মাউস ঠিক করার আধ্যাতিক উপায়। সাধারণ মানুষের বোধগম্য নয়!

আসসালামুআলাইকুম। আজকে আপনাদেরকে আমি সেখাব মাউস ঠিক করার আধ্যাতিক উপায়। মাউসের পয়েন্টার যদি ঠিকভাবে না নড়ে তাহলেই এই উপায় আবলম্বন করা যাবে। আগেই বলেছি আধ্যাতিক উপায় তাই সাধারন মানুষের এই পোস্ট বুঝা সম্ভব নয়!

এইখানে আপনারা একটি মাউসের নিচের ছবি দেখতে পারছেন। এইখানে কালো উঁচা কিছু অংশ আছে খেয়াল করবেন। আমরা কম্পিউটারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি দেখে এইখানে ধুলা জমে। এই কারনেই অপটিকাল মাউসের পয়েন্টারটা ঠিক ভাবে নড়ে না। আপনারা যদি কোন ভাবে সাধনা করে এই ধুলা পরিষ্কার করে ফেলতে পারেন তাহলেই দেখবেন আপনার মাউসের পয়েন্টার সম্পূর্ন ঠিক ভাবে মুভ করতেসে।

তাহলে শিখে ফেললেন তো কিভাবে মাউস ঠিক করে। হালকা মজাও করলাম কেউ মাইন্ড করেন না। এইটা আমার প্রথম টিউন। ভুল হলে ক্ষমা করে দিয়েন।

পোস্টটি ভাল লাগলে আমার একটা বস্তা পচা ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ

আল্লাহ হাফেজ

Level 0

আমি upol69। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    Level 0

    @Abir: আপনার কমেন্টটা চরম নাম্বার ১

Level 0

বড়ই আধ্যাতিক ! প্রচুর সাধনা করলে সফল হয়তো হব । বস্তা পচা লিঙ্ক টায় ক্লিক করার পরই টিউনারের নামের ওপর চোখ রাখলাম 😉 সুন্দর টিউন ।

    Level 0

    @mm_anan: ধন্যবাদ আনান ভাই

আরো একটি উপায় আছে। অনেক দিন আগে তখন আমি টেন এ পড়ি, অপটিকাল মাউস পাওয়া যেতনা। বল ওয়ালা মাউস ইউস করতাম। এটা একদিন নষ্ট হয়ে গেল। আব্বুর কাছে টাকা চাইলাম, টাকা দিল এবং ওদিন রাত্রে আব্বু দেশের বাহিরে চলে গেল ফ্রান্সে। এরপর আমিতো খুব খুশি, পকেটে টাকা, নতুন মাউস কিনব। এই খুশিতে পুরানো মাউসটাকে খুলে মাথার উপর শাঁই শাঁই করে কতোক্ষন ঘুরালাম। কিন্তু দুঃখের কথা আমি টাকাটি হারিয়ে ফেলছিলাম। এরপর আর কী করা, পুরানো মাউসটিকে আদর করে মুছে দিয়ে আবার লাগালাম। Believe me or not…. মাউসটা একদম ঠিক। একদম ঠিক বলেতো একদম ঠিক!!!!!। এরপর প্রায় ৬ মাস এটা ঠিক ছিল।

    Level 0

    @রউফ আলম: আমার মনে হয় আপনি শাঁই শাঁই করে ঘুরানোর কারনে ঠিক হয়েছে, আদর করার কারনে না।
    টাকাটা কি পরে পেয়েছিলেন?

    Level 0

    @রউফ আলম: ami eta try kore dekhbo 😀

ভাল লাগল। @রউফ আলম ভাই, সত্যি নাকি??? তাহলে তো আপনার এর থিউরি আমার দরকার। আমার তিনটা বল মাউস পরে আছে। দেখি চেষ্টা করে… কি হয়? 😉

    Level 0

    @শাওন: চেষ্টা করে কি ফলাফল পেলেন জানায়েন।

    @শাওন: বল মাউস খুললে এত দুটি কালো চাকার মতো দেখবেন, যার লম্বা অংশটি বলের সাথে লেগে ঘোরে । এই লম্বা দণ্ড দুটির গায়ে ঠিক যেখানে বলের সাথে ঘষা খায় সেখানে ময়লা জমে। এই ময়লা ঘষে তুলে দিন, দেখবেন আগের মতো পারফরমেন্স।

😉 😉

গুরু, আমার টাচপ্যাডে পয়েন্টার মাঝে মাঝে অটো নড়ে। এর কোন সমাধান?

    Level 0

    @আদনান দুঃখিত আদনান ভাই 🙁 । আমার আসলে কখনও টাচপ্যাড চালানোর সৌভাগ্য হয়নি। আমি অনেক গরিব :'(

VALO LAGLO

Level 0

check this link for resumable movie download====

downloadentertainment4u.blogspot.com

    Level 0

    @SuUbhA: আপনার কমেন্টটা চরম নাম্বার ২

Level 0

টিউন করার জন্য ধন্যবাদ upol69 আপনার টিউনটি ভাল হয়েছে। আশা করি ভবিষ্যৱ এ ভাল আরো ভাল টিউন করবেন।

    Level 0

    @yourboss: ধন্যবাদ বস। দোয়া করেন।

Level 0

আধ্যাত্মিক উপায়ে টিউন টা পড়লাম ……………………সামনের টিউনের অপেক্ষায় রইলাম………

Level New

ফালতু টিউন ।

    Level 0

    @Dip: আমিতো বলেইছি সাধারণ মানুষের বোধগম্য নয়। তারপরেও আপনি ঢুকেছেন কেন? টিউনটা ফালতু হলে উপরের কমেন্টে সবাই ভাল বলল কেন?

vai…….mouse ta khub sundor

আমার মাউস তো ময়লা হয়ই সাথে মাউস প্যাডেও ময়লা জমে যায়।
বিঃদ্রঃ আমার মাউস প্যাডের বয়স প্রায় ১০ বছর। সবাই দোয়া করবেন যাতে ১০০ বছর থাকে। আমার পরবর্তী জেনারেশন এইটা মিউজিয়ামে সাজায়া রাখবে 😛