প্রযুক্তির কল্যানে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন অভিজ্ঞতার স্মরনাপন্ন হচ্ছি। ক্লাউড সিস্টেমের কথা হয়ত অনেকেই শুনেছেন যেখানে আলাদা নিজের পিসি বলতে কিছু থাকবে না। অনলাইনেই নিজের পিসির মতো সব কিছু করা যাবে! আমার মনে হয় ওয়েবওয়্যার নামের অনলাইন এপসগুলো সে পথেই হাটছে।
আমার আজকের টিউনের বিষয় হলো ওয়েবওয়্যার। এক কথায় ওয়েবওয়্যার বলতে সফটওয়্যারের বিকল্প। অর্থাৎ সফটওয়্যরের কাজগুলো অনলাইনের মাধ্যমে করার সিস্টেমই হলো ওয়েবওয়্যার। Aviary নামের চমৎকার এই সাথে অনেকগুলো কাজ চালাতে পারবেন।
সিম্পলি ছবি এডিট করার জন্য এই টুলসটা ব্যবহার করতে পারেন। অনেকটা প্রোফেশনালদের জন্য তৈরি।
বিস্তারিত বুঝতে টিউটোরিয়াল দেখুন এখানে।
Visual Laboratory আদর করে যাকে ডাকা হয়! বিভিন্ন মজার ইফেক্ট দিতে পারবেন এখানে। বিস্তারিত জানতে দেখতে পারেন এখানে।
মিউজিকের প্রতি যাদের আগ্রহ তাদের আশা পূরণ করতে পারে এটি। পিয়ানো, গিটার বা ড্রাম সহ অনেক ইন্সট্রুমেন্টের সুবিধা পাবেন। বিস্তারিত জানুন এখানে।
অনেকেই অনুরোধ করেছেন অডিও এডিটর নিয়ে টিউন করতে। তাদের জন্য কাজে দিবে এটি। অডিও ক্লিপে বিভিন্ন ইফেক্ট বা রিমেক্স করতে এর জুড়ি নেই। বিস্তারিত জানুন এখানে।
সত্যি বলতে কি সবগুলো টুলস নিয়ে লিখতে গেলে সিরিজ লিখা যাবে। তাই নিজেরাই প্রয়োজন মতো সবগুলো দেখে নিন।
আশা করি আপনাদের কাজে লেগেছে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
ধন্যবাদ।