Google Android ব্যবহার করুন পিসি তে! (উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স)

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %281sssd%29

অনেক দিন থেকেই আমার ইচ্ছা ছিল বাংলাই ব্লগিং করব। এতদিন ইংলিশ এ ব্লগ চালিয়ে আসলেও বাংলা ব্লগিং করতে পারছিলাম না মূলত আমার সাইট এ বাংলাদেশি ভিসিটর এর অভাবে। কিছুদিন আগে ঠিক করলাম বাংলাই লিখব এবং এমন জায়গায় লিখব যেখানে অনেকেই পরতে আসে। এই কারনেই মূলত টেকটিউনস এ আসা। যায় হোক, আত্মকথন বাদ দিয়ে এখন মুল প্রসঙ্গে আসি। আমার প্রথম বাংলা পোস্ট হিসেবে আমি আমার ব্লগ এর সবচেয়ে Popular আর্টিকেল টি গ্রহন করলাম। আর তা হল "কিভাবে একটি Android মোবাইল ছাড়া পিসি তে Android ব্যবহার করা যায়"। এখানে আমি "উইন্ডোজ ৭" কে OS  Platform হিসেবে ব্যবহার করেছি। একই পদ্ধতি "উইন্ডোজ এক্সপি", "ভিস্তা", "অ্যাপেল ম্যাক" এবং "লিনাক্স" এর ক্ষেত্রেও প্রযোজ্য। ইংলিশ এ মূল Tutorial টি পাবেন এখানে।

Google Android বর্তমানে সবচেয়ে আলোচিত মোবাইল অপারেটিং সিস্টেম। আপনি যদি Android কেনার আগে একবার Try করতে চান অথবা যদি Android না কিনেই এর স্বাদ নিতে চান তবে আপনার জন্য এই Tutorial

প্রথমেই জেনে নিই কি কি লাগবে :

পূর্বপ্রস্তুতি

প্রথমে Java Development Kit (JDK) ডাউনলোড করে তা ইন্সটল করুন।

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %288%29s

তারপর Android Emulator টি ডাউনলোড করে ইন্সটল করুন।

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %289%29s

নোট: While installing, it might prompt that JDK not found (Even if you have installed it.) Don’t be panic. If you have already installed it, then just click back from the install wizard and again click next. This time it will find the JDK. Sounds silly huh? But it works this way for me.

ইন্সটল করার পর SDK Manager.exe ফাইলটি Installation Folder থেকে চালু করুন। এইসময় অবশ্যই ইন্টারনেট চালু থাকতে হবে। প্রোগ্রামটি Google’s servers থেকে available package গুল চেক করবে।

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %284%29

Process টি শেষ হলে আপনি কিছু Downloadable ফাইল দেখতে পাবেন। এখান থেকে পছন্দমতো ডাউনলোড করুন। আমি এই Tutorial এ “Android SDK Tools, revision 11”, “Android SDK Platform-tools, revision 5”, “SDK Platform Android 2.2, API8, revision 2” and “Samples for SDK API19, revision 1” ব্যবহার করেছি।

ফাইল গুল ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পরবর্তী অনুচ্ছেদ যান।

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %287%29

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %286%29

কার্যপদ্ধতি

এরপর Virtual Devices > New এ যান।

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %288%29

উপরের ছবি দেখে সেট করুন।

The program may appear to freeze while it is creating the AVD, so just wait until you see the confirmation window.

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %289%29

আপনার Android এখন প্রস্তুত। চালু করতে আপনার Virtual Android সিলেক্ট করে ডানপ্রান্ত থেকে “Start on” এ ক্লিক করুন। You can choose to scale the display if you’ve chosen a larger screen size than your monitor will fit, and then select Launch

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %2810%29s

Android এখন আপনার এমুলেটর মধ্যে লোড হবে. কয়েকটি কমান্ড প্রম্পট উইন্ডো ওপেন হবে তারপর আপনি এমুলেটর নিজেই দেখতে পাবেন। উল্লেখ্য, ডিফল্টরূপে, বড় পর্দার মাপ emulated ডিভাইসের ডান দিকে keypad এবং ভার্চুয়াল বাটন প্রদর্শন করবে. Android এর জন্য বিশেষত আপনার প্রথম চালনার, লোড কয়েক মিনিট ব্যয় হতে পারে. একটা সময় পরে, বুট স্ক্রিন একটি অ্যানড্রইড বুট অ্যানিমেশন থেকে চালু হবে।

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %2810%29

অবশেষে, আপনি আপনার নতুন অ্যানড্রইড হোম স্ক্রিন দেখতে পাবেন!

