আজকে আমি আপনাদের জন্য জটিল একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সফটওয়্যারটির নাম "কপি প্রটেক্ট" সফটওয়্যার টির কাজ হচ্ছে যেকোনো ফাইলকে কপি প্রটেক্ট করা। মনে করুন আপনার একটা প্রিয় গান আপনি খুব সখ করে সবার আগেই ডাউনলোড করে ফেলেছেন এবং এই গানটি বর্তমানে শুধু আপনার কাছেই আছে আপনি চান না যে আপনার এই গানটি আপনার কম্পিউটার থেকে বা মেমরি কার্ড থেকে কেউ যাতে নিয়ে নিতে পারে। কিন্তু এটা কি সম্ভব? হ্যাঁ অবশ্যয় সম্ভব! সেই সফটওয়্যার নিয়েই আজকের এই পোস্ট।
প্রথমে প্রথমে এই লিঙ্ক থেকে সফটওয়্যার টি ট্রায়াল ভার্সন ডাউনলোড করে ওপেন করুন এবং নরমাল সফটওয়্যার এর মত ইন্সটল করুন ও নিচের ছবিগুলো অনুসরণ করুন।
ইন্সটল এর সব শেষের ধাপে দুইটি টিক দেয়ার জায়গা আসবে সেই টিক গুলো উঠিয়ে দিন। নিচের ছবিতে খেয়াল করুন।
এবার সফটওয়্যার টি ওপেন করলে লাইসেন্স চাইবে। কোথায় পাবেন সেই লাইসেন্স? এই সফটওয়্যারটির দাম প্রায় ৫ হাজার ৩ শত ৩১ টাকা (৬৯.৯৫ ডলার) তাই ভাবছেন কি করা যায়। আরে ধুর! চিন্তা ছাড়েন আমি আপনাদের কে দিয়ে দিচ্ছি একদম ফ্রি! টাকা পয়সার চিন্তা নাই। ফ্রি ব্যবহার করার জন্য এই লিঙ্ক হতে লাইসেন্স ডাউনলোড করে ফেলুন। সফলভাবে ডাউনলোড হলে ফাইলটি তে একবার ডবল ক্লিক করুন এবার নিচের ছবির মত একটা ম্যাসেজ বক্স আসলেই মনে করবেন আপনার সফটওয়্যার টি ফুল ভার্সন হয়ে গেছে।
সফটওয়্যারটি ব্যবহার করা অনেক সহজ যে কেও ব্যবহার করতে পারবে তারপরেও আপনার জন্য ছোট করে কিছু উদাহারন স্বরূপ কিছু বিস্তারিত লিখলাম।
সফটওয়্যার টি ওপেন করলে নিচের ছবির মত আসবে। এখানে কিছু ফাইল এক্সটেনশন দেয়া আছে এই ফাইলগুলো এই সফটওয়্যার দ্বারা "কপি প্রটেক্ট" করা সম্ভব। তাই এক্সটেনশন গুলো মনে রেখে "Start" বাটনে ক্লিক করুন।
এখন নিচের ছবির মত আসলে সেখান আপনার প্রয়োজনীয় ফাইলগুলো যুক্ত করুন। ছবির নিচের লেখাগুলো পুড়ুন।
০১) ফাইল যুক্ত করার জন্য এখানে ৩ ধরনের পদ্ধতি আছে আপনি যেকোনোটি ব্যবহার করতে পারেন।
এখানে আপনি সিডি/ডিভিডি তে রাইট করতেও পারবেন এই জন্য আপনাকে একটি ব্ল্যাংক সিডি/ডিভিডি আপনার সিডি/ডিভিডি রোমে প্রবেশ করাতে হবে।
এবার সফটওয়্যার টি তার তামাশা শুরু করে দেবে।
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার কিছু ছবি বাঁচানোর দারুন উপায়। ধন্যবাদ। ধরেন আমি কোনদিন এই সফটওয়্যার হারিয়ে ফেললাম, তখন কি কোনভাবেই সম্ভব না সেই ছবিগুলা রান করা?