আমরা যারা কাজে বা অকাজে সাইট বা ব্লগ তৈরী করি তারা সবসময় সাইটের ভিজিটর দেখতে চাই আর জন্য আমরা সাইটে কাউন্টার ব্যবহার করি।কিন্তু সাইটে কাউন্টার নতুন সাইটের জন্য অনেক সময় ভিজিটর কমিয়ে দেয় ।কারণ কোন ভিজিটর যদি দেখে সাইটে ভিজিটর কম তাহলে সাইটটি যতই ভাল হোক তার সাইটের ব্যাপারে একটি বিরুপ ধারণা হবে ।আবার অধিকাংশ কাউন্টার দিয়ে সব কিছু ডিটেইলস জানা সম্বব নয় যেমন সাধারণ কাউন্টারে আপনার সাইটের ভিজিটরদের মাঝে কত শতাংশ সার্চ দিয়ে এসেছে কত শতাংশ সরাসরি আর কত শতাংশ লিংক হতে আবার ভিজিটর বৃদ্দির হার মোট পেজ ভিউ ,পেইজ ভিউয়ের হার এসব Advanced ফিচার থাকেনা আবার ডিটেইল সবার জন্য উন্মুত্ত করে দেয়াটাও বোকামী।আর এজন্য সবচেয়ে ভাল আর নিরাপদ উপায় হল সাইটে বা ব্লগে হাইডেন কাউন্টার ব্যবহার করা
।আজ আমি আপনাদের সামনে Histats নামের হাইডেন ভিজিটর ট্রাকার সাইটটি নিয়ে আলোচনা করব।
প্রথমে চলুন Histats ফিচারগুলো এক নজরে দেখে নেই
::আপনি ইচ্ছা করলে এই কাউন্টারটি হাইড করে রাখতে পারবেন।আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না।
::আপনার সাইটের প্রতিদিনের ভিজিটর, মোট ভিজিটর ,অনলাইনে কতজন আছে এবং ভিজিটরের লোকেশন দেখতে পাবেন।
::ভিজিটররা কিভাবে আপনার সাইটে কিভাবে এসেছে যেমন সার্চ ইন্জিন ব্যবহার করে এসেছে না সরাসরি এসেছে তা জনতে পারবেন।
::একজন ভিজিটর কতক্ষন আপনার সাইটে ছিল কতটি পেজ দেখেছে তাও দেখতে পারবেন।
এছাড়া আরও অনেক ফিচর রয়েছে যা আপনারা ব্যবহার করলেই জানতে পারবেন।
তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। প্রথমে এখানে ক্লিক করে Histats যান তারপর রেজিষ্টেশন এ ক্লিক করে রেজিষ্টেশন শেষ করুন ।তবে রেজিষ্টেশন করার সময় একদম নিচের অংশে NOT public stats এর অপশনটি মার্ক করতে ভুলবেন না। এবার আপনাকে কোড দেয়া হবে কোডটি আপনার সাইটে কপি করে পেস্ট করে দিন তাহলেই আপনার কাজ শেষ।পরবর্তীতে আপনি Histats সাইটে এ লগিন করে আপনার সাইটের সব তথ্য দেখতে পারবেন। আর যারা ব্লগার ব্যবহার করেন তারা Layout এ ক্লিক করে Add a Gadget ক্লিক করে কোডটুকু পেস্ট করে দিন ব্যাস হয়ে গেল। আর কোন সমস্যা হলে বা কিছূ জানতে মন্তব্য করুন।
আমার বাংলা ব্লগে পূর্বে প্রকাশিত
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
Ekhetre google analytics sobcheye Valo. Tarporeo dhonnobad.