নিজের পিসিতে ল্যান/IP ঠিকানাগুলো কোথায় পাব (উইন্ডোজ)

লিনাক্সে অনেক নতুন ব্যবহারকারী নেটওয়র্ক সেটআপ করতে পারেন না। বিভিন্ন টিউটোরিয়ালে নেটওয়র্ক ম্যানেজারে নিজের আইপি, ডিএনএস সার্ভার ইত্যাদি বসিয়ে করার কথা দেখানো থাকলেও সেই আইপিগুলো উইন্ডোজের নেটওয়র্ক থেকে কিভাবে বের করতে হবে সেটা দেয়া থাকে না। এই ছবিতে শুধু সেই অংশটুকু দেখানোর প্রয়াস নিলাম।

পুরাতন ব্যবহারকারীগণ এই লেখা দেখে হয়তো হেসে কুটিকুটি হবেন। কিন্তু আমি এমন অনেক মানুষকে চিনি যাঁরা দীর্ঘদিন থেকে কম্পিউটার ব্যবহার করা সত্ত্বেও এই বিষয়টা জানেন না। যিনি এই ব্যাপারটার জন্য আটকে যান, তার জন্য এটাও একটা জরুরী তথ্য, তাই সহজ বলেই টিউটোরিয়াল হিসেবে এসব খুটিনাটি বিষয়গুলো অবহেলা করা ঠিক নয়।

আমি উইন্ডোজ এক্সপি সিস্টেম থেকে কিভাবে নেটওয়র্কের জরুরী বৈশিষ্টগুলো বের করতে হয় সেটা দেখাচ্ছি:

  • ১। চিত্রের মত স্টার্ট মেনু থেকে নেটওয়র্ক কানেকশনে ক্লিক করুন। এতে ২ নং এর মত উইন্ডো খুলবে।
  • ২। লোকাল এরিয়া কানেকশনের উপরে মাউসের ডান বোতাম (রাইট বাটন) ক্লিক করুন। এতে একটা মেনু খুলবে, সেখানের সবশেষে Properties এ ক্লিক করুন। এতে ৩ নংএর মত উইন্ডো খুলবে।
  • ৩। এ থেকে TCP/IP ওয়ালা অপশনটা সিলেক্ট করা অবস্থায় নিচের ডানদিকে প্রোপার্টিজ বাটনে ক্লিক করুন। এতে ৪ নং এর মত উইন্ডো খুলবে।
  • ৪। এখান থেকে নম্বরগুলো টুকে রাখুন। এগুলোই যে কোনো অপারেটিং সিস্টেমে নেটওয়র্ক সেট করতে কাজে লাগবে। এমনকি লাইভ সিডি বা ইউএসবি চালানোর সময়েও এই তথ্যগুলো দিয়ে নেট কনেক্ট করতে পারবেন।
নেটওয়র্কের ল্যান ঠিকানা

-- অতিরিক্ত তথ্য --

উইন্ডোজ ভিস্তাতে (আমার কাছে নাই, তাই স্ক্রিনশট দিতে অপারগ)

  • ১। স্টার্ট মেনু থেকে Control Panel এ ক্লিক করুন।
  • ২। যেই উইন্ডো খুলবে সেখান থেকে Network and Sharing Center আইকনে ডবল ক্লিক করুন।
  • ৩। এতে যেই উইন্ডো খুলবে সেটার বামের মেনু থেকে Manage Network Connections ক্লিক করুন।
  • ৪। এতে নেটওয়র্ক কানেকশন উইন্ডো আসবে, সেখানে লোকাল এরিয়া কানেকশন আইকনের উপরে মাউসের ডান বোতাম (রাইট বাটন) ক্লিক করুন; এতে খোলা মেনুর Properties এ ক্লিক করুন। এতে আরেকটি উইন্ডো খুলবে।
  • ৫। এ থেকে Internet Protocol Version 4 (TCP/IPv4) অপশনটা সিলেক্ট করা অবস্থায় নিচের ডানদিকে প্রোপার্টিজ বাটনে ক্লিক করুন। এতে উপরের ছবির ৪ নং এর মত উইন্ডো খুলবে। সেখানে নম্বরগুলো পাবেন।

উইন্ডোজ সেভেন-এ (আমার কাছে নাই, তাই স্ক্রিনশট দিতে অপারগ)

