ফটোশপ জোন ( পর্ব-৩২: ফটোশপে তৈরি করুন বই (২) )

ফটোশপ জোন

বন্ধুরা, কেমন আছেন সবাই। গতপর্বে আমরা দেখেছিলাম কিভাবে ফটোশপে বইয়ের কাভার তৈরি করা যায়। আজ এর পূর্ণতা দেব। আমরা গতপর্বে নিচের ছবির মত তৈরি করেছিলাম।

এখন নতুন একটি লেয়ার তৈরি করুন সব লেয়ারের উপরে এবং পেন টুল সিলেক্ট করে ত দিয়ে নিচের মত শেপ তৈরি করুন।

এবার শেপ এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রাপ্ত মেনু থেকে make selection করুন।

এর ফলে একটি ডায়লগ বক্স আসবে। ok করুন। ফলে সিলেকশান তৈরি হবে।

এবার গ্রাডিয়্যান্ট টুল সিলেক্ট করুন এবং এর জন্য নিচের মত সেটিং ঠিক করুন।

এখন সিলেকশানের মাঝ থেকে ডানে বা বামে মাউস ড্র্যাগ করুন। ফলে নিচের মত পাবেন।

এবার নিচের চিত্রের মত gradient overlay এবং dropshadow এপ্লাই করুন।

এবার এই লেয়ারের একটি ডুপ্লিকেট তৈরি করুন।

ডুপ্লিকেট লেয়ারটিকে মুভ টুল সিলেক্ট করা অবস্থায় এরো প্রেস করে নিচের মত করে কিছুটা বামে সরান। ফলে নিচের মত পাবেন।

এভাবে আরো কিছু ডুপ্লিকেট লেয়ার তৈরি করুন এবং প্রতিটা লেয়ারই কিছুটা বাম দিকে সরান তার পূর্ববর্তী লেয়ারের। ফলে নিচের মত পাবেন।

পেজ তৈরি করা এই লেয়ারগুলো ছাড়া বাকি সব লেয়ারগুলোকে hide বা অদৃশ্য করুন।

এ অবস্থায় layer->marge visible সিলেক্ট করুন। ফলে পেজের লেয়ারগুলো এক লেয়ারে পরিণত হবে।

এই লেয়ারটির ডুপ্লিকেট তৈরি করুন এবং edit->transform->flip horizontal সিলেক্ট করুন। ফলে ডুপ্লিকেটেড লেয়ারটি মূল লেয়ারের উলটা হবে। এই লেয়ারকে পাশে নিয়ে আসুন এবং সেই সাথে অদৃশ্য লেয়ার গুলোকেও দৃশ্যমান করুন।

এবার পেইজে আপনার ইচ্ছামত টেক্সট যোগ করুন।

বইয়ে বিভিন্ন ধরনের লেখা থাকে। লেখা তৈরির কাজটা আমি অন্য আরেকদিন দেখাব। ভালো থাকবেন সবাই।

ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তুমি তো অসাধারন তুমি চালিয়ে জাও আমরা তোমার সাথে আছি। তুমি বলেছি বলে রাগ করবে না। আল্লাহ তোমাকে আরো অনেক tune করতে যে নো দেয় ভালো থাকবে।

    Level 0

    ধন্যবাদ, আর আমি কি আপনাকে চিনি? বুঝতে পারছি না।

মিথু ভাই এসে গেছি আবার । অনেকদিন ব্যস্ত ছিলাম। ধন্যবাদ সুন্দর টিউনের জন্য।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ সুন্দর কমেন্ট আর টিটিতে ফিরে আসার জন্য।

Level 0

Great tutorial man!! go ahead 🙂

likhte parina bole ami Video tutorial kori,,,
visit my youtube chanel for bangla photoshop cs5 tutorial: http://www.youtube.com/me2resan

দারুন হয়েছে ভাই। চালিয়ে যান 🙂

    Level 0

    ধন্যবাদ।

Level 0

Good

অসাধারন হয়েছে ভাই, চালিয়ে যান। 😉

    Level 0

    অনেকদিন পর………………… ধন্যবাদ।

বইয়ে বিভিন্ন ধরনের লেখা থাকে। লেখা তৈরির কাজটা আমি অন্য আরেকদিন দেখাব

সেই দিনের জন্যেও অপেক্ষা করছি। মিঠু ভাই আপনে আসলেই ধৈর্যশীল মানুষ, এত কষ্ট করে গুছিয়ে এতগুলা টিউন করে যাচ্ছেন!

অট: কাল পরীক্ষা, দোয়া প্রার্থী।

    Level 0

    কাল কি পরীক্ষা, সেমিস্টার নাকি সিটি?

      @MITHU: সেমিস্টার, ১১ পাবো ৭০ এ। ৮টা সিটি দেইনাই। ব্যাকলগ শিওর।

      Level 0

      ব্যাপার না, প্রথম প্রথম একটু দুশ্চিন্তা হবেই, পরে ঠিক হয়ে যাবে। কোন সাব্জেক্ট?

Level 2

মিঠু ভাই আপনাকে অনেক ধন্যবাদ,এত কস্ট করছেন আপনি আমাদের জন্য।আপনার জন্য আমি এখন কিছু কিছু শিখতে পারছি

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

Level 2

আছছা ভাইয়া ডানের একটি প্যালেট আমি ক্রস করেসিলাম।এটা কিভাবে ফিরিয়ে আনবো?

    Level 0

    উপরে মেনুবারে window থেকে আপনি যে প্যালেট আনতে চান তা আনতে পারেন।