কপি প্রটেক্ট, ডিজিটাল সিস্টেমে সংরক্ষিত রাখুন সকল ফাইল…

আজকে আমি আপনাদের জন্য জটিল একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সফটওয়্যারটির নাম "কপি প্রটেক্ট" সফটওয়্যার টির কাজ হচ্ছে যেকোনো ফাইলকে কপি প্রটেক্ট করা। মনে করুন আপনার একটা প্রিয় গান আপনি খুব সখ করে সবার আগেই ডাউনলোড করে ফেলেছেন এবং এই গানটি বর্তমানে শুধু আপনার কাছেই আছে আপনি চান না যে আপনার এই গানটি আপনার কম্পিউটার থেকে বা মেমরি কার্ড থেকে কেউ যাতে নিয়ে নিতে পারে। কিন্তু এটা কি সম্ভব? হ্যাঁ অবশ্যয় সম্ভব! সেই সফটওয়্যার নিয়েই আজকের এই পোস্ট।

সফটওয়্যার ইন্সটল পদ্ধতিঃ

প্রথমে প্রথমে এই লিঙ্ক থেকে সফটওয়্যার টি ট্রায়াল ভার্সন ডাউনলোড করে ওপেন করুন এবং নরমাল সফটওয়্যার এর মত ইন্সটল করুন ও নিচের ছবিগুলো অনুসরণ করুন।

ইন্সটল এর সব শেষের ধাপে দুইটি টিক দেয়ার জায়গা আসবে সেই টিক গুলো উঠিয়ে দিন। নিচের ছবিতে খেয়াল করুন।

এবার সফটওয়্যার টি ওপেন করলে লাইসেন্স চাইবে। কোথায় পাবেন সেই লাইসেন্স? এই সফটওয়্যারটির দাম প্রায় ৫ হাজার ৩ শত ৩১ টাকা (৬৯.৯৫ ডলার) তাই ভাবছেন কি করা যায়। আরে ধুর! চিন্তা ছাড়েন আমি আপনাদের কে দিয়ে দিচ্ছি একদম ফ্রি! টাকা পয়সার চিন্তা নাই। ফ্রি ব্যবহার করার জন্য এই লিঙ্ক হতে লাইসেন্স ডাউনলোড করে ফেলুন। সফলভাবে ডাউনলোড হলে ফাইলটি তে একবার ডবল ক্লিক করুন এবার নিচের ছবির মত একটা ম্যাসেজ বক্স আসলেই মনে করবেন আপনার সফটওয়্যার টি ফুল ভার্সন হয়ে গেছে।

যেভাবে ব্যবহার করবেনঃ

সফটওয়্যারটি ব্যবহার করা অনেক সহজ যে কেও ব্যবহার করতে পারবে তারপরেও আপনার জন্য ছোট করে কিছু উদাহারন স্বরূপ কিছু বিস্তারিত লিখলাম।

সফটওয়্যার টি ওপেন করলে নিচের ছবির মত আসবে। এখানে কিছু ফাইল এক্সটেনশন দেয়া আছে এই ফাইলগুলো এই সফটওয়্যার দ্বারা "কপি প্রটেক্ট" করা সম্ভব। তাই এক্সটেনশন গুলো মনে রেখে "Start" বাটনে ক্লিক করুন।

এখন নিচের ছবির মত আসলে সেখান আপনার প্রয়োজনীয় ফাইলগুলো যুক্ত করুন। ছবির নিচের লেখাগুলো পুড়ুন।

০১) ফাইল যুক্ত করার জন্য এখানে ৩ ধরনের পদ্ধতি আছে আপনি যেকোনোটি ব্যবহার করতে পারেন।