  • ১। Control Panel > Network and Internet > Network and Sharing Center
  • ২। বাম প্যানেলে Change Adapter Settings এ ক্লিক করুন।
  • ৩। View your active networks এর অধীনে Local Area Connection এ রাইট মাউস ক্লিক করে প্রোপার্টিজে ক্লিক করুন।
  • ৪। এতে নেটওয়র্ক কানেকশন উইন্ডো আসবে, সেখানে লোকাল এরিয়া কানেকশন আইকনের উপরে মাউসের ডান বোতাম (রাইট বাটন) ক্লিক করুন; এতে খোলা মেনুর Properties এ ক্লিক করুন। এতে আরেকটি উইন্ডো খুলবে।
  • ৫। এ থেকে Internet Protocol Version 4 (TCP/IPv4) অপশনটা সিলেক্ট করা অবস্থায় নিচের ডানদিকে প্রোপার্টিজ বাটনে ক্লিক করুন। এতে উপরের ছবির ৪ নং এর মত উইন্ডো খুলবে। সেখানে নম্বরগুলো পাবেন।

(খিচুড়ী ব্লগেও প্রকাশিত)

Level 0

আমি শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 449 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

গুগল আমার সম্পর্কে জানে, কাজেই জানতে চাইলে আমার নাম বা ইউজার নামটা দিয়ে গুগল করুন ... :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পুরান জিনিস……তারপরও ধন্যবাদ

ifconfig -a

লিনাক্সের জিনিস দিলাম 😀
হাহা।

পুরান চাল ভাতে বাড়ে 😉

টিউনটিকে বুলেট আর হেডিং ব্যবহার করে সৌন্দর্য বৃদ্ধির জন্য মেহেদী হাসান ভাইকে ধন্যবাদ। আমি আসলেই টিউনটা এখানে দেয়ার সময়ে দৌড়ের উপরে ছিলাম। 🙂

Level 0

৫। এ থেকে Internet Protocol Version 4 (TCP/IPv4) অপশনটা সিলেক্ট করা অবস্থায় নিচের ডানদিকে প্রোপার্টিজ বাটনে ক্লিক করুন। এতে উপরের ছবির ৪ নং এর মত উইন্ডো খুলবে। সেখানে নম্বরগুলো পাবেন।
amar ta windows 7 64bit sob asa kintu nomber golor jaigai kicho nai khali .nomber koi bhai?

    @md.shimul: ভাই, আমি জানিনা কেন এমন হল। তবে, এই পদ্ধতি স্ট্যাটিক আইপি সহ ইন্টারনেট সিস্টেমের। আপনার যদি ওয়াইম্যাক্স হয় কিংবা মোবাইল ব্রডব্যান্ড হয় তাহলে এভাবে নম্বর আসার কথা না। আপনার ইন্টারনেট কানেকশন কি স্ট্যাটিক আইপি ওয়ালা?

    যেমন আমার বাসায় এখন কিউবি; এটা স্ট্যাটিক আইপি নয়, তাই এখানে ওভাবে হবে না। আবার, আমার অফিসে ল্যানে যুক্ত পিসিতে একটা স্ট্যাটিক আইপি আছে। ওখানে নতুন সিস্টেম দিলে এই নম্বরগুলো ছাড়া অটোমেটিক নেট আসবে না। আমি আগে একটা লোকাল ইন্টারনেট প্রোভাইডার থেকে ISPros নামক ISPর ইন্টারনেট চালাতাম। তখনও স্ট্যাটিক আইপি ছিল। তবে সেই সময়ে একই লাইনে আমার ডেস্কটপের বদলে নেটবুকটাকে লাগিয়ে ইন্টারনেট চালাতে গেলে এই আইপি, গেটওয়ে ইত্যাদি ছাড়াও ম্যাক এড্রেসটাও স্পুফ করা লাগতো (অর্থাৎ আমার নেটবুকের নেটওয়র্ক কার্ডের ফিজিকাল এড্রেস হাইড করে সেই জায়গায় ডেস্কটপের নেটওয়র্ক কার্ডের ম্যাক এড্রেসটা বসিয়ে দিতে হত)। কারণ ওদের সার্ভারে আমার আইপি ছাড়াও ডেস্কটপের নেটওয়র্ক কার্ডের ফিজিকাল এড্রেস (ম্যাক এড্রেস) স্টোর করা ছিল।

