বন্ধুরা, গতপর্বে আমরা দেখেছিলাম পিএইচপি কোডের কাজ করার পদ্ধতি। আসুন আমরা নিজেরা এবার কোনো পিএইচপি কোড লিখি।
পিএইচপি কোড আপনি যেকোনো জায়গায় লিখতে পারেন একটি এইচটিএমএল স্ক্রীপ্টের মধ্যে। <html> </html> ট্যগের মধ্যে অথবা <body> </body> ট্যগের মধ্যে যেকোনো জায়গায়। নিচের কোডটি দেখুন।
<html>
<body>
<?php
echo "hello everybody";
?>
</body>
</html>
এখানে <?php এবং ?> এর মধ্যে যা কিছু লেখা হয়েছে সবই পিএইচপি কোড।
পিএইচপি কোড শুরু করতে হয় <?php এর মাধ্যমে এবং শেষ করতে হয় ?> এর মাধ্যমে।
প্রতিটী লাইনকে একেকটি স্টেটমেন্ট বলা হয়। পিএইচপিতে প্রতিটা লাইনের পরে ";" দেয়া ভালো। যেমন
echo "hello everybody";
এখানে echo একটি ফাংশন যার কাজ হল যেকোনো লেখাকে ব্রাউজারে প্রদর্শন করা। যেমন , এখানে "" এর মধ্যে আবদ্ধ hello everybody কে ব্রাউজারে প্রদর্শন করা হচ্ছে।
<?php এবং ?> এর বাইরে যা কিছু আছে তাকেই মূলত ব্রাউজার এইচটিএমএল কোড বলে ধরে নেয়।
পিএইচপি কেস সেনসিটিভ নয়। অর্থাৎ, ছোট বড় যেকোনো হাতের লেখাই চলবে। তবে ছোট হাতের লেখাই শ্রেয়।
কিছুক্ষন আগে আমি বলেছি, echo ফাংশনের কথা। আপনারা হয়তো ভাবছেন,ফাংশন আবার কি জিনিস। ফাংশন মূলত প্রোগ্রামিং এ কমান্ডের কাজ করে। একেক ফাংশনের কাজ একেক রকম। যেমন, কোনো ফাংশন যেকোনো লেখাকে ব্রাউজারে প্রদর্শনের কাজ করে,যেমন echo ফাংশন। আবার কোনো ফাংশন ব্রাউজারে তারিখ বা সময় প্রদর্শন করে। ইত্যাদি।
বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মিঠু ভাইকে ধন্যবাদ এত সহজ ভাবে উপস্থাপন করার জন্য। আমার অনুরোধ আপনি লেখা চালিয়ে যাবেন।