ভুলে যান আপনার উইন্ডোস ৭ এর পাসওয়ার্ড : আমি ভুলে গেলাম আজকে থেকে

আমরা মোটামুটি সবাই নিজস্ব নিরাপত্তার জন্য কম্পুতে পাসওয়ার্ড দিয়ে থাকি। কিন্তু সমস্যা হয় তখনই যখন আমরা এর পাসওয়ার্ড ভুলে যায় বা যদি কেউ এর পাসওয়ার্ড চেন্জ করে দেয়। তখন হয়তো আমরা বিভিন্ন পদ্ধতিতে পাসওয়ার্ড রিকোভারি করি বা নতুন করে উইন্ডোস সেট আপ দেয়। কিন্তু এসব এর কিছুই করা লাগে না যদি আমরা একটা কাজ আগে থেকেই করে ফেলি।

আমরা ২ অবস্থায় এই সমস্যায় পড়তে পারি।

  • ১: আপনি লগইন থাকা অবস্থায়
  • ২: আপনার কম্পু অন করতে গিয়ে দেখলেন যে পাসওয়ার্ড ভুলে গেছেন

এখন আসি কিভাবে ভুলে যাওয়া পাসওয়ার্ড চেন্জ করা যায়

আপনি লগইন থাকা অবস্থায়

আমরা পাসওয়ার্ড চেন্জ করবো command prompt এর মাধ্যমে।

  • ১। start এ গিয়ে run যান তারপর cmd লিখে enter বাটন চাপুনএ
  • ২। এবার cmd তে লিখেন : net user username *
    যেমন আমার username হচ্ছে microbes তাহলে আমি লিখবো net user microbes * ( প্রত্যেক শব্দের শেষে স্পেস দিতে ভুলবেন না কিন্তু)।
  • ৩। এন্টার চাপার পর আপনাকে পাসওয়ার্ড টাইপ করতে বলবে। মনে রাখবেন পাসওয়ার্ড টাইপ করার সময় কিন্তু আপনার টাইপ করা লিখা দেখাবেনা। পাসওয়ার্ড লিখা শেষ হলে এন্টার চাপুন । আবার আপনাকে পাসওয়ার্ড রিটাইপ করতে বলবে। রিটাইপ করা হলে এন্টার চাপুন। আপনার সব কাজ ঠিক থাকলে নিচের মতো চিএ পাবেন

দেখলেন কিভাবে আগের পাসওয়ার্ড না জেনে নতুন পাসওয়ার্ড দিলাম।

লগ ইন ই করতে না পারলে কমান্ড প্রম্পট পাবেন যেভাবে বা আপনার কম্পু অন করতে গিয়ে দেখলেন যে পাসওয়ার্ড ভুলে গেছেন

এবার মনে হয় একটু সমস্যায় পড়ার কথা । কারণ আগেরবার লগ ইন থাকার কারণে আমরা সহজেই command prompt পেয়ে গেছি। কিন্তু আমরা log on sereen এ command prompt পায়না। তাই আসুন দেখি কিভাবে log on sereen এ command prompt আনা যায়।

এ কাজটি একটু জটিল। আমি যথাসাধ্য চেস্টা করেছি চিএের মাধ্যমে কাজটি সহজ করে তোলার

  • ১। start বাটন চেপে search এ লিখুন cmd ।
  • ২। সবার উপরে দেখুন cmd.exe আসছে । এবার তার উপর ডান বাটন ক্লিক করে run as administrator ক্লিক করুন।
  • ৩। এবার cmd.exe কপি করে আপনার ডেস্কটপে সেভ করুন এবং sethc.exe নাম দিয়ে রিনেম করুন।
  • ৩। এবার C:\windows\system32 এ যান । সেখানে sethc.exe খঁজে বের করুন। সহজে বের করার জন্য নিচের চিএ দেখুন

