ব্লগারের সৌন্দর্য্যবৃদ্ধির পূর্ণ টিউটোরিয়াল।(ব্লগারের background পরিবর্তন করা)পর্ব-২

সবাই কেমন আছে ? গত পর্বে।সবাই কেমন আছে?আশা করি ভালই আছেন।আগের পর্বে ব্লগারের সৌন্দর্য্যবৃদ্ধির জন্য কিছু HTML কোড দিয়ে ছিলাম আপনাদের। আজ আলোচানা করবো কি ভাবে ব্লগারে background r ছবি পরিবর্তন করতে হয় । তো চলুন কাজের কথায় আসা যাক ।

ব্লগারের background পরিবর্তন করা:

এখানে ক্লিক করুন

এবং email/password দিয়ে সাইন ইন করুন ।

Design এ ক্লিক করুন।

Edit HTML ক্লিক করুন ।

body { কোড টি খুজে বাহির করুন ।

না পেলে। ctrl+F চেপে খুজুন।

দেখবেন আপনা টেমপেলেটে এরাকম একটা কোড আছে যার লাসটে .jpg দেওয়া আছে।বাস আপনার কাজ শেষ।ঐ লিঙ্কের জায়গায় আপনি যে ছবি টা দিতে চান সে ছবি টা মাপ ঠিক করে নিয়ে কোন এটা জায়গায় আপলোড করে তার লিঙ্ক টি ওখানে বসিয়ে দিন।আগে Preview দিয়ে দেখে নেন তার পর templates সেভ করুন ।

Facebook এর Send বাটোন যুক্ত করা :

১.Design >> Edit HTML


২.Expand Widget Templates টিক মারুন ।

৩.ctrl+F চেপে এই কোডটা <div class='post-footer'> খুজে বার করুন ।

৪.খুজে পেলে কোডটির নিচে Paste করুন এবংtemplates সেভ করুন ।

 
<div id="fb-root"></div>
<script src="http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1"></script>
<fb:send expr:href='data:post.url'></fb:send>

সবাই ভাল থাকবেন । আর আমার জন্য দেওয়া করবেন ।আবার আগামী পর্বে দেখা হরে। সময় হলে আমার ব্লগার থেকে ঘুরে আসতে পারেন।আমার টিউনে কোন ভুল হচ্ছে কি না আমাকে জানাতে ভুল করবেন না ।

http://www.raihanislam.co.cc

Level 0

আমি Abu Raihan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 253 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজে জানুর অন্যকে জানান।আমাকে ফেসবুকে পেতে-http://www.facebook.com/raihan.ikbal আমার সাইট-www.tunesadda.blogspot.com বা আমার কাছে ফোন করতে +8801712195668 নাম্বারে ডায়াল করুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আপনাকে অনেক ধন্যবাদ

খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ

Level 0

ভাই আমার এই মাসেস আসে
"আপনার টেমপ্লেটটি সুগঠিত না হওয়ার ফলে বিশ্লেষণ করা যাবে না৷ অনুগ্রহ করে নিশ্চিত হয়ে নিন যে সকল XML উপাদান যথাযথভাবে বন্ধ আছে৷ <br/> XML ত্রুটি বার্তা: The element type "b:includable" must be terminated by the matching end-tag "</b:includable>".

Error 500"

এখন কি করতে পারি ?

    ভাইয়া আপনি কোনটা করতে ছিলেন ?Facebook এর Send বাটোন যুক্ত করা /ব্লগারের background পরিবর্তন করা কোনটা জানাবেন ।

send Button এর কাজটা কি ঠিক বুঝলাম না? এটা লাইক বাটনের মতই?