দেখে নিন কিছু Screenshot।

How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %2811%29How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %2813%29How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %2814%29How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %2815%29How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %2816%29How To Use Android Emulator  You Don%E2%80%99t Need An Android Phone To Rock%21 %2817%29

সমাপ্তি

আশা করি আর্টিকেল টি আপনার উপকারে আসবে। বাংলা ব্লগিং এ নতুন হওয়াই কিছু ভুল হওয়া স্বাভাবিক (আশা করব আপনারা তা ক্ষমার চোখে দেখবেন। আর একটি কথা, ভাল/খারাপ লাগলে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি কোন নিয়ম ভেঙে থাকি তবে MOD Panel এর কাছে দুঃখ প্রকাশ করছি।

সোর্স

How To Run Android in PC : You Don’t Need An Android Phone To Rock! » abcTrick

Level New

আমি রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজেকে মাঝে মাঝে অপরাধী মনে হয়। যে ভাষার জন্য এত রক্তক্ষরণ টা বাদ দিয়ে আমি কিনা বিজাতীয় ইংরেজি ভাষায় ব্লগিং করছি! ছিঃ! টেকটিউনস কে ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা কম্প্টিারে চলবে?

তো কি ভাবে নেট পাবে?

পোস্ট স্টিকি করা হউক

অপ্রাসঙ্গিক লিঙ্ক দেয়ার জন্যে তা মুছে দেয়া হলো এবং টিউমেন্টার তথা কমেন্টারকে ওয়ার্নিং দেয়া হল। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কমেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। – মডারেটর

    @reaz.theprince: অপ্রাসঙ্গিক লিঙ্ক দেয়ার জন্যে তা মুছে দেয়া হলো এবং টিউমেন্টার তথা কমেন্টারকে ওয়ার্নিং দেয়া হল। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কমেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। – মডারেটর
    মডু, একটা বিষয় নজরে আনার জন্য কমেন্টটা করলাম ।

    টেকটিউন্স হল এমন একটি জনপ্রিয় প্ল্যাটফরম যেখানে আপনি যদি কোন মন্তব্যের জন্য ঝাড়ি খান, পরেরদিন রাস্তায় দেখা হলে বন্ধু পর্যন্ত বলবে, “দোস্ত ঐ কমেন্ট ক্যান করতে গেলি? কি একখান ঝাড়ি খাইলি ! ব্যাপক বিনোদন পাইলাম ! ”

    আপনার সতর্ক কমেন্ট দেখে বোঝার উপায় নেই যে, কে লিঙ্ক দিয়ে স্পামিং করছে । যেহেতু উপরের কমেন্ট মিনহাজুল হক শাওনের, মনে হচ্ছে সেই বুঝি স্পামিং করছে ! ওকে জিজ্ঞেস করে জেনে নিলাম যে, স্পামিং অন্য কেউ করেছে ।

    তাই অনুরোধ, যাকে সতর্ক করছেন আপনি অবশ্যই তার নাম উল্লেখ করবেন। না হলে অযথা অন্য কারো উপর নজর এর আগের কমেন্টকারী উপর গিয়ে পড়ে।

      এবার মনে হয় mistake আমি করলাম !
      উ ! তারমানে reaz.theprince কে তাহলে সতর্ক করা হয়েছে !
      সরি । বুঝবার পারি নাইক্কা।
      রিয়াদ ভাই, আমার এই কমেন্ট এবং আগের কমেন্ট ২ টা ডিলিট করেন তো !

      @মাসপি likes Mandriva, A linux based OS: ব্যাফুক বিনুদুন। ডোন্ট মাইন্ড, হাসি থামাইতে পারতেসিনা। এগেইন ডোন্ট মাইন্ড ভাইজান 🙂

Level 0

জটিল জিনিস,

vaai xp te ki hobeeee????

    @pavel-dinajpure: হ্যাঁ, আপনি উইন্ডোজ এক্সপি তেও একই পদ্ধতি অনুসরন করলে পারবেন

Ami samsung galaxy pop(android 2.2) use kori but amar phone a bangla font nai/bangla dakte pari na.R bangla likte pari na.Ei phone a ke bangla font instal kora jabe?Bangla lekar kono upai ase?If u help i will be very happy………………….

আমি বলতে চাইছি পিসিতে চালাবতো কিন্ত এটা চালাব কি কাজে। আপনার ছবি গলো দেখে কল করা এসএমএস করা জাই?