  • যদি Add File নির্বাচন করেন তাহলে আপনার পছন্দ মত বেছে বেছে ফাইলগুলো যুক্ত করতে পারবেন।
  • যদি Add Folder নির্বাচন করেন তাহলে যেকোনো নির্দিস্ট একটি ফোল্ডার কে নির্বাচন করে লিস্টে যুক্ত করতে পারবেন।
  • যদি Add Drive নির্বাচন করে তাহলে যেকোনো ড্রাইভ (সিডি/ডিভিডি বা হার্ড ড্রাইভ) কে নির্বাচন নির্বাচন করে লিস্টে যুক্ত করতে পারবেন।
০২) আপনার নির্বাচিত ফাইলগুলোর এখানে লিস্ট আকারে দেখাবে।
০৩) আপনার ফাইলগুলো সফল ভাবে যুক্ত করা হলে "Next>" বাটনে ক্লিক করুন।
এবার নিচের ছবির মত আসবে এবং এখানে (যদি আপনি চান) কিছু কনফিগার করতে হবে।
০১) এখানে আপনার ফাইলের ভালমন্দ আপনি ফাইলকে কি কি ভাবে কনভার্ট করবেন এই ধরনের কিছু কনফিগার করতে পারবেন।
০২) কনফিগার করা শেষ হলে "Next>" বাটনে ক্লিক করুন।
এবার নিচের ছবির মত আসবে এখানে আপনাকে সিডি/ডিভিডি বা বহনযোগ্য ডিস্ক নির্বাচন করতে হবে।
০১) এখানে আপনি যে ড্রাইভ বা সিডি/ডিভিডি তে কপি করবেন সেটা নির্বাচন করুন।
এখানে আপনি সিডি/ডিভিডি তে রাইট করতেও পারবেন এই জন্য আপনাকে একটি ব্ল্যাংক সিডি/ডিভিডি আপনার সিডি/ডিভিডি রোমে প্রবেশ করাতে হবে।
০২) ড্রাইভ নির্বাচন করা হয়ে গেলে "Next>" বাটনে ক্লিক করুন।

এবার সফটওয়্যার টি তার তামাশা শুরু করে দেবে।

তামাশা শেষ হলে "Finished>" বাটনে ক্লিক করে সফটওয়্যার টি বন্ধ করে দিন।
এবার আপনি যে ড্রাইভ এ ফাইলগুলোকে ট্রান্সফার করার জন্য এতক্ষণ তামাশা করলেন সেই ড্রাইভ টি ওপেন করুন দেখুন নিচের ছবির মত হিজিবিজি কয়েক ধরণের ফাইল এসে উপস্থিত হয়ে গেছে।
এখানে আপনার আপনার পরিচিত নামের ফাইল টি ওপেন করুন। যেমনঃ আমি Aaja Priya (Sunidhi Chaulan) টি নিয়ে তামাশা করেছি, তাই সেই নামের ফালটি ওপেন করলাম। দেখুন জটিল একটা আন-কমন প্লেয়ার সামনে এসে হাজির যেটি আমি কোনদিন দেখি নাই। আর গান বাজছে ডিজিটাল সাউন্ডে, তাই মজাই আলাদা।
এখন কেউ যদি আপনার এই ফাইলগুলো তার কম্পিউটারে কপি করে তাহলে তাই চৌদ্দ গুষ্ঠি এসে সেই ফাইল চালাতে পারবে না। এই সফটওয়্যার কাজই হচ্ছে এটা। কেউ যদি আপনার ফাইলগুলো কপি করে থাকে এবং ওপেন করার চেষ্টা করে তাহলে নিচের ছবির মত ম্যাসেজ বক্সটি প্রদর্সিত হবে।
এবার আপনারাই ভাবুন কার এটা কাজে লাগবে আর কার লাগবে না। যদি আপনাদের কাছে সফটওয়্যার টি প্রয়োজনীয় হয় তাহলে আমার পোস্ট সার্থক!
টিউটোরিয়াল সূত্রঃ http://bdrong.com/?p=1580

ধন্যবাদ সবাইকে পড়ার জন্য।

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার কিছু ছবি বাঁচানোর দারুন উপায়। ধন্যবাদ। ধরেন আমি কোনদিন এই সফটওয়্যার হারিয়ে ফেললাম, তখন কি কোনভাবেই সম্ভব না সেই ছবিগুলা রান করা?

