প্রথমেই আপনাকে আপনার পছন্দ করা কিছু ওয়ালপেপার কালেকশন করুন। তারপরে C ড্রাইভে প্রবেশ করুন।
C:\Windows\Web\Wallpaper\Windows
সহজ অর্থেঃ
তারপরে Windows ফোল্ডারের Web ফোল্ডারে। সেখানে Wallpaper নামক ফোল্ডার দেখতে পাবেন। তারপর Windows ফোল্ডারে একটি ডিফল্ট ওয়ালপেপার দেখতে পাবেন। সেখাকে আপনার পছন্দের ওয়ালপেপারগুলো সেখানে কপি করুন।
তারপর ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে Personalization ক্লিক করুন। নিচে Desktop Background দেখতে পাবেন ওখানে ক্লিক করুন।
নিচেই আপনার কালেকশনে রাখা ওয়ালপেপারগুলো দেখতে পাবেন। Shuffle বাটনটির মার্কটি উঠিয়ে দিন। Change picture Every তে ১ মিনিট দিন। তাহলে প্রতি ১ মিনিট পরপর আপনার ডেস্কটপের ওয়ালপেপারগুলো চেন্জ হবে। পরে Save Change ক্লিক করে বের হয়ে আসুন। পরে ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে Personalization যান এবং ওখানে My Theme দেখতে পাবেন। ওই থিমটির উপর রাইট বাটন ক্লিক করে Save Theme ক্লিক করুন। বন্ধুদের সাথে আপনার তৈরি করু থিমটি শেয়ার করতে চাইলে Save Theme for Sharing ক্লিক করুন।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
থ্যাঙ্কস ভাইয়া।