আপনারা নিশ্চয় জানেন যে মাত্র কিছু দিন আগে মাইক্রোসফট তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর নতুন ভার্সন উইন্ডোজ ৮ এর ডেভেলপার প্রিভিউ অবমুক্ত করেছে। এই ডেভেলপার প্রিভিউ বের হওয়ার পর টেকনোলজি সাইট গুলো তে উইন্ডোজ ৮ ছাড়া তো আর কোন কথাই হচ্ছে না! বলা হচ্ছে যে উইন্ডোজ এর এই ভার্সন টি হবে শতাব্দীর প্রথম বিস্ময়।
আপনাদের মাঝে কত জন উইন্ডোজ ৮ এর এই প্রিভিউ ডাউনলোড করেছেন (বাংলাদেশের ইন্টারনেট এর যা গতি আর খরচ তাতে মনে হয় না সংখ্যা টা খুব একটা বেশি হবে!) টা জানি না, তবে এতোটুক বলতে পারি, আপনাদের সামনে আজ আমি যে টুল টি নিয়ে এসেছি তার সাথে অনেকেই অপরিচিত। এটিও মাইক্রোসফট ওয়ে উল্লেখযোগ্য একটি সফটওয়্যার যা আপনাকে সহজে যেকোনো উইন্ডোজ ভার্সন এর Bootable USB Device বা DVD Disc তৈরিতে সাহায্য করবে। আর এর নাম হল “Windows 7 USB/DVD Tool”। ডাউনলোড করুন এখান থেকে। ব্যবহার বিধি খুব সহজ। ইচ্ছা থাকলে Screenshot সহ বিস্তারিত পরতে পারেন এখান থেকে।
আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজেকে মাঝে মাঝে অপরাধী মনে হয়। যে ভাষার জন্য এত রক্তক্ষরণ টা বাদ দিয়ে আমি কিনা বিজাতীয় ইংরেজি ভাষায় ব্লগিং করছি! ছিঃ! টেকটিউনস কে ধন্যবাদ।
কাজের জিনিস, আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন