প্রিয় টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। বরাবরের মতো আজও চলে আসলাম নতুন কিছু নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।
গল্প লিখে টাকা আয়! কথাটা হয়তো আপনি বিশ্বাস করবেন না। হুম, সবার কাছে এটা অবিশ্বাসও মনে হয়ে। তবে এটাই সত্য যে, আপনি চেষ্টা করলেই গল্প লিখে আয় করতে পারবেন। গল্প লেখা যদি আপনার শখ হয় তাহলে সেই শখটাকে কাজে লাগিয়ে আয় করতে পারেন। লেখনির প্রতিভা একটি বিশেষ নিয়ামত। আপনি লক্ষ্ করে দেখবে, সবার কিন্তু লেখনির প্রতিভা থাকে না, আবার সবাই লেখনির প্রতিভা নিয়েও জন্মায় না। হতে পারে আপনি লেখালেখীর মাধ্যমে নতুন ভাবে পরিচিত হতে পারবেন সবার সাথে। তাই আজকের টিউনটি আপনাদের প্রতিভাকে কাজে লাগানোর জন্য নিয়ে আসলাম। তবে আপনি গল্প লিখে কখনোই হাজার হাজার টাকা আয় করতে পারবে না। তবে এটা নিশ্চিত যে আপনার পকেট খরচের টাকা গল্প লিখে আয় করতে পারবেন্। আমি বলবো আপনি আপনার ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে গল্প লিখুন আর আয় করুন।
এখন পরিচিত হবো গল্প লিখে আয় করার একটি ওয়েবসাইটের সাথে।
গল্প লেখা যদি আপনার নেশা হয়ে থাকে তাহলে গল্প লিখতে পারেন Grathor ওয়েবসাইটে। আপনার প্রতিভা প্রকাশ করুন সবার সামনে। সাথে আয় করার সুযোগ তো থাকছেই। তাহলে আর দেরী কেন? আজই থেকেই গল্প লিখতে শুরু করুন আর আয় করুন আপনার পকেট খরচের টাকা টাকা। Grathor থেকে টাকা আয় করার জন্য আপনাকে অবশ্যই Grathor এর সদস্য বা মেম্বার হতে হবে। সদস্য বা মেম্বার হওয়ার জন্য আপনাকে Grathor এ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনি গল্প লিখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি কবিতা লিখেও আয় করতে পারবেন।
নিয়মাবলিঃ
পেমেন্টঃ
অফিসিয়াল ওয়েবসাইট Grathor- লাল সবুজের লেখক
আপনাদের গল্প লিখে আয় করার একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিলাম। এখন আপনি চাইলেই গল্প লিখে আয় করতে পারেন। শুধু ধৈর্য ধরে ভালো ভালো গল্প লিখুন আর ইনকাম করুন।
আপনার কাছে আজকের টিউনটি কেমন লেগেছে তা অবশ্যই টিউমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করিছি। সবাই ভালো থাকবেন।
আমি মো সানজিদ। শিক্ষার্থী, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।