    কোন সমস্যা হবে না। কারনঃ আপনার সংরক্ষিত ফাইল গুলো একটি আপ্লিকেশন এ পরিণত হয়ে যাবে। তবে অন্যত্রে কপি করলে সেটাকে ওপেন করা অসম্ভব

সিরিয়াল কীর লিঙ্ক কোথায়…

সিরিয়াল 🙁

এই সফট এর মিডিয়া আগুন লিঙ্কঃ http://www.mediafire.com/?cxvax9cn4ot1ahp
ইন্সটল করে launch করবেন না । licence ফোল্ডার হতে application ক্লিক করে অ্যাক্টিভ করুন তারপর launch করবেন ডেক্সটপ শর্টকাট থেকে।

    আমার দেয়া লিঙ্ক ডাইরেক্ট তাই মিডিয়া আগুনের প্রয়োজন নাই 🙂

ভাই, রাগ করিয়েন না আমি যখন ডাউনলোড করতে আসি তখন লিঙ্ক পায়নি , তাই গুগল মামা কে খুজে দিতে বললে সে এই লিঙ্ক দেয় তাই আমি এখানে দিলাম ।

    নাহ! ভাই রাগ করবো কেন? কিজে বলেন ভাই আপনার শেয়ার করায় অবশ্যয় অন্যের উপকার হয় তাই শেয়ার করার জন্য আপনাকে স্বাগতম।.

আমি অনেক দিন ধরে একটা সফটওয়্যার এর ফুল ভার্সন খুজছি, কিন্তু এখন পাইনে যদি কেউ পান তাহলে একটু শেয়ার করিয়েন। সফটওয়্যারটি হলঃ cyberlink photo director 2011
সফটওয়্যারটার কিছু স্ক্রীন শট গুগল মামার কাছে দেখে আমার চরম লেগেছি আর সফটওয়্যারটা অনেক কাজের মনে হয়েছে বিভিন্ন review দেখে ও পড়ে, আর কেউ যদি পারেন সফটওয়্যারটি নিয়ে একাটা পোস্ট দিয়েন আমার মনে হয় সবার সফটওয়্যারটি কাজে আশার মত। কেনোনা এর ছবি এডিটিং এর FEATURE গুল অনেক সহজ আর ইউজার Friendly.

    amar kache ata ache …… lagbe apnar?

      উনার প্রয়োজন তার কারণেই তো এখানে মন্তব্য করেছেন। তাই দেরি না করে পোস্ট করুন বা এখানে শেয়ার করুন।

এই জাতীয় ফ্রি কোন সফট আছে? না থাকলে সমস্যা নাই,
ভাল পোস্ট আমার কাজে লাগবে।

Level 0

nice & organised tune

অনেক ধন্যবাদ এমন একটি জিনিষ দরকার ছিল।

ভাই আমি ৩ বছর ধরে খুজছি পাইনাই আপনি আমার কস্ত টা দূর করলেন ! এই জন্য আপনার ছরন ধুলি আমার মাথাই নিলাম 😛

    এটা কি করছেন ভাই আমার চরন ধুলই মাথায় নেয়ার কোন প্রজন নাই! 😀

    আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

র ভাই আমি যদি মনে করি Protect করা ফাইল Protect রিমুভ করে আবার আগের মত রাখব তখন কি করব প্লস জানান 🙂

এই মুহুর্তে এটা আমার অজানা, তবে যতটুকু জানি এটা আন-প্রটেক্ট করা সম্ভব নয়। সফটওয়্যার টি শুধু পোর্টেবল ড্রাইভ এর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

আমিনুল আসলেই আপনারা বস টিউনার। আমি লিখলে টিউনটা এত ভালো হত না, 🙂 যা আপনি লিখাতে অসাধারণ লাগছে। আপাতত ব্যাবহার করবো না, লিংক টা রেখে দিলাম কোন দিন কাজে লেগে যাবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আহ! আমি আবার "বস টিউনার" হইলাম কবে? হা হা

    আপনাকেও ধন্যবাদ।

ফাটাফাটি টিউন করেছেন আমিন ভাই ! আমাকে কি চিনেছেন? চেনার কথা কিন্তু !

    আপনাকেও ফাটাফাটি ধন্যবাদ!

    না আমি আপনাকে চিনতে পারলাম না যদিও মনে একটু সন্দেহ হচ্ছে আপনি কে তারপরেও…

memori card a dile mobile a gan colena keno ?

    কারন এটা আপ্লিকেশন এ পরিণত হয় সেই কারণেই এটা মোবাইল এ চালানো সম্ভব নয়!

ta hole aita amar kono kaje asbe na.