  • ৪। এখন আমাদের কাজ হবে system32 থাকা sethc.exe ফাইল কে রিপলেস করে আমাদের ডেস্কটপে থাকা sethc.exe ( cmd.exe ) কে বসানো। এজন্য দরকার system32 থাকা sethc.exe কে কপি করে অন্য কোনো ফোল্ডারে রাখা। কিন্তু এই sethc.exe কে আমরা কপি করে অন্য কোনো ফোল্ডারে রাখতে গেলে নিচের মতো চিএ দেখতে পাবে

এর কারণ হচ্ছে system32 এ থাকা কোনো কিছুই আমাদের চেন্জ করার পারমিসন নেই।

চলুন এবার পারমিশন নিয়ে নেই

  • ৫। system32 থাকা sethc.exe এর উপর ডান বাটন ক্লিক করে run as administrator ক্লিক করুন ।
  • ৬। আবার sethc.exe এর উপর ডান বাটন ক্লিক করে properties এ যান । তারপর security tab> advanced >owner tab এ গিয়ে edit
    এ ক্লিক করুন। সেখানে গিয়ে দেখবেন owner দেওয়া আছে TrustedInstaller । এখন আপনি ownership "TrustedInstaller" থেকে administrator এ পরিবর্তন করুন তারপর apply চাপুন ।

নিচের চিএ গুলো দেখুন

  • ৫। এবার security tab এর Edit এ যান 'Administrators' এ ক্লিক করে full control এ টিক মার্ক দিন এবং apply বাটন ক্লিক করুন।
    নিচের চিএ দেখুন

  • ৬।এখন আপনি sethc.exe কে কপি করে অন্য কোনো ফোল্ডারে পেস্ট করুন এবং ডেস্কটপে থাকা sethc.exe ( cmd.exe ) কে কপি করে system32 এ পেস্ট করুন ।

ব্যস আপনার কাজ শেষ। এবার আপনি কম্পু রিস্টার্ট দিন । তারপর লগ অন স্ক্রীন এ পাসওয়ার্ড চাইলে ৫ বার shift key চাপুন । দেখবেন command prompt চলে এসেছে । নিচের চিএ দেখুন

command prompt চলে আসছে এখন আবার আগের মতো কাজ করে নতুন পাসওয়ার্ড দিন।

আশা করি এই টিউন আপনাদের কাজে আসবে।

Level 0

আমি আবু হুরাইরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুড আইডিয়া।

Level 2

খুব দরকারি টিউন করেছেন ভাই, অসংখ্য ধন্যবাদ

জটিল 🙂 🙂 🙂

আগে থেকেই জানতাম। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ…।

ধন্যবাদ।
কাজে লাগবে।

Level 0

জতিল জিনিশ।বাট উপকার এ আসবে

Level New

Thank u

awesome post ভাই, অনেক পছন্দ হইছে

etokichu mone rakhar cheye password ta mone rakhai better na, vai ?
😉
just kidding…
helpful post

ধন্যবাদ শেয়ার করার জন্য …… একে বারে Ctrl+P
ভাই highly compressed games বা software পাওয়া যাবে এমন কোন সাইট জানা থাকলে একটু জানাবেন উপকৃত হব

ওকে ভালো জিনিস শিখাইলেন।ধন্যবাদ।

Jotil Jinish dekhailen vai……..Bepok kaje lagbe.

Level 0

vaijan windows xp te ki eta kora jabe?
r jodi kora jai tahole kivabe korbo?
ektu details a janaben plz.
dhonnobad sundor akta tune er jonno.

(৩। এবার cmd.exe কপি করে আপনার ডেস্কটপে সেভ করুন এবং sethc.exe নাম দিয়ে রিনেম করুন।)
vai login na kore desktop e kivabe copy,paste,save korbo bolte paren??????????

Level New

cmd ta passward daor por bar bar “system error 5 has occured. access is denied.” ai lakha ti asha. the command successfully completed asha na. ki korta pari? doia kora janaban.

Dekhi kaaj kore kina…thanks in advance!

ভাইয়া যখন আসে type a password for the user,তখন key-boardকাজ করে না .help me