    @আব্দুর রব: এটি একটি “Emulator” মাত্র, Like Demo. You can use internet, play games, capture image (using webcam), try apk apps, check mail……….কিন্তু Call/SMS সম্ভব না।

স্টিকী হোক

    @নীলদাঁত: ধন্যবাদ অনুপ্রেরনা দেওয়ার জন্য। প্রথম বাংলা ব্লগিং হিসেবে যা রেসপন্স পেলাম তাতে আমি আসলেই খুব খুশি।

টিউনের জন্য ধন্যবাদ। আমি অ্যানড্রয়েড iso ডাউনলোড করে সেটা দিয়ে লাইভ ইউএসবি বানিয়ে চালিয়েছি। এতে করে অন্য কোনো ওএস এর উপর নির্ভরশীল হতে হয় না। অ্যানড্রয়েড তো নিজেই একটা ওএস।

এখানে গেলে অ্যান্ড্রয়েড ডাউনলোড করতে পারবেন:
http://code.google.com/p/android-x86/downloads/list?q=label:android-x86

লাইভ সিডি বা ইউএসবি বানানো না জানলে এই পোস্ট দেখতে পারেন:
https://www.techtunes.io/tutorial/tune-id/85169/

    @শামীম: Ami motamuti 5-6 vabe android bebohar er cesta korche (including this) abong tader majhe ai podhoti e sobcyte easy and ‘Featured’.

      @রিয়াদ:
      যখন ইমুলেটরে আরেক ওএস এর ভেতরে এই ওএস চালানো হয় তখন কী কী ফীচার বেশি পাওয়া যায়?

      লাইভ ইউএসবি থেকে স্ট্যান্ড অ্যালোন ওএস হিসেবে চালানোর সময়ে গেম খেলতে পেরেছি, ক্যামেরা = ওয়েবক্যাম চালু করতে পেরেছিলাম, নেট ব্রাউজ করেছি। তবে ক্যামেরা দিয়ে ভিডিও দেখাচ্ছিলো কিন্তু ছবি তুলেনি, কারণ মেসেজ দিচ্ছিলো এসডি কার্ড দিতে হবে। এছাড়া এটা থেকে কম্পিউটারের হার্ডডিস্কও অ্যাকসেস করতে পারিনি।

    @শামীম: হুম আমিও এটা করেছি!

খুব ভালো। প্রথম টিউনে খুব কম টিউনার ই হিট হয়। কিন্তু আপনি হলেন তবে সেটা টিউনের গুনে। আশা করি নেক্সটে আরো ক্রিয়েটিভিটি মূলক টিউন পাবো আপনার কাছ থেকে। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা। চালিয়ে যান নিয়মিত। ভালো থাকবেন। 🙂

Level 0

boss , set up dite pari na to

    @rahman: কি সমস্যা তা যদি একটু বিস্তারিত বলতেন তাহলে হয়ত সাহায্য করতে পারতাম

@শামীম: এই ক্ষেত্রে কিছুটা ভিন্ন কারন iso ফাইল টা Third-Party ডেভেলপার এর, একই সাথে এটি “Out Of Date”
“# Getting android-x86 source code – by Chih-Wei Huang (cwhuang) 2009/07/10-2009/08/19

WARNING: This page is a little out of date. Please see this document for more updated information.
Introduction

This page has (hopefully) the latest information about how to build Android for x86 platforms like Eee PC. The built images runs well on a real hardware as well as virtual machines (qemu or virtual box).

Now it is very easy to compile Android for x86 platform from our git repositories. You need not to apply any patch. Just follow the below instructions. ”

আর এই Emulator টি Android এর Official Product ফলে এতে অনেক সুযোগ-সুবিধা আছে।
iso ফাইল টি Android 1.6 এ চালিত, কিন্তু Emulator এ Android 1.6, 2.2, 2.3, 3.0, 3.1, 3.2 সব Downloadable অপশন আছে। আরও আছে Samsung Galaxy Tab সহ বেশ কিছু Package.

নিজেই চেষ্টা করে দেখেন।

Level 0

আপনি যেভাবে দেখিয়েছেন সব সেভাবেই করলাম কিন্তু স্টার্ট হচ্ছেনা
কি করব !

    @kalpuruss: যদি একটি Screenshot দিতেন তবে ভাল হয়। কোন স্টেপ এ প্রবলেম হচ্ছে?

