নিরাপদ টেক্সট মেসেজ এবং কলিং অ্যাপস হিসেবে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। WhatsApp দাবি করে যে, তারা ব্যবহারকারীদের কাছ থেকে কোন ব্যক্তিগত ডাটা সংগ্রহ করে না এবং এটি End-to-end Encryption ব্যবহার করে। যাইহোক, আমরা যখন কোন একজন ব্যক্তির কাছে কোনো ফাইল পাঠায় অথবা অন্য কেউ আমাদেরকে একটি ফাইল পাঠায়, তখন সেটি হোয়াটসঅ্যাপে সংরক্ষিত অবস্থায় থাকে। আর এই ফাইলগুলো সরাসরি আমাদের ডিভাইসে সংরক্ষিত থাকে এবং কখনো কখনো আমরা গুগল ড্রাইভ অথবা অন্য কোন ড্রাইভে ব্যাকআপ করে রাখি। তবে, হোয়াটসঅ্যাপে থাকা এসব ফাইলগুলো অনেক সময় ব্যাকআপ নাও হতে পারে।
আর এজন্যই আপনি অনেক সময় হোয়াটসঅ্যাপের কোন Documents অথবা Media অ্যাক্সেস করার সময়, সেখানে "Sorry this media files appears to be missing. Please ask the parcel to resend it" নামে লেখা দেখতে পাবেন। অন্যান্যদের মতো আপনিও হয়তোবা অনেক সময় এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকবেন। এরকম সমস্যার অন্যতম কারণ হতে পারে, হোয়াটসঅ্যাপের Storage এবং Backup এর সমস্যা, Network Glitches, Corrupted Files এবং আরো অন্যান্য সমস্যা।
আর এই ধরনের সমস্যার ক্ষেত্রে, সেই সমস্ত ফাইলগুলো পুনরুদ্ধার করার ক্ষেত্রে আপনাকে সেই ব্যক্তির সাথে আবার পুনরায় যোগাযোগ করতে হতে পারে। তবে, সেই ফাইলটি পুনরায় নেওয়ার প্রক্রিয়াটি হতে পারে অনেক বিড়ম্বনা যুক্ত। কিন্তু, আপনি চাইলে ফাইল ব্যাকআপ জনিত এই সমস্যাটি খুব ছোট্ট একটি পদক্ষেপের মাধ্যমে সমাধান করতে পারেন। WhatsApp Files Bot আপনাকে এই সমস্যাটির একটি অভিনব সমাধান প্রদান করবে। আপনি একটি টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে Whatsapp Files Backup সমস্যার সমাধান করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Whatsapp Files Bot
হোয়াটসঅ্যাপ এর Files Bot ব্যবহার করার বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো: নিজেদের শেয়ার করা অথবা অন্য ব্যক্তির কাছ থেকে আসা Media এবং Document Attached সমূহ নিরাপদে সংরক্ষণ করে রাখা। আর সেগুলো প্রয়োজনীয় সময়ে চাইলেই যেন খুব সহজে পুনরুদ্ধার করা যায়।
আপনি যদি Telegram Bot টি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে কানেক্ট করেন, তাহলে এটি Instant আপনার হোয়াটসঅ্যাপের Incoming এবং Outgoing সকল Media এবং Document Attached সমূহ খুঁজে নিয়ে সেগুলো আপনার Bot Telegram একাউন্টে Save করবে। পরবর্তীতে আপনি যদি কখনো হোয়াটসঅ্যাপে দেখতে পান যে, কোন একটি মিডিয়া ফাইল Missing রয়েছে, তাহলে আপনি খুব সহজেই টেলিগ্রামে এসে Whatsapp Files Bot থেকে সেটি সহজেই সনাক্ত করতে পারেন এবং খুব সহজেই সেটি আবার Recover করে নিতে পারেন।
এবার চলুন দেখে নেওয়া যাক, কীভাবে আপনি টেলিগ্রাম একাউন্টে Whatsapp Files Bot সেটআপ করবেন এবং হোয়াটসঅ্যাপের সকল মিডিয়া ফাইল টেলিগ্রামে ব্যাকআপ করে রাখবেন।
আপনি কয়েকটি প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে হোয়াটসঅ্যাপের ফাইল সমূহ টেলিগ্রামে ব্যাকআপ করে রাখতে পারবেন। টেলিগ্রামে হোয়াটসঅ্যাপ বট Active করার জন্য, আপনাকে অবশ্যই এটিকে Whatsapp একাউন্টের সাথে কানেক্ট করতে হবে। যাইহোক, এটি করার জন্য আপনি নিজের পদ্ধতিটি অনুসরণ করুন।
১. এজন্য আপনি প্রথমে আপনার কম্পিউটারে Telegram Desktop অ্যাপ্লিকেশনটি Download এবং Install করুন। এরপর আপনার ফোনের টেলিগ্রাম অ্যাপ থেকে QR Code স্ক্যান করার মাধ্যমে আপনার একাউন্ট টিকে টেলিগ্রাম অ্যাপে লগ ইন করুন। এবার আপনি নিশ্চিত করুন যে, আপনার ডেক্সটপে টেলিগ্রাম ডেক্সটপ অ্যাপ্লিকেশনটি Running অবস্থায় আছে এবং আপনি Next Step টি অনুসরণ করুন।
২. এবার আপনি এই টিউনের উপরে দেওয়া লিংকটিতে ক্লিক করুন এবং Whatsapp Files Bot ব্যবহার করার জন্য কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। এরপর আপনাকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে নিয়ে আসবে এবং তারপর সেখান থেকে "Start" বাটনে ক্লিক করবেন।
৩. এবার Whatsapp Bot টিকে Whatsapp এর সাথে কানেক্ট করার জন্য "Connect" অপশনে ক্লিক করুন। এরপর সেখানে একটি QR Code তৈরি হবে, যা আপনাকে WhatsApp ব্যবহার করে স্ক্যান করতে হবে। এজন্য আপনি মোবাইলে Whatsapp অ্যাপ্লিকেশন ব্যবহার করে সেটিকে স্ক্যান করুন এবং তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি টেলিগ্রামের Whatsapp Files Bot একাউন্টের সাথে সংযুক্ত হয়ে যাবে।
৪. একবার হোয়াটসঅ্যাপ থেকে QR Code টি সফল হবে স্ক্যান হয়ে গেলে, Telegram এর Whatsapp Bot টি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে Connected হয়ে যাবে।
৫. এখন আপনি যখনই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপে কোন ইনকামিং অথবা আউটগোয়িং মেসেজের সাথে কোন Media, Files অথবা Document পাবেন, তখন সেগুলো অটোমেটিক ভাবে টেলিগ্রাম একাউন্টের Whatsapp Files Bot এ একটি কপি হিসেবে জমা হয়ে থাকবে।
কখনো যদি আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটিং থেকে কোন মিডিয়া ফাইল Missing হয়ে যায়, তাহলে এখন থেকে আপনি সেটি সরাসরি Telegram Account থেকে অ্যাক্সেস করতে পারবেন। আপনি যদি সব সময় আপনার মিডিয়া এবং অন্যান্য ফাইলগুলো ব্যাকআপ করে রাখতে চান, তাহলে আপনি অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে টেলিগ্রাম একাউন্টের Whatsapp Files Bot সংযুক্ত করে রাখবেন। এতে করে, হোয়াটসঅ্যাপ থেকে আপনার কোন ফাইল হারানোর মতো ঝুঁকি থাকবে না। আর এতে করে আপনি অনেক বিড়ম্বনা থেকেও বাঁচতে পারেন।
হোয়াটসঅ্যাপে পাঠানো যেকোনো গুরুত্বপূর্ণ ফাইল ম্যানুয়ালি কোথাও সংরক্ষণ বা ব্যাকআপ করে রাখা সত্যিই অনেক ঝামেলা পূর্ণ। তবে, আপনি যদি Telegram থেকে Whatsapp Bot ব্যবহার করার মাধ্যমে ফাইলগুলো সংরক্ষণ করে রাখেন, তাহলে এক্ষেত্রে আপনার অনেক সময় সাশ্রয় হবে এবং ফাইলগুলো নিরাপদে সংরক্ষিত থাকবে। তাই, আমি মনে করি যে, সকল ব্যবহারকারীর এটি ব্যবহার করা উচিত।
Whatsapp Files Bot আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে ফাইল হারিয়ে যাওয়ার মত সমস্যা থেকে খুব সহজেই পরিত্রাণ পাওয়ার মতো সমাধান প্রোভাইড করে। যেসব ব্যবহারকারী কোন প্রায়ই এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তারা টেলিগ্রামে বট অ্যাকাউন্ট ব্যবহার করে হারিয়ে যাওয়া ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবেন। যাইহোক, আপনিও যদি পূর্বে হোয়াটসঅ্যাপে ফাইল হারিয়ে যাওয়ার মত সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই এখন থেকে এই চমৎকার সমাধানটি ব্যবহার করতে পারেন। যা আপনাকে, Whatsapp Files Missing হওয়ার হাত থেকে সম্পূর্ণ বাঁচাবে।
তাহলে, আজ থেকে আপনিও টেলিগ্রামের Whatsapp Files Bot ব্যবহার করুন এবং এটি সম্পর্কে আপনার অভিজ্ঞতার কথা টিউনমেন্ট করে জানান। আজকের টিউনটি আপনার কাছে যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিউনটিতে একটি জোসস করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)
থার্ড পার্টি সার্ভিসের হাতে পারসোনাল ডাটা সঁপে দেয়া কতটা যুক্তিযু্ত?