Palettefm – AI দিয়ে সম্পূর্ণ ফ্রি ফটো Recolor করুন

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন
Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

আমাদের কাছে এরকম অনেক পিকচার থাকে, যেগুলো কয়েক বছর আগে তোলা হয়েছে অথবা সেগুলোর কালার কোয়ালিটি অনেক খারাপ। ‌আমরা যদি সে সমস্ত পিকচারগুলোকে একটু কালারফুল করতে চাই, তাহলে আমাদেরকে ফটোশপের সাহায্য নিতে হবে। কিন্তু, বর্তমান সময়ে একটি ফটোকে কালারফুল করার জন্য আপনাকে ফটোশপের স্কিল জানার কোন দরকার নেই। বরং, আপনি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ওয়েব টুল ব্যবহার করে এই কাজটি করতে পারেন।

Palette.fm হলো এমন একটি চমৎকার Image Colorizer টুল, যেটি AI বা Artificial Intelligence ব্যবহার করার মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার Picture বা Artwork কে রঙ্গিন করে তুলতে পারে। আপনি এই ওয়েবসাইটটি আপনার পুরনো সাদাকালো ছবিগুলোকে রঙ্গিন করতে অথবা আপনার মর্ডান ইমেজগুলোকে আরো ফ্রেশ করার জন্য ব্যবহার করতে পারেন। যা সত্যিই অনেক মজাদার।

Palette.fm কেন ব্যবহার করবেন?

Palette.fm কেন ব্যবহার করবেন?

কিছুদিন আগেও একটি ইমেজকে কাস্টমাইজেশন করার জন্য খুবই Powerful Tool এর প্রয়োজন হতো এবং সেটি করার জন্য কোন এক্সপার্ট লোকের দরকার পড়তো। কোন একটি সফটওয়্যার ব্যবহার করে ইমেজকে কাস্টমাইজেশন করা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। ‌তবে, এই কাজটি যদি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে করা যায়, তাহলে তা কয়েক সেকেন্ডের ভিতরেই করে ফেলা সম্ভব। বর্তমানে, AI এর উপর ভিত্তি করে তৈরি হওয়া ওয়েবসাইট গুলো এক ক্লিকের মাধ্যমেই ঐই কাজটি করে দিতে পারে।

এক্ষেত্রে আপনার Graphical Tools এবং Image Editing জানার প্রয়োজন নেই। এজন্য আপনি বিনামূল্যের Palette.fm ওয়েবসাইট বা অনলাইন টুলটি ব্যবহার করে আপনার Image Colorization এর কাজটি করতে পারবেন। একটি ইমেজকে রঙ্গিন এবং কালারফুল করে তোলার জন্য Palette.fm একটি চমৎকার অপশন হতে পারে।

এই AI Tool টি আপনার আপলোড করা ছবি বা ফটোটিকে অনেক Smartly Analyses করে এবং Image টির বিভিন্ন Color বেছে নেওয়ার সুযোগ দেয়। আপনি এই ওয়েবসাইটে এসে একটি ফটো আপলোড করলে, সেই ফটোটির বিভিন্ন কালারফুল ইমেজ আপনার সামনে প্রদর্শিত হবে, ‌ যেগুলোর মধ্য থেকে আপনি পছন্দের অপশনটি বাছাই করে ডাউনলোড করে নিতে পারবেন। একটি ইমেজ কালারফুল করার জন্য এটি শুধুমাত্র কয়েক সেকেন্ড সময় নেয় এবং তারপর আপনি ছবিগুলো PNG ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন।

আপনি যদি খুবই দ্রুত সময়ের ভেতরে কোন একটি ফটোকে এডিট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ব্যবহার করা উচিত। আপনার কাছে যদি কোন একটি পুরাতন বা সাদা-কালো ছবি থাকে, তাহলে আপনি সেটিকে খুবই স্মার্টভাবে রঙ্গিন ছবিতে রূপান্তর করতে পারবেন। Palette.fm আপনার ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রঙ্গিন ছবিতে রূপান্তর করে দিবে। যার ফলে, জেনারেট হওয়া ছবিটি Real পিকচার বলে মনে হয়।

Palette.fm

অফিসিয়াল ওয়েবসাইট @ Palette.fm

এটা কীভাবে ব্যবহার করবেন?

