প্রিয় টেকটিউনার্স, আমরা সবাই ক্যাড (CAD/CADD) শব্দটি শুনেছি। যার বিশ্লেষণ হলো Computer Aided Design and Drafting। বিশ্বজুড়ে CAD এর কাজের জন্য (বিশেষ করে ড্রাফটিং এর জন্য) অতুলনীয় সফ্টওয়্যার হচ্ছে অটোক্যাড (AutoCAD)। এছাড়াও মেকানিকাল এবং ইন্ডাষ্ট্রিয়াল প্রোডাক্ট এন্ড মেশিনারিজ ডিজাইন এবং সিমুলেশনের জন্য বহুল ব্যাবহৃত সফ্টওয়্যার হলো SolidWorks. আমাদের দেশে বহু বছর ধরে ইন্জিনিয়ারিং ফার্মগুলোতে অটোক্যাড ব্যাবহার হয়ে আসছে এবং যুগের হাওয়ায় সলিডওয়ার্ক্সের ব্যাবহারও বাড়ছে। এছাড়াও থ্রিডি স্টুডিও ম্যাক্স ও মায়া সহ সংশ্লিষ্ট আরও বহু বড় বড় সফ্টওয়্যার ব্যাবহৃত হচ্ছে আমাদের দেশেই।
আমি টেকটিউন্সের একজন ভক্ত ও নিয়মিত পাঠক। দীর্ঘ দিন ধরে টেকটিউন্স পড়ে যাচ্ছি আমি। আর একাডেমিক ব্যস্ততার কারণে কোন টিউন লেখা হয় নি। কাজের ফাঁকে ফাঁকে এখন আমি কিছু টিউন লিখতে প্রস্তুত। আমার সাম্প্রতিক কাজগুলো আমি আমার ওয়ার্ডপ্রেস ব্লগ - এ রেখেছি। আমার ইচ্ছা দিনে দিনে এসব দরকারি থ্রিডি ডিজাইন ও মডেলিং এর কিছু সফ্টওয়্যারের উপর টিউন করে টেকটিউন্স এ কিছু কন্ট্রিবিউট করা। এছাড়া অপারেটিং সিস্টেম সংক্রান্ত টিউন লেখার ইচ্ছাও আছে আমার।
আশা করি পাঠক আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করবেন। হ্যাপি টেকটিউনিং..............
আমার কাজের কিছু রেন্ডারিং
আমি যাযাবর সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Currently in professional field at Engineering Inspection Services of Bangladesh (EISB) Ltd. Passed Mechanical Engineering degree from Rajshahi University of Engineering and Technology (RUET) in 2011.
টেকটিউনসের প্রযুক্তি বলয়ে আপনাকে স্বাগতম। আপনার থ্রিডি মডেলিং এর কাজ গুলো খুবই মানসম্পন্ন। থ্রিডি মডেলিং নিয়ে আপনি চেইন টিউন শুরু করতে পারেন। চেইন টিউনের ২-৩ পর্ব হলে টেকটিউনস টিউন গুলো চেইনে অন্তর্ভুক্ত করে দেয়। টেকটিউনস কমিউনিটি আপনার কাছ থেকে বেশ ভাল ও কোয়ালিটি টিউন পাবে বলে আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে।