আমরা প্রতিদিন অনেক ডকুমেন্টস বিভিন্ন জায়গায় লিখে রাখি। স্মার্টফোন অথবা কম্পিউটার ব্যবহার করে কোন একটি ডকুমেন্টস সংরক্ষণ করে রাখার জন্য আমরা অনেকেই নোটপ্যাড ব্যবহার করে থাকি। কিন্তু, নোটপ্যাডে চাইলেই সকল ধরনের ডকুমেন্টস খুব সহজে এবং সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করে রাখা যায় না। এক্ষেত্রে আমাদেরকে সে সমস্ত ফাইলগুলো ভিন্ন ভিন্ন প্লাটফর্মে সংরক্ষণ করতে হয়।
আর এই সমস্যাটির থেকে আপনাকে Recall ওয়েবসাইটটির সহযোগিতা করতে পারে। Recall এমন একটি বিনামূল্যের Note Taking Tool, যেখানে আপনি আপনার পছন্দের সমস্ত বিষয়গুলো একত্রে সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনি যদি এটি ব্যবহার করেন, তাহলে আপনি কোন একটি ডকুমেন্টস ভুলে যাওয়ার হাত থেকে বাঁচতে পারবে। যেখানে আপনি একটি Note এর সাথে অন্য একটি Note কে কানেক্ট করতে পারবেন।
যাইহোক, আপনি যদি এমন কোন ধরনের ব্যক্তি হন যে, যিনি Informative Website, Blog, Videos, Podcasts ইত্যাদি ব্রাউজ করে নতুন নতুন বিষয়বস্তু শেখার চেষ্টা করেন; তাহলে আপনি লক্ষ্য করছেন যে, আপনি একটি ভিডিও কিংবা ব্লগ দেখার পর পরের দিন সেটি ভুলে যাওয়ার প্রবণতা থাকে। যে কেউ স্বাভাবিকভাবে এরকমই ভুলে যেতে পারে। তবে এটির একটি সাধারণ সমাধান হল, সেটি কোথাও লিখে রাখা। তবে, প্রতিদিন এভাবে করে নতুন নতুন তথ্য সাধারণ কোন নোটপ্যাডে লিখে রাখলে, সেটি পরবর্তীতে খুঁজে বের করা অনেক কঠিন হতে পারে। এছাড়াও, সে সমস্ত লেখা বা ভিডিওগুলো দ্রুত অ্যাক্সেস করতেও পারবেন না।
এর ফলে দেখা যায় যে, আপনি বিপুলসংখ্যক জিনিসগুলোর মধ্যে থেকে কোন একটি নির্দিষ্ট ক্যাটাগরির ডকুমেন্টস মনে করতে পারবেন না। আর যা আপনার উদ্দেশ্যকে ব্যর্থ করে দিতে পারে। তবে, এখন থেকে আপনাকে আর এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। আপনি কোন একটি Document Note দেওয়ার জন্য Recall Tool টি ব্যবহার করতে পারেন।
Recall আপনাকে Wikipedia, Goodreads, YouTube আরো অনেক ওয়েবসাইট থেকে সংক্ষিপ্ত তথ্যসহ ইনফরমেশন গুলো Instantly নোট করতে সহায়তা করে। আর আপনি এটি ব্যবহার করার মাধ্যমে Coding, Science, Movies, Recipes, Travel এবং প্রয়োজনীয় আরো অনেক বিষয়াদি মনে করতে পারবেন, যেগুলো আপনি মনে রাখতে চান।
অফিসিয়াল ওয়েবসাইট @ Recall
যদিও এটি দেখতে অন্যান্য সকল নোটপ্যাড ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন এর মতই। তবে, Recall অন্যান্য সকল নোটপ্যাড অ্যাপ্লিকেশনের চাইতে আরো স্মার্ট ভাবে কাজ করতে পারে। এটিতে যেকোন ডকুমেন্টস স্মার্টভাবে ম্যানেজ করার সুবিধা রয়েছে। চলুন এরকম কিছু বৈশিষ্ট্য এক নজরে জেনে নেয়া যাক।
Recall বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যের। তবে ভবিষ্যতে এর ডেভলপমেন্টের জন্য হয়তোবা এদিকে মনিটাই জ করা হতে পারে অথবা কোন সাবস্ক্রিপশন মডেল যুক্ত করতে পারে। এক্ষেত্রে তারা হয়তোবা তাদের সাবস্ক্রিপশন মডেলটি Storage Limit এর উপর ভিত্তি করে করতে পারে।
অন্য সকল ওয়েবসাইটের মতই Recall ওয়েবসাইটটি ব্যবহার করা ও সহজ। এক্ষেত্রে আপনাকে উপরের দেওয়া লিঙ্কটিতে ক্লিক করার মাধ্যমে ওয়েবসাইট থেকে যেতে হবে এবং পরবর্তী ধাপগুলো অনুসরণ করলেই আপনি এটি ব্যবহার করতে পারবেন। Recall অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটটি ব্যবহার করার পদ্ধতি নিচে দেওয়া হলো।
১. এটি ব্যবহার করার জন্য আপনি প্রথমে উপরের লিংকটিতে ক্লিক করুন অথবা গুগলে অনুসন্ধান করেও এই ওয়েবসাইটটিতে যেতে পারেন। ওয়েবসাইট থেকে এসে আপনার গুগল একাউন্ট দ্বারা সাইনআপ করুন। এরপর আপনার সামনে Recall এর হোমপেজ চলে আসবে, যেখান থেকে আপনি কাজ Manage করতে পারবেন।
২. একটি Blank Note তৈরি করার জন্য নিচের "+" আইকনে ক্লিক করুন। আপনার তৈরি করা নোট থেকে কোন একটি নোট খুঁজে নেয়ার জন্য উপরের ডানদিকে একটি সার্চ বক্স পাবেন, যেখানে "/" লিখে কোন একটি কিওয়ার্ড দিয়ে সার্চ করে Notes খুঁজে নিতে পারবেন। এছাড়াও এখানে কোন একটি নোটের নাম লিখে নতুন একটি Blank Note ও তৈরি করতে পারবেন। এছাড়াও এখানে যে কোন একটি কিওয়ার্ড দিয়ে সার্চ করলে জনপ্রিয় ওয়েবসাইট থেকে অনেক ইনফরমেশন দেখতে পাবেন যেগুলো আপনি নোটের সাথে যুক্ত করতে পারবেন।
৩. Recall আপনার তৈরি করা Note টিকে অটোমেটিক্যালি Categorize করবে এবং সেই Tag টি নোটের উপরে দেখতে পারবেন।
৪. আপনি সরাসরি আপনার নোটের কনটেন্টকে এডিট করতে পারেন। যেখানে আপনি নিচে থাকা Small Tool Bar এর মাধ্যমে আপনার লেখাগুলোর Style Change করতে পারবেন এবং Highlight ও করতে পারবেন। আর একটি নোটের সাথে অন্য একটি নোটকে লিংক করার জন্য, লেখার সামনে / লিখুন এবং তারপর সেই নোটের Title টি টাইপ করুন। এরপর সেই কী-ওয়ার্ড এর সাথে সম্পর্কিত নোটগুলো সার্চ রেজাল্টে চলে আসবে, যেখান থেকে আপনি প্রয়োজনীয় Note টিতে ক্লিক করার মাধ্যমে শুধু যুক্ত করুন। আর, প্রয়োজনীয় আরো ইনফরমেশন যুক্ত করার জন্য আপনি আরো কনটেন্ট লিখতে পারেন অথবা কোন Notes এটির সাথে কানেক্ট করতে পারেন।
৫. একটি নোটে থাকা কোন বিশেষ একটি লাইন সম্পূর্ণ ডিলিট করার জন্য ডানপাশের "×" অপশনে ক্লিক করুন।
৬. আপনি যদি কোন একটি নোটের সাথে অন্য একটি নোট কে লিংক করে থাকেন, তাহলে সেই লিংক করা নোটটি পরবর্তীতে ওপেন করলে, সেটি পপআপ আকারে খুলবে। এবার সেটি ওপেন করার জন্য অবশ্যই পপ-আপ উইন্ডোতে ক্লিক করতে হবে।
৭. বর্তমানে আপনার নোটের সাথে লিংক করা সমস্ত লোড সমূহ খুব সহজে অ্যাক্সেস করার জন্য সেগুলোর নিচে একটি তালিকা দেখতে পাবেন। যেখান থেকে আপনি সেই নোটের সাথে সম্পর্কযুক্ত অন্যান্য নোটগুলো খুব সহজেই বের করে নিতে পারবেন।
৮. যদি কোন একটি Recall এ অন্য কোন নোটের সাথে লিঙ্ক করা অবস্থায় থাকে, তাহলে আপনি সেটিতে "Link to this Note" হেডিং হিসেবে প্রদর্শিত অবস্থায় দেখতে পাবেন।
৯. আপনার তৈরি করার সমস্ত নোটগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা Recall এর হোমপেজে বাম পাশে দেখতে পাবেন। যেখানে আপনার তৈরি করা নোটগুলো কোন কোন ক্যাটাগরির অধীনে রয়েছে, সেগুলো ক্রমান্বয়ে সাজানো আছে। এবার এখান থেকে খুব সহজেই প্রয়োজনীয় ক্যাটাগরিতে ক্লিক করে সমস্ত নোটগুলো আলাদা আলাদা ভাবে খুঁজে পাওয়া সম্ভব।
Recall এর ডেভেলপাররা ভবিষ্যতে এটিতে Notes Export করার মত ফিচার আনতে চলেছে। যার মাধ্যমে আপনি JSON Format এ Note Export করতে পারবেন। এছাড়াও আপনি এটি ব্যবহার করে আরো অনেক ফিচার উপভোগ করতে পারবেন।
Recall সত্যিই একটি Impressive Products এবং এটি একটি পার্সোনাল Encyclopedia এর মতো কাজ করে, যা আপনাকে আপনার Interest বিষয়গুলো খুব সহজেই মনে রাখতে সহায়তা করে। আপনি এটি ব্যবহার করে যত বেশি নোট তৈরি করবেন, তত বেশি একটি নোটের সাথে অন্য একটি নোট লিংক করতে পারবেন। আর যার ফলে, ভবিষ্যতে সেগুলো খুঁজে নেওয়া খুব সহজ হবে। আপনার যারা প্রতিনিয়ত নতুন নতুন বিষয় গুলো শিখছেন এবং আপনার শেখা বিষয়গুলো থেকে নোট করে রাখছেন, তাদের জন্য Recall একটি সেরা টুল হতে পারে।
তাহলে আজ থেকেই আপনি Recall ব্যবহার শুরু করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)