একটি ইমেজকে Colourful করার জন্য, আপনি পিসি অথবা ল্যাপটপ থেকে এই কাজটি করতে পারবেন। যাইহোক, আপনি এই ওয়েবসাইটে যাওয়ার জন্য উপরে‌ দেওয়া লিংকটিতে ক্লিক করতে পারেন অথবা Google-এ অনুসন্ধান করেও ওয়েবসাইটটিতে যেতে পারেন।

১. ওয়েবসাইটটিতে প্রবেশ করলে, এখানে ইমেজ আপলোড করার একটি অপশন পাবেন। এজন্য Upload Image অপশনে ক্লিক করুন অথবা আপনার কম্পিউটার থেকে Drag and Drop করে ছবিটি টেনে আনুন ও আপলোড করুন।

Colorize Pictures makes

২. Palette.fm এ একটি ছবি আপলোড এবং Analyze করার জন্য কয়েক সেকেন্ড সময় নিবে, আপনি এ সময় পর্যন্ত অপেক্ষা করুন।

Palette - Black and white picture make Colorful

৩. এবার ইমেজ টিকে Colorize করার জন্য উপরে থাকা যেকোনো Palette এ ক্লিক করুন এবং আপনার পছন্দমত ডিজাইনটি বেছে নিন। তবে, আপনি যখন Palette পরিবর্তন করতে যাবেন, তখন কয়েক সেকেন্ড সময় নিতে পারে। আর এটি নির্ভর করবে আপনার ডিভাইসের ইন্টারনেটের গতির উপর। আর একটি ছবি আপলোড করার পরপরই, সেই ছবিটির একটি রঙ্গিন পিকচার নিচে প্রদর্শিত অবস্থায় দেখতে পাবেন, যেটি আপনি প্রথমেই ডাউনলোড করার জন্য বেছে নিতে পারেন।

যেকোনো ছবি রঙ্গিন করার পদ্ধতি

৪. এবার PNG ফরম্যাটে ছবিটি ডাউনলোড করার জন্য ইন্টারফেসের নিচে Download বাটনে ক্লিক করুন।

রঙ্গিন ছবি ডাউলোড

মজার ব্যাপার হলো, Palette.fm সম্পূর্ণ ফ্রি এবং এটি ব্যবহার করার জন্য ওয়েবসাইটটিতে Sign Up করারও প্রয়োজন নেই। এছাড়াও, সিকিউরিটির দিক থেকে ও এই টুলটি এগিয়ে রয়েছে। কেননা, এটি আপনার আপলোড করা ছবিগুলো তাদের ক্লাউডে সংরক্ষণ করে না। তাই এটিকে আপনি আরো নিরাপদ ভাবতে পারেন।

শেষ কথা

আমি আমার কিছু ছবি Palette.fm দিয়ে Colorize করার সময় লক্ষ্য করলাম যে, এটি অত্যন্ত নিখুঁতভাবে পুরাতন কোন পিকচারকে কালারফুল করে দিতে পারে। এটি একটি সাদা কালো ফটো কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রঙ্গিন ফটোতে রূপান্তর করে তুলতে পারে, যা সত্যিই মুগ্ধকর। যে কাজটি করার জন্য আপনাকে ফটোশপ দিয়ে অনেক সময় কাজ করতে হতো, সেটি আপনি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবেন। আপনি যদি এই ওয়েবসাইটে ব্যবহার করেন, তাহলে এটি আপনার দৈনন্দিন ফটো এডিট করার অভিজ্ঞতা থেকে একেবারে পাল্টে দিতে পারে।

তাই, আপনিও আজ থেকে নিজের ফটো গুলোকে Colorize করার জন্য Palette.fm ওয়েবসাইট টি ব্যবহার করুন এবং আপনার মতামত টিউনমেন্ট করে জানান। আশা করছি যে, এই ওয়েবসাইটটি আপনার দৈনন্দিন আজকে আরো অনেক বেশি সছজ করে তুলবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস