ওয়েবসাইট/ ব্লগের ভিজিটর বাড়ানোর ছয়টি অব্যর্থ উপায়

আপনারা যারা ব্লগ বা ওয়েবসাইট তৈরী করেন তারা অবশ্যাই বেশী বেশী ভিজিটর আশা করেন ।আর এজন্য একেক জন একেক রকমের ফর্মূলা প্রয়োগ করেন ।আজ আমি আপনাদের সাথে ছয়টি উপায় নিয়ে আলোচনা করব আশা করি আপনাদের কিছূটা হলেও কাজে লাগবে ।

সার্চ ইন্জিন:

নাম্বার ওয়ানে অবশ্যই অবশ্যই সার্চ ইন্জিন সার্চ ইন্জিনের সাহায্য ছাড়া কোন সাইটের ভিজিটর পাওয়া অসম্ভভ ।প্রতিদিন কোটি কোটি মানুষ সার্চ ইন্জিনে সার্চ করে থাকে তাই আপনার সাইট যতই সার্চ ফ্রেন্ডলি হবে ততই ভিজিটর পাবেন খুবই দ্রুত।আর সার্চ ইন্জিন ফ্রেন্ডলি করার দুটি উপায় হল আপনার সাইটের সাইটমেপ গুগল বা ইয়াহুতে বা অন্য কোন সার্চ ইন্জিনে সাবমিট করা।আর আপনার সাইটে মেটা ট্যাগ যোগ করা সম্ভব হলে প্রতিটি পোস্টের জন্য আলাদা মেটা ট্যাগ যোগ করা তাহলে সাইট সার্চ ফ্রেন্ডলি হবে।

সোশ্যাল বুর্কমার্কিং /সাইট:

নানা ধরনের সোশ্যাল বুর্কমার্কিং সাইটের সাহায্যে আপনি অনেক ভিজিটর সাথে সাথে পেতে পারেন ।এরকম কিছূ সাইট হল del.icio.us,digg,furl,technorati.. এগুলোতে একাউন্ট করে বুর্কমার্কিং ট্যাগিং ইত্যাদির সাহায্যে সাথে সাথে অনেক ভিজিটর পেতে পারেন।

এছাড়া সোশ্যাল সাইট যেমন ফেইসবুক,মাইস্পেস বা টুইটার এগুলো ব্যবহার করে অনেক ভিজিটর পাওয়া যায় যেমন আপনি আপনার সাইটের টুইটার আপডেট নিয়মিত দিলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হতে বলি অনেক ভিজিটর আসে আর টুইটারের প্রতিটি পোস্ট আপডেট করার জন্য প্রতিটি পোস্টের সাথে টুইট নামক বাটনটি যোগ করে দিতে পারেন এতে এক ক্লিকেই টুইটার আপডেট দিতে পারবেন।

ফোরাম/গুপ:

নানা ধরনের ফোরাম বা গুপে অংশ গ্রহন করুন তাতে নিজে পোস্ট করুন মন্তব্য দিন আলোচনায় অংশগ্রহণ করুন।আপনি যে ধরনের ব্লগ করেন সেই ধরনের ফোরামে পোস্ট দেবার চেষ্টা করুন যেমন আপনি যদি কম্পিউটার নিয়ে ব্লগিং করেন তাহলে গুগল সার্চ দিয়ে কম্পিউটার বিষয়ক ফোরাম গুলো খুজে বের করুন আর এগুলৌর সাথে সম্পৃক্ত থাকুন তাহলে ভিজিটর পাবেন

মন্তব্য করুন:

আপনি যখন কোন সাইট বা ব্লগ ভিজিট করবেন তখন অবশ্যই আপনার সাইটের নামসহ মন্তব্য করুন।এতে আপনার সাইটের ব্যাকলিংক এবং ভিজিটর বৃদ্দি পাবেন।মন্তব্য করার সময় clik here এরকম কিছু দিবেন না তাহলে আপনার মন্তব্য স্পাম হতে পারে।

আর্টিকেল লিখুন:

আপনার ইংলিশে দখল ভাল থাকলে বিভিন্ন সাইটে আর্টিকেল লেখার মাধ্যমেও আপনার ভিজিটর বৃদ্ধি করতে পারেন।জনপ্রিয় কিছূ আর্টিকেল ডাইরেক্টরি হল goarticles.com, ezinearticles.com, articlecity.com ইত্যাদি। এসব সাইটে

