ফটোশপ জোন (পর্ব-৩৩: ফটোশপের মাধ্যমে বই তৈরি (৩) )

ফটোশপ জোন

গতপর্বে আমরা দেখেছিলাম কিভাবে ফটোশপে বই তৈরি করতে হয়। তবে আমরা বইটিতে কোনো লেখা বা ছবি যোগ করিনি। আজ আমরা দেখব কিভাবে বইয়ে লেখা বা ছবি যোগ করা যায়।

আমাদের ছবিটি ছিল এমন

এখন আমরা এতে লেখা যোগ করব। এজন্য পেন টুল সিলেক্ট করুন এবং নিচের মত করে লাইন টানুন।

এতে দুটি এংকর পয়েন্ট দেখতে পাচ্ছেন। টেক্সট টুল সিলেক্ট করে বাম দিকের এংকর পয়েন্ট এর উপর মাউস দিয়ে একটি ক্লিক করুন নিচের মত। ফলে টেক্সট কার্সার পেন টুলের পাথের ঐ এংকর পয়েন্টের উপর পড়বে।

এখন লেখা শুরু করুন ইচ্ছামত। লক্ষ্য করলে দেখতে পাবেন, আপনার লেখাগুলো পেন টুল দ্বারা তৈরি করা পাথ বরাবর যাচ্ছে।

এবার একটি ছবি বসিয়ে দিন।

ctrl+T প্রেস করে ট্রান্সফর্ম টুল সেট করুন ছবিটির চারপাশে। এর পর নিচের মত মাউসের রাইট বাটন ক্লিক করে একটি মেনু পাবেন। এখান থেকে warp সিলেক্ট করুন।

ফলে ট্রান্সফর্ম টুলটি নিচের মত warp টাইপ ধারণ করবে যাতে অনেকগুলো এংকর পয়েন্ট দেখতে পাবেন। এসব এংকর পয়েন্ট ড্র্যাগ করে ছবিটিকে নিচের মত করুন।

এন্টার প্রেস করুন।

সবশেষে পেজের নিচে পেজ নাম্বার বসিয়ে দিন। একই ভাবে অন্য পেজেও কাজ করতে পারেন। আমি just লেয়ার কপি এবং flip করে বামপাশের পেজে বসিয়ে দিলাম 🙂

আজকের পর্বে নতুন যা শিখতে পারলেন।

১) পেন টুল দিয়ে যেকোনো প্রকারের পাথ তৈরি করে টেক্সট টুল দিয়ে ঐ পাথের যেকোনো এংকর পয়েন্টে ক্লিক করলে টেক্সট কার্সার ঐ পয়েন্টে পড়বে, এরপর আপনি লেখা শুরু করলে লেখা ঐ পাথ বরাবর যাবে। এভাবে আপনি স্টাইলিশ লেখা লিখতে পারেন। যেমন,

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ। অনেক কিছু শিখতে পারছি। তবে সরাসরি photoshop cs5 নিয়ে মজার মজার টিউন করলে আরো মজা হতো, আর টিউনটি তিন খন্ড না করে ২ খন্ডে প্রকাশ করলে আরো ভালো লাগতো।

    Level 0

    ভাই, আমরা বাঙ্গালীদের মধ্যে এই ব্যাপারটা অনেক বেশি কাজ করে, নতুন ভার্সন আসলেই মনে করি, না জানি নতুন ভার্সনে কত চেঞ্জ আছে, পুরান ভার্সন মনে হয় কোনো কাজের না। এবার এব্যাপারে আপনাকে ধারণাটা ক্লিয়ার করে দিই। cs3,cs4,cs5 তিনটি ভার্সনই এক, শুধু cs5 এ content aware নামে একটি কমান্ড আছে যা দিয়ে ছবি থেকে একটি বস্তুকে এমনভাবে সরানো যায় যেনো বুঝা না যায়। এ নিয়ে কেউ একজন টিউন করেছে, তাই আমি আর করিনি। আর আপনি সম্ভবত আমার টিউনগুলো নিয়মিত ভাবে দেখেননি, তাই একথা বলছেন। দেখলে বুঝতেন যে আমি কিভাবে পর্যায়ক্রমিকভাবে cs থেকে cs5 পর্যন্ত ভার্সন নিয়ে কাজ করেছি যাতে পাঠকদের বুঝতে সুবিধা হয় প্রতিটা ভার্সনের পার্থক্য, এবং এতদিনে এটা বুঝে যাওয়ার কথা যে, cs3-cs5 এ কোনো পার্থক্য নেই। ধন্যবাদ।

      Level 0

      আর আমার এ টিউটোরিয়ালটা cs3 এর আগের ভার্সনে করে দেখবেন পারেন কিনা।

MITHU ভাই,অনেক ধন্যবাদ সুন্দর একটা টিউন উপহার দেয়ার জন্য। Photoshop cs3 software এর serial key আমাকে দেয়া যাবে কি,দিলে খুব উপকার হত,PLZ ভাই help me….

    Level 0

    ইমেইল এড্রেস দিন।

MITHU ভাই,আমার ইমেইল এড্রেসঃ [email protected]

Level 0

HITHU ভাই, খুব ভাল লাগলো। ধন্যবাদ

বস so good

monirul mona