্ণ সার্থক হয়েছে । আমি এই মাত্র cd বানিয়ে xp setup দিলাম ।
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে A+…………

অনেক কাজের একটা টিউন এবং অনেক সুন্দর টিউন,
ধন্যবাদ সুন্দর টিউনটি শেয়ার করার জন্য।

thank you for ur nice tune…..

Level 0

vai Ashampoo Burning Studio 10.0.15 ar serial thakla share koren amar dorkar [email protected]

Md. Rashedur Rahman : ভাই Ashampoo Burning Studio 10.0.15 এর লিন্ক এর Mediafire Password : andystonecold

ভাই অসাধারন ।চালিয়ে যান।