    @Drockk: এটি Emulator এর Official Bug। সম্ভবত হার্ড-ডিস্ক এ স্পেস কম থাকলে এই প্রবলেম হয়। আপনি Emulator টির Installation Folder পরিবর্তন করলে প্রবলেম টা দূর হয়ে যাবে।
    ডিফল্ট ফোল্ডার : C:\Program Files\Android\android-sdk
    Change this to C:\PROGRA~1\Android\android-sdk or C:\android-sdk during installation.

Level 0

vai amar C Drive a free Space ase 15.2 GB
Ar ami Windows 7 64-bit use kori
pls help bro…….

    @Drockk: Android Emulator ইন্সটল করুন C:\android-sdk লোকেশান এ। আশা করি কাজ হবে।

Level 0

WOW !!!!!! AWESOME….bro
Now working………. Thankssssssssssssssssssss

Level 0

vai hoy na 🙁 Java Development Kit (JDK) te click korle Java SE 7,Java SE 6 Update 27 ase….ami Java SE 6 Update 27 ta download dye install diyeci…Android Emulator download kore install dilam but
””Process টি শেষ হলে আপনি কিছু Downloadable ফাইল দেখতে পাবেন। এখান থেকে পছন্দমতো ডাউনলোড করুন। আমি এই Tutorial এ “Android SDK Tools, revision 11”, “Android SDK Platform-tools, revision 5”, “SDK Platform Android 2.2, API8, revision 2” and “Samples for SDK API19, revision 1” ব্যবহার করেছি।”’
ai gula nai Java SE 6 Update 27 a….. akhane onek gula link ace ami accpt all dye download hote dilam 4/5hr hoye galo akhono download e sesh hoy na 🙁 ki korbo janan 🙁

Level 0

bro SDK Manager.exe run koriye install package a ** android SDk Tools,revision 12,,,,
Android SDk platform-tools,revision 6,,,,SDK platformandroid 2.2,API 8,revision 3,,,,
samples for SDK API 13 ,revision 1,,,samples for SDK API 17 ,revision 1 install kore virtual devices ar new te click korle size 512 MiB dai but niche skin :built in ar faka jayga te click korle
default option ta ase na ken 🙁

Level 0

tnks vi

    @sagar: উপকৃত হয়ছেন জেনে খুশি হলাম

Level 0

hoyece 🙂 🙂 android application gula download korte gale ki id creat korte hobe vai ??????????

    @amaraami: Apni Android Market theke sorasori kichu download korte parben na. Ami kichu file edit kore Android Market enable korechi. Podhoti ti jotil bole akhane dekhalam na. Asa kori vhobissote onno kono article e………

Vai ,
onek din holo use korsi but net Configure korte pari nai…
brodband use kori..
bolte parben ki kivabe configure korbo?

    @আমি বাংগালি: এটি নিজে থেকেই ইন্টারনেট সেটিংস্‌ Detect করবে। আমি Qubee ব্যবহার করি আর Emulator নিজে নিজেই Wi-Fi সেটিংস্‌ ঠিক করে নিয়েছে

Level 0

lunch ক্লিক করলে এই মেসেজ দেখায়!
———————–
invalid command-line parameter: Files\Android\android-sdk\tools/emulator-arm.exe.
Hint: use ‘@foo’ to launch a virtual device named ‘foo’.
please use -help for more information
———————-

    @arifbd2015: এটি Emulator এর Official Bug। সম্ভবত হার্ড-ডিস্ক এ স্পেস কম থাকলে এই প্রবলেম হয়। আপনি Emulator টির Installation Folder পরিবর্তন করলে প্রবলেম টা দূর হয়ে যাবে।
    ডিফল্ট ফোল্ডার : C:\Program Files\Android\android-sdk
    Change this to C:\PROGRA~1\Android\android-sdk or C:\android-sdk during installation.

    আগের কমেন্ট গুলো তেই এই প্রবলেম Solve করা হয়েছে

Level 0

Valo laglo

Level 0

vai help koren…….jdk ar new version ashese….so jdk ar right link ta den jate ak click kore aikhan thake download korte pari………..plz plz plz…..mane jdk ar jta download korte hobe oi link ta aikhane den…….

Level 0

আমি এই জিনিস উবুন্টু লিনাক্সে oracle ভার্চুয়াল বক্সে ইন্সটল করে চালিয়েছি ।নেটেও কানেক্ট করেছে vbox lan port দিয়ে। কিন্তু এই জিনিস মোবাইলের জন্যই ভালো, পিসির জন্য নয়।

Level 0

অনেক ভালো হয়েছে

RYAD vai,apner post e je link provide koren tate click korle,apni ki earn korte paren?jodi paren tobe seta kivabe?!plz,amk janan…eagerly waiting for ur reply! 🙂