ধন্যবাদ।

Level 0

amar ta 4 mb dsl .ami alfa network deya chalai so bujteai to parsen amar ip address asa.windows 7 er ta khotay ami boli apnake.go to all program/ accessories/command prompt abong likun ipconfig ok.and u see all computer ip(lan and walan)ok tx

    @md.shimul: ধন্যবাদ। DSLএর টা জানা ছিল না।

    লিনাক্সের নেটওয়র্ক ম্যানেজারে কয়েকরকম কানেকশনের অপশন আছে: Wired, Wireless, Mobile Broadband, VPN, DSL। এখন পর্যন্ত আমি প্রথম তিনরকম ব্যবহার করেছি। ভিপিএন আর ডিএসএল ব্যবহার করা হয়নি কখনো। উপরের টিউটোরিয়ালটা Wired কানেকশনগুলোর মধ্যে শুধুমাত্র ল্যান টাইপের কানেকশনের জন্য। ওয়্যার্ড হলেও DHCP ওভাবে করা যাবে না।

ধন্যবাদ।

ভাই linux install করার পর wlan driver কিভাবে কাজ করাতে হয়?
wlan এর কি কোনো driver আছে? আমার windows এ wifi কাজ করে, কিন্তু Linux ubuntu তে wifi on হয় না। ANY SOLLUTION?

    @রাকিব খান নিশান: আমি যতদুর জানি, ওয়াইফাই পাওয়ার জন্য প্রয়োজনীয় ড্রাইভার উবুন্টু বা মিন্টের ডিফল্ট ইনস্টলেশনে থাকে না। অন্য কোন উপায়ে (কেবল দিয়ে) নেট কানেক্ট করে ওটা ডাউনলোড ও ইনস্টল করতে হয়। তবে এই কাজটা কখনও নিজ হাতে করিনি (আমার নেটবুকে রিং ভাই করে দিয়েছিলো আগেরবার)। তাই ডিটেইলস দিতে পারলাম না। আরও সাহায্য আছে এখানে:
    https://help.ubuntu.com/community/WifiDocs

ড্রাইভার আছে কি নাই তাতো বুঝা যায় না। কিন্তু ওয়াইফাই অন করতে পারছি না। ওয়াইফাই এর বাতি জলে না। যদি পারেন একটু সাহায্য করেন।

ওয়াইফাই পাওয়ার জন্য প্রয়োজনীয় ড্রাইভার কোথা হতে ডাউনলোড করা যায়? @শামীম

    @রাকিব খান নিশান:
    প্রিয় রাকিব

    আপনি লিনাক্সের ডেবিয়ান বেজড যে কোন ডিস্ট্রো (উবুন্টু/লিনাক্স মিন্ট/ঝোরিন ওএস/নপিক্স) তে ওয়াইফাই ডিভাইস ড্রাইভার লোড করার জন্য —
    ১। সিস্টেম >> এডমিনিস্ট্রেশন >> হার্ডওয়্যার ড্রাইভারস তে যান।
    ২। এখানে আপনার সবগুলো প্রয়োজনীয় হার্ডওয়্যারের ড্রাইভার লিস্ট দেখাবে।
    ৩। তারযুক্ত বা জিপিআরএস নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত থাকা অবস্থায় এখান থেকে আপনার প্রয়োজনীয় ড্রাইভারটিকে ইন্সটল করতে বলুন।
    ৪। ইন্টারনেট থেকে প্রয়োজনীয় ড্রাইভারটি ডালো ও ইন্সটল হয়ে যাবে।
    ৫। মেশিন রিবুট করে আসুন। দেখবেন যে আপনার ওয়াইফাই ডিভাইসের নির্দেশক বাতিটি ঠিকঠাক জ্বলছে এবং ডিভাইস কাজ করছে।

    ধন্যবাদ।

    রিং
    +8801671411437

    মহাসচিব
    ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

@ শামীম
শামীম ভাই আমি linux ubuntu নতুন user । সিস্টেম >> এডমিনিস্ট্রেশন >> হার্ডওয়্যার ড্রাইভারস আগুলো কিছুই পাচ্ছি না। সিস্টেম ও পাচ্ছি না। ড্রাইভার গুলো আগে windows থেকে download করে পরে install করা যায় না?

Level 0

boss amar computer win7 dewar por level one usb wifi divice connection pachcina ki korbo