স্ক্রিনশট শেয়ারিং এর কঠিনিয়া পদ্ধতিঃ কিবোর্ডের Print Screen বাটন চেপে ক্রিনশট নিলাম। Paint-এ গিয়ে Paste করলাম, প্রয়োজনীয় অংশ crop করে ঐ ছবিটাকে ফাইল আকারে সেভ করলাম । এরপর ওয়েব ব্রাউজার খুলে ইমেজ হোস্টিং সাইট imageshake.us-এ ঢুকলাম। স্ক্রিনশটের ঐ ফাইলটাকে হার্ডডিস্ক থেকে browse করে দেখিয়ে দিয়ে সাইটে আপলোড করলাম। অবশেষে আপলোডিং হয়ে যাওয়ার পর ইমেজের একটা ডিরেক্ট লিঙ্ক পাওয়া গেল যার মাধ্যমে স্ক্রিনশটটি শেয়ার করা যাবে
সহজিয়া পদ্ধতিঃ Hyperdesktop সফটওয়্যারটা দিয়ে স্ক্রিনশট নিলাম। ২ সেকেন্ডের মধ্যে ছবিটা নিজে নিজেই imagur.com সার্ভারে আপলোড হয়ে গেল! ইমেজের ডিরেক্ট লিংক অটোমেটিক ক্লিপবোর্ডে কপি! কিবোর্ডের ctrl+v চেপে পেস্ট করামাত্রই ইমেজের ডিরেক্ট লিঙ্ক হাজির
ইমেজ আপলোডিং: যে ইমেজগুলা আপলোড করতে হবে ঐগুলাকে টেনে Hyperdesktop এর উপর ছেড়ে দিলাম। ও আল্লাহ! ইমেজগুলা নিজ দায়িত্বে আপলোড হয়ে লিঙ্ক দিয়ে দিল! কেমনে কি?!!
পুনশ্চঃ লেখাটি আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত
আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...
গুড। লিনাক্সের জন্য এরকম বিকল্প Shutter 🙂