জেনে নিন ৮টি ফ্রি ইমেইল প্রোভাইডার সম্পর্কে!

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন
Level 3
শিক্ষার্থী, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ

প্রিয় টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও হাজির হলাম নতুন কিছু নিয়ে। তাহলে চলুন শুরু।

শুরুর কথাঃ

বর্তমান সময়ে আমাদের একের অধিক একাধিক ইমেইল একাউন্টের প্রয়োজন হয়। বিশেষ করে ফিন্যান্সারদের একাধিক একাউন্ট প্রয়োজন হয়। কিন্তু সমস্যা হচ্ছে একটি প্রোভাইডারে একাধিক ইমেইল একাউন্ট খুলার জন্য আমাদরে একাধিক ফোন নাম্বার প্রোয়জন। আমাদের কাছে কি আর এত ফোন নাম্বার আছে? না, নেই। তাই যদি আমার একাধিক ইমেইল প্রোভাইডারে একটি করে ইমেইