Scratch পরা সিডি/ডিভিডি থেকে ফাইল Recover করুন কোন সফটওয়্যার ছাড়াই!!

আপনাদের কখনও কি এই সমস্যাই পরতে হয়েছে যে আপনার খুব জরুরি কিছু ফাইল আপনি ডিভিডি তে সংরক্ষণ করেছিলেন কিন্তু এখন টা আর কপি/Read করতে পারছেন না। আমার কিন্তু প্রায়ই এই সমস্যাই পরতে হয়। বিশেষ করে কিছু প্রিয় মুভি যা আমি ডিভিডি তে রেখেছিলাম টা মাঝে মাঝেই Corrupted হয়ে যায়। তো চলুন দেখি কিভাবে এই সমস্যার সমাধান বের করা যায়।

আপনি যদি একজন প্রো পিসি ইউজার হন তাহলে অবশ্যই জানেন যে কিছু সফটওয়্যার আছে যেগুলো Scratch পরা ডিভিডি/সিডি recover করতে পারে। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে দেখেছি বেসির ভাগ ই Uncopiable sector গুলো বাদ দিয়ে উইন্ডোজ এক্সপ্লোরার এর সাহায্যে ফাইল কপি করে। এই সব ফালতু জিনিস ব্যবহার করে লাভ কি?

শুধুমাত্র Tooth Paste ব্যবহার করেই অধিকাংশ ক্ষেত্রে Scratch পরা ডিভিডি/সিডি থেকে ফাইল কপি করা যায়। ডিভিডি টি তে হাল্কা করে Tooth Paste লাগিয়ে ৬-১২ ঘণ্টা পর ধুয়ে ফেলুন দেখবেন কাজ হচ্ছে।

সময় এর অভাবে পোস্ট টি সম্পূর্ণ করতে পারি নাই। দুঃখিত। স্টেপ By স্টেপ Screenshot সহ পুরো আর্টিকেল টি পরুন এখানে।

সোর্সঃ How To Recover Data From Scratched CD/DVD Disc Without Any Software [Exclusive]

Level New

আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজেকে মাঝে মাঝে অপরাধী মনে হয়। যে ভাষার জন্য এত রক্তক্ষরণ টা বাদ দিয়ে আমি কিনা বিজাতীয় ইংরেজি ভাষায় ব্লগিং করছি! ছিঃ! টেকটিউনস কে ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর সুন্দর !!!……………প্রশ্ন : ভাই পেস্ট এর মধ্যে কোনটা ভাল ???

    @Rashed Kamal: হা হা………… হাসালেন ভাই। পেস্ট এর কাজ এখানে একটাই। ডিভিডি টা পরিস্কার করা। যেকোনো একটা হলেই হল।

Level 0

khub shundor ekta bishoy shekhanor jonno thnx, khub upokar holo bro

offtopic : apni ei shujoge ekta paste company r shathe chukti korte parten, rashed kamal bhai ra jokhon ask korto, tokhon oi brand r naam bole diten, haahhaha

    @learner: 😛 😛 আমিও বিষয় টা ভাছিলাম। দেখি, চুক্তি করেই ফেলব 😀

😛 😀 thanks

Level 0

Mouth wash ki kaz korbe?

VHAI BANGLA SABAN DIYA KAZZ HOBEEE

Amar cd te khub deep scratch ache..kaj hobe?

হে হে…আমি মাঝে মাঝে আমার চশমার কাঁচ (প্লাস্টিক) পরিস্কারে টুথপেস্ট ব্যবহার করি। ভালো পরিস্কার হয়।

আসলে টুথপেস্টে ফ্লুরাইড [F-] থাকে যেটি শক্তিশালী জারক। তাই ময়লা পরিষ্কার করতে বেশ কাজে দেয়। আমি অবশ্য ডিক্স পরিষ্কারের জন্য শ্যাম্পু ব্যবহার করি। কারণ এর pH 5.5-6.5 এবং স্মুথ পরিষ্কার করতে পারে কোন দাগ না ফেলেই। পোষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ। 😀

    @নেট মাস্টার: জি আপনি ঠিক ই ধরেছেন। বেশীর ভাগ ক্ষেত্রেই ডিস্ক নষ্ট হয় ময়লা এর কারনে। তবে শ্যাম্পু ব্যবহার না করাই ভাল। কারন এটি ডিস্ক এর লেয়ার তুলে ফেলতে পারে

      @রিয়াদ:
      আপনার ধারণা ঠিক নয়। আসলে পেস্ট এর তীব্রতা অনেক বেশি, কারণ ফ্লুরাইড তীব্র জারক, শ্যাম্পু কোন জারক নয়, সার্ফেস ক্লিনার। তাই আমি পেস্ট ব্যবহার করে ছেড়ে দিয়েছি। শ্যাম্পুতে নতুন কোন ক্রাচ পড়েনা, কিন্তু পেস্টে আঙ্গুল দিয়ে জোরে ঘষা দিলে ক্রাচ পড়ে। এ নিয়ে আমার বিস্তর গবেষণা রয়েছে :p
      কিটোন, থিনার, বডি স্প্রে এর এলকোহল, সাবান.. বহুকিছু ব্যবহার করার এক্সপেরিয়েন্স আছে, কারণ আমি মান্দাতার আমল থেকে ডিভিভি ব্যবহার করতাম … 😀 😀

Level 0

amar kache COLGATE, DABOR, CLOSEUP ase. konta use korbo? plz help

*newly windows setup dewar karone avro nai. so i am using english

    @tech_no: আরে ভাই!!! এটা জাস্ট পরিস্কারক হিসেবে কাজ করবে, একটা ব্যবহার করলেই হল।

      Level 0

      @রিয়াদ: আমি তিনটাই এক সাথে মিক্স করে ইউস করে দেখি তাইলে 😀

ki dekhalen Bhai!!!! Darunnnnn

Level 0

akhon theke dat na meje paste jomabo, pore kaje lagbe 🙂

Valo Idea…sense good.

ভালতো দেখব সফল হইতে পারি কিনা,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

সফল হই নাই…৩টা ডিভিডি ছিল, আগের মতই। কপি হয় না…Colgate মেখে ৯ ঘন্টা রাখছি। তারপরেও কাজ হয় না। আসলে ডিক্সে মিডিয়াম/হেভি স্ক্রাচ পরলে কখনও সম্ভব না। So আপনি আপনার টাইটেল এ স্ক্রাচ পড়া ডিক্স বাদ দিয়ে অপরিচ্ছন্ন ডিক্স লিখুন। ধন্যবাদ।