২০ টি কাজের এবং মজার ছবি এডিটিং ওয়েবসাইট অবশ্যই দেখুন

ছবি এডিট করার জন্য তো আমরা অনেক ধরণেরই সফটওয়্যার ব্যবহার করি। সফটওয়্যার ব্যবহারে আবার অনেক ধরণের ঝামেলাও হতে পারে। কারণ এক সফটওয়্যার দিয়ে সব চাহিদা পূরণ করা সম্ভব নাও হতে পারে। তাই আসুন আজকে কয়েকটা অনলাইন ফটো এডিটিং সাইট সম্পর্কে জানার চেষ্টা করি।

১। befunky

befunky

এই সাইটে আপনি যেই কাজ গুলা করতে পারবেন তা হলো :
বিভিন্ন ধরণের ফটো ইফেক্ট দিতে পারবেন । যেমন

এই ফটোর কয়েকটা এডিট হতে পারে এরকম

আরো অনেক ধরণের ফটো ইফেক্ট পাবেন এই সাইটে।

আরেকটি মজার ইফেক্ট হলো তুলি-পেন্সিল দিয়ে ছবি আকার মতো ইফেক্ট দেয়া যায়। নিচে দেখুন

এছাড়া ছবি রিসাইজ, শার্পনেস, কালার ঠিক করা সবই ঐ সাইটে করা যায়।

2. http://www.magmypic.com/

http://www.magmypic.com/

এই সাইটের বৈশিষ্ট হচ্ছে আপনি এটা দিয়ে আপনার ফটোর কাভার তৈরী করতে পারবেন। সাইটে প্রবেশ করার পর নিচের ছবির মতো কাভার দেখতে পাবেন । আপনার যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করুন ।

এবার পরের অপশনে ছবি আপলোড করুন । দেখবেন ছবির কাভার তৈরী হয়ে গিয়েছে। আমি করলাম একটা

3. http://www.photofunia.com/

http://www.photofunia.com/

এই সাইট দিয়ে ৩ টি মজার ইফেক্ট তৈরী করা যায় । নিচে দেখুন

4.  http://in20years.com/

http://in20years.com/

এই সাইটে ছবি আপলোড করার পর এডিট করলে দেখতে পারবেন আপনার ২০ বছর পর চেহারা কেমন হবে। বলুনতো নিচের ছবিটা কার

5.  http://labs.wanokoto.jp/olds

http://labs.wanokoto.jp/olds

এই সাইটে আপনি ছবি আপলোড করার পর এডিট করে পুরোনো দিনের ইফেক্ট দিতে পারবেন ।
আমাদের জাতীয় সংসদের বর্তমান ছবি

এডিট করার পর

6.  http://www.citrify.com/

http://www.citrify.com/

এই সাইটি আমার মনে হয় সবচেয়ে বেশি কাজের । কারণ এটা দিয়ে আপনি বিভিন্ন ধরণের ইফেক্ট দেয়া ছাড়াও আপনার মুখে কোনো লাল লাল দাগ বা ব্রণের দাগ থাকলে এগুলা মুছে দেওয়ার অপশন ছবি এডিট করার সময় এই সাইট টি থেকে পাওয়া যাবে ।

ছবির উজ্জলতা বাড়ানো যায়

পেন্সিল স্কেচ করা যাবে আপনার ছবির

7.  http://pizap.com/

http://pizap.com/

এটা আরো মজার । এটার একটা বিশেষ ফিচার হলো , আপনি একটা ছবি থেকে যেকোনো অংশ কেটে আবার ঐ ছবিতে যোগ করতে পারবেন। নিচে দেখুন

8. http://www.loogix.com/

http://www.loogix.com/

এই সাইট দিয়ে আপনি এনিমেশনের মতো ছবি বানাতে পারেন। সেভ করে দেখলে বুঝতে পারবেন।

আর এটা দেখুন

http://www.loogix.com/img/res/1/3/1/6/1/5/131615510632064.gif

9.  http://www.dumpr.net/

http://www.dumpr.net/

কয়েকটা মজার এডিটিং এর উদাহরণ দেখায়...।

10.  http://www.fototrix.com/

http://www.fototrix.com/

এই সাইট টা হচ্ছে শধু ছবি নিয়ে মজা করার জন্য। আপনি এতে বিভিন্ন মজার মজার টেম্পলেট যোগ করতে পারেন, তারপর নিজের লিখা যোগ করতে পারেন , এছাড়া ফেস পরিবর্তন সহ
আরো অনেক কিছু । নিচে কয়েকটা উদারণ দিলাম

11. http://www.hetemeel.com/einsteinform.php

http://www.hetemeel.com/einsteinform.php

এই সাইটে ছবি এডিট করা হয় না । কোনো কিছু লিখার অপশন থাকে পরে সেটা ছবি আকারে দেখা যায় । নিচের ছবি দেখুন

12.  http://www.pixisnap.com/

http://www.pixisnap.com/

সাইটে গেলেই বুঝতে পারবেন কিভাবে কাজ করতে হয়। আমি একটা উদাহরণ দিলাম

13. http://www.pixlr.com/

http://www.pixlr.com/

এটাও একটা চমতকার এবং অনেক কাজের ফটো এডিটিং সাইট। এটাকে আপনি ফটোশপের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন ।
কারণ ফটোশপের প্রায় বেশিরভাগ সুবিধাই আপনি এখানে পাবেন।

14. http://aviary.com/tools/image-editor

http://aviary.com/tools/image-editor

এখানে অনেক দ্রুত কাজ করা যায় এবং এডিটিং টুল ও অনেক বেশি।

এছাড়া আরো কয়েকটি ছবি এডিট করার সাইট হলো :

Level 0

আমি আবু হুরাইরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bangla likhbo kivabe? keu ki bolte paren??

Level 0

dhur ei jaigai eto vejal keno? kar reply j kake dei, kichui bujtesina

ইন্সটল ছাড়াই অনলাইন -এ কাজ চালানোর মতো এত দারুন সব লিঙ্ক দেয়ার জন্য অশেষ ধন্যবাদ

Level 0

wow tnx vie.ami to apner fan hoye gelam

Level 0

valo ;aglo onujib :Q

কে অণুজীব ভাই নাকি? 😛 বাংলা লিখার জন্য অভ্র ব্যবহার করেন।
আর Reply এর জন্য মন্তব্যকারীর নিচে Reply বাটন ব্যবহার করুন।
ধন্যবাদ। 🙂
স্বাগতম টেকটিউনসে।

চমৎকার টিউন…

অনেক চমৎকার।ধন্যবাদ।