প্রথমেই বলি এই বিষয় নিয়ে টিউন পূর্বে হযেছে কিনা জানিনা, হযে থাকলেও যারা জানেন না ,তাদের জন্য করছি!
পূর্বে একসময় বিজয় কিবোর্ড ,software দিয়ে বাংলা লেখা জনপ্রিয়তা পেয়েছিল , কিন্তু কিছু মানুষের বিজয় দেখলে জর আসতো,লেখা তো দুরে থাক 🙂 !পরবর্তিতে অভ্র আসার পর অনেকেই হাপ ছেড়ে বাচলো , বাংলা লেখা আরো সহজ হলো এবং এখনো সেটাই চলছে ....... তবুও অভ্র দেখে পেট খারাপ হইসে এমন মানুষ কম না 😀 !! আসলে আমরা সবসময়ে সবচেয়ে সহজ পদ্ধতি পছন্দ করি, আমার মনে হয় google transliteration চেয়ে সহজ আপনি পাবেন না !! আমি বিতর্কে যেতে চাইনা....তাই মূল টিউন এ চলে গেলাম 😀
আসলে মূল টিউন বলে কিছু নাই জিনিসটা অনেক সোজা , প্রথমে এই site এ যান
http://www.google.com/transliterate/
উপরের বাম দিকের কোনায় ভাষা change করে bengali select করুন.........কাজ শেষ ....
এইবার বাংলা লিখুন ......কেমনে ?
আরে ভাই যেমনে facebook এ লিখেন 😀 ! প্রেম কে লিখেন 'prem ' , বন্ধু কে লিখেন 'bondhu' একই ভাবে ....প্রত্যেক টা শব্দ লিখে space button দাবান দেখবেন বাংলা চলে এসেছে ! যদি আপনার কাঙ্খিত শব্দ না আসে তাহলে back space button চাপেন /ওই শব্দ টা মার্ক করে mouse এর লেফট button চাপেন , দেখবেন অনেকগুলো শব্দ এসেছে সেখান থাকে select করুন ,তবুও না আসলে উপরের insert unicode characters এ যান ...সেখান থেকে বর্ণ সিলেক্ট করে লিখুন ৷
ধরুন ,আমি টিউন শব্দ টা বাংলায় লিখব তাহলে -আমি লিখলাম "tune " কিন্তু আসলো "তুনে "......হে হে কি করবেন ?! আরে ভাই সহজ হিসাব ...... 'tiun' লিখুন দেখবেন "টিউন" চলে আসছে ....
স্ক্রীন শট মারলাম ..... 😀
(ধুর !!৪০ মিনিট চেষ্টা করেও ফটো দিতে পারলাম না 🙁 ......YOUTUBE এ ACCOUNT খুলে ভিডিও টা দিলাম ....আশা করি বুঝবেন )
যাই হোক আশা করি এবার আপনিও পারবেন বাংলা লিখতে আর , যদি না পারেন সমস্যা নাই কেননা কোথায় আছে -পারলে ভালো না পারলে আরো ভাল !..... (দুঃখিত....একটু মজা করলাম )মানে আস্তে অস্তে পারবেন . এতে হয়ত কিছু সীমাবদ্ধতা থাকতে পারে তবু আমার মিনে হয় আপনি মজা পাবে এই পদ্ধতিতে লিখে৷
আরো ভিন্ন ধর্মী কিছু পেতে চাইলে সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায়…..খোদা হাফেজ ৷
আমি নাহিদ রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 334 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুনেছি সপ্ন যত বড় হয় তা তত তাড়াতাড়ি নাকি ভেঙ্গে যায় .....বোধহয় তাই !!তবুও আমি থেমে থাকি নি .....হোচট খেতে খেতে শিখেছি ,জীবন অনেক কঠিন ....এখানে আবেগের কোনো মুল্য নেই....এখনে প্রতিটা মানুষ তার নিজেকেই সবচেয়ে ভালোবাসে .....!! ............তাই আমি চেষ্টা করছি একটু ভিন্ন হতে ,আর এ জন্য কেউ বলে পাগল...
এই ছোট টিউন টি করতে সময় লেগেছে প্রায় ৩ ঘন্টা ….লিখতে২০ মিনিট ….ফটো আপলোডের চেষ্টায় প্রায় ৫০ মিনিট …..YOUTUBE ACCOUNT খুলতে ২০ মিনিট ……ভিডিও আপলোড করতে ১ ঘন্টা (২০ মিনিটের লোডশেডিং সহ ) এডিটিং এ প্রায় ৩০ মিনিট