লেখার মাধ্যমে আপনি নিজেকে দক্ষ হিসেবে উপস্হাপন করার মাধ্যমে অনেক ভিজিটর পেতে পারেন।
আশা করি আপনাদের লেখাটি ভাল লাগবে আর পরবর্তীতে প্রতিটি অংশ আলাদাভাবে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করি সাথে থাকবেন আর অনেক অনেক ভাল থাকবেন যেকোন প্রয়োজনে মন্তব্য করুন

আমার ব্যক্তিগত ব্লগে পূর্বে প্রকাশিত

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাল হয়েছে

মামুন ভাই…
আপনি বলেছেন এটি আপনার এডসেন্স বিষয়ক প্রথম টিউন… কিন্তু টিউনের সাথে এডসেন্সের কোন সম্পর্কই খুজে পেলাম না ।
সার্চইঞ্জিন ছাড়া ভিজিটর পাওয়া অসম্ভব নয়… তবে খুব বেশি পাওয়া যায় না । আর সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হওয়ার জন্য মেটা ট্যাগের চাইতে হাই পেজ র‌্যাংকের সাইট হতে ব্যাকলিংক পাওয়া বেশি গুরুত্বপূর্ন ।
আর সোশ্যাল বুকমার্কিং সাইট হতে নিজে বুকমার্ক করে খুববেশি ভিজিটর আনা যায় না । এ জন্য সবচেয়ে ভালো হয় প্রতিটি পোস্টের নিচে digg, delicious, tweet this, share ইত্যাদি বাটন যুক্ত করে দেয়া… যাতে ভিজিটররা বুকমার্ক এবং শেয়ার করতে পারে । তবে এক্ষেত্রে কনটেন্ট খুবই গুরুত্বপূর্ন… কারন ভালো কন্টেন না হলে কেউ সেটা শেয়ার করবে না………

    ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্য আসলে ইদানিং সবাই ওয়েবসাইট আর অ্যাডসেন্স এর টাকা নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে এজন্য আমিওভাল করে খেয়াল করি নাই।

    আর আপনার বাকী পরামর্শগুলোও খুবই ভাল । আপনাকে ধণ্যবাদ

    কেন সার্চ ইন্জিন থেকে লোক পাওয়া যাবে না,আমার ব্লগে তো ৬৬% লোক সার্চ ইন্জিন থেকে আসে।

মামুন ভাই টিউন টি ভাল হয়ে হয়েছে। তবে del.icio.us , digg , furl , technorati কিভাবে ব্যবহার করে ভিজিটর বাড়াবো এ সম্পর্কে আরো বিস্তারিত লিখলে ভাল হত। thanks

    এই সাইটগুলো আসলে বুকমার্কিং সাইট আপনার বুকমার্ক সবাই দেখতে পারবে এতে আপনার ভিজিটর বাড়বে

Valo contant chara digg,fave,dilciaus etc site bookmark korle visitor asena…ey blogti korechi & bookmark o korechi but http://www.bestfirstnews24.blogspot.com

Level 0

VALO হয়েছে, কিন্তু আরো বিস্তারিত দরকার । আমার সাইটের উন্নয়নের জন্য যথেষ্ট সহযোগিতার দরকার। কে কে আছেন, আমাকে উপদেশ দিবেন একেবারে ফ্রি তে , যদিও আমরা বাঙালীরা ফ্রিতে কাঊকে খূব কমই সাহায্য করি। আমার সাইটের অ্যাড্রেসঃ http://techtricksbd.com

ভালো লগলো তবে এর থেকেও সহজ উপায় হচ্ছে ফেউসবুকে ট্যাগিং করে ভিজিটর সংগ্রহ করে। ট্যাগিং করে আপনি খুব সহজেই হাজার হাজার ভিজিটর সংগ্রহ করতে পারবেন। http://blogbd24.com/

থ্যাংক ভাই ভাল পোস্ট । আমার সাইট তা একটু দেখতে পারেন – http://forexsignalusa.blogspot.com/

Watch and enjoy new online movies

ধন্যবাদ উপকারী পোস্টটির জন্য। ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর আরেকটি উপায় আছে ট্রাফিক এক্সচেঞ্জ। [link|http://www.easyhits4u.com/?ref=earningtips|Easyhits] নামে একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার প্রতিটি ভিজিটের জন্য ক্রেডিট পাবেন, যা ব্যবহার করে সরাসরি অন্যদেরকে দিয়ে আপনার সাইট ভিজিট করাতে পারবেন।