আসসালামু আলাইকুম।
আমরা মোবাইল সার্ভিসিং কোর্সের গত পর্বে মোবাইল সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে ছিলাম। আজকের পর্বে আমরা মোবাইল সার্ভিসিং করতে যে সকল যন্ত্রপাতির ব্যবহার করা হয় তার সাথে পরিচিত হব।
মোবাইল রিপেয়ার করার জন্য অত্যাধুনিক কিছু যন্ত্রপাতির ব্যবহার করতে হয়। মোবাইলের পার্টস সাইজে ছোট হওয়ায় সার্ভিসিং করতে মাইক্রোস্কোপের মত যন্ত্রের ব্যবহার করতে হয়। আমরা মোবাইল সার্ভিসিং এ ব্যবহৃত কিছু যন্ত্রপাতির সাথে পরিচিত হব।
মোবাইলের সমস্যা নির্নয় করতে পাওয়ার সাপ্লাই এর ব্যবহার করা হয়ে থাকে। পাওয়ার সাপ্লাই এর মাধ্যমে মোবাইলের হার্ডওয়্যার অথবা সফটওয়্যার সমস্যা তার ধারনা পাওয়া যায়। মোবাইল রিপেয়ার করার জন্য পাওয়ার সাপ্লাই এর ভোল্টেজ ৩.৭ থেকে ৪.২ ভোল্ট পর্যন্ত দেওয়া যেতে পারে। পাওয়ার সাপ্লাই দ্বারা মোবাইল ফোনের সট ডিটেক্ট করা যায়।
মোবাইলের বিভিন্ন পার্টস পরিমাপের জন্য মাল্টিমিটারের ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে ডিজিটাল এবং এনালগ মাল্টি মিটার ব্যবহার করা হয়। এই মিটারকে(AVO)মিটার ও বলা হয়। অম্পিয়ার, ভোল্টেজ এবং ওহম পরিমাপ করা হয় বলে একে অ্যাভো (AVO) মিটার বলে। ভাল মিটার দ্বারা সূক্ষ ভাবে পার্টস পরিমাপ করা যায়।
সোল্ডার আয়রনকে আমারা তাতাল হিসেবে চিনি। মোবাইলের বিভিন্ন অংশে ঝালাই অথবা সোল্ডারিং করার জন্য ব্যবহার করা হয়। ব্যবহারের সুবিধার জন্য সোল্ডার আয়রনের বিট মোটা বা চিকন হয়ে থাকে। অতি ছোট ঝালাই করার জন্য চিকন বিটের আয়রন ব্যবহার করতে হয়। মাইক্রো জাম্পার করার ক্ষেত্রে অতি চিকন বিটের সোল্ডার আয়রন ব্যবহার করতে হয়। সোল্ডার অয়রন দিয়ে ঝালাই করার সময় রাং এবং রজন বা সোল্ডারিং পেস্ট ব্যবহার করা হয়।
মোবাইলের মাদার বোর্ডে কাজ করার সময় বোর্ডটিকে পিসিবি স্টান্ডস্ট্যান্ড এর সাথে আটকে রেখে কাজ করার প্রয়োজন পরে। যাতে করে বোর্ড নড়াচড়া করতে না পারে। খেয়াল রাখতে হবে পিসিবি স্ট্যান্ড এ বোর্ড আটকানোর সময় যেন বোর্ডে যেন অতিরিক্ত চাপ না লাগে।
টুল বক্স বলতে আমার মোবাইল খুলতে ড্রাইভার, টুইজার, কাটিং প্লাস সহ অন্যান্য ওপেনার টুল সহ একটি বক্সকে বুঝি। বিভিন্ন মোবাইল নাট খুলতে নানা সাইজের ড্রাইভার প্রয়োজন হয়। একটি টুলবক্সে প্রায় সব সাইজের ড্রাইভার থাকে।
বর্তমানে মোবাইলে এডজাস্ট এলসিডি ব্যবহার করা হয়। যাতে টাচ /গ্লাস এবং ডিসপ্লে একসাথে লাগানো থাকে। ভাঙ্গা গ্লাসকে ডিসপ্লের থেকে আলাদা করতে এলসিডি সেপারেটরের ব্যবহার করতে হয়। এলসিডি সেপারেটরের মাধ্যমে ডিসপ্লে এবং টাচ এর মধ্যের আঠাকে গমর করে একটি চিকন তারের মাধ্যমে আলাদা করা হয়। তাছাড়া বডি থেকে ডিসপ্লেকে আলাদা করতেও এটার ব্যবহার করা হয়।
মোবাইলের বিভিন্ন কম্পনেন্ট যেমন চার্জিং পোর্ট, বিভিন্ন কানেক্টর, আইছি সহ ছোট ছোট পার্টস পরিবর্তনের জন্য হটগান ব্যবহার করা হয়। আইছির কাজ করার জন্য ভাল মানে হটগান ব্যবহার করা উচিৎ। মোবাইলের কাজ করার সময় কোন কাজের জন্য হটগানের বাতাস এবং হিট কত রাখতে হবে তার সঠিক ধারনা থাকা উচিৎ।
মোবাইলের মাদারবোর্ড পরিস্কার করার জন্য থিনার এবং ব্রাশ এর ব্যবহার করা হয়। মোবাইল সার্ভিসিং এর জন্য সাধারনত এনসি থিনার ব্যবহার করা হয়। থিনারের পরিবর্তে অক্টেন ব্যবহার করা যেতে পারে।
মোবাইলের পার্টস ছোট আকারের হওয়ায় এটাকে ধরার জন্য চিকন টুইজার ব্যবহার করা হয়। কাজের সুবিধার্থে বিভিন্ন সেইপের টুইজার ব্যবহার করা হয়।
অতিরিক্ত রাং পরিস্কার করার জন্য সোল্ডারিং এর সময় লিড রিমুভার ব্যবহার করা হয়। মোবাইলের এক জায়গা থেকে অন্য জায়গায় লাইন টানার জন্য জাম্পার ওয়্যার ব্যবহার করা হয়। সোল্ডারিং এর সময় রাং ভালোভাবে গলতে সোল্ডারিং পেস্ট সাহায্য করে।
মোবাইলের মাদারবোর্ডের কোন আইসি লাগানোর জন্য এটাকে বল করার প্রয়োজন হয়। আইসি বল করার জন্য আইসি বল প্লেট এবং বল পেস্ট ব্যবহার করা হয়। অধিকাংশ নতুন আইসি বল করা থাকে।
মোবাইলে ব্যবহৃত কিছু পার্টস এতই ক্ষুদ্র যে এটাকে পরিবর্তন অনেক সময় খালি চোখে করা যায়না। এছাড়াও মোবাইলের মাদারবোর্ডের লাইনগুলো এত ছোট আকারে বিভিন্ন লেয়ারে করা থাকে যে এটা রিপেয়ার খালি চোখে করা অসম্ভব। এক্ষেত্রে ক্ষুদ্র পার্টস পরিবর্তন এবং মাদারবোর্ডের সুক্ষ কাজ করার জন্য মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়।
যে সকল মোবাইলে টাচ/গ্লাস ডিসপ্লে একত্রে কম্বো করে লাগানো থাকে, ঐ সকল ডিসপ্লের টাচ/গ্লাস ভেঙ্গে গেলে তা পুনরায় ডিসপ্লের সাথে লাগাতে ওসিএ লেমনেটিং মেশিন ব্যবহার করা হয়।
মোবাইলের বিভিন্ন ডায়াগ্রাম দেখে কাজ করার প্রয়োজন পরে, সেক্ষেত্রে আমাদেরকে কম্পিউটারের ব্যবহার করতে হয়। তাছাড়া মোবাইলে সফটওয়্যার জনিত সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ব্যবহার করতে হয়।
মোবাইলের কাজ করার জন্য আমাদেরকে আরো অনেক টুলসএর ব্যবহার করার প্রয়োজন হয়। আমারা হাতে কলমে কাজ করার সময় আরো কিছু টুলসের সাথে পরিচিত হব।
আমরা আজকে শুধু মোবাইল সার্ভিসিং এ ব্যবহৃত যন্ত্রপাতির সাথে পরিচিত হলাম। মোবাইল সার্ভিসিং এ এই সব যন্ত্রপাতি কিভাবে ব্যবহার করতে হয় তা আমরা সামনে টিউটোরিয়ালে আস্তে আস্তে জানতে পারব।
আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত.
আগামী টিউটোরিয়ালে আমারা মোবাইলের মাদারবোর্ডের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব।
আমি রবিউল ইসলাম। , সোহাগ টেলিকম, মঠবাড়িয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জানতে এবং জানাতে ভালোলাগে।