প্রতিদিন ব্লগে ঢুকলেই চোখে পড়ে বিরক্তিকর adf.ly এর লিঙ্কওয়ালা পোস্ট। এইগুলাতে ক্লিক করা মানেই ক্যাচাল...৫ সেকেন্ড বসে থাকা...অ্যাড লোড হওয়া দেখা...তারপর স্কিপ অ্যাডে ক্লিক করে কাংখিত লিঙ্কে যাওয়া। এতসব কাপঝাপ করতে গিয়ে মেজাজটাই বিলা হয়ে যায় আসেন দেখি এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার উপায়-
গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা-
প্রথমে এই লিংকে গিয়ে Add to Chrome বাটনে ক্লিক করে Tampermonkey এক্সটেনশনটি ইন্সটল করে নিন-
তারপর এই লিঙ্কে গিয়ে স্ক্রিপটা ইন্সটল করে নিন। Install বাটনে ক্লিক করার পর OK দিন। ব্যাস, কেল্লা ফতে!!
_______________
মোজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা-
প্রথমে এই লিঙ্কে গিয়ে গ্রিজমাংকি এডঅনটা ইন্সটল করে নিন। ব্রাউজার রিস্টার্ট করুন। তারপর এই লিঙ্কে গিয়ে স্ক্রিপটা ইন্সটল করে নিন। ব্রাউজার রিস্টার্ট করুন। ব্যাস, কেল্লা ফতে!!
_______________________
আসুন, টেস্ট করে দেখি ------ http://adf.ly/36Ljy
সবকিছু ঠিকমত করতে পারলে লিঙ্কটি সুন্দরভাবে অটোম্যাটিক্যালি বাইপাস হয়ে যাবে। হেহে
_______________________
পুনশ্চঃ লেখাটি আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত
আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...
Apnake onek dhonnobad…….onek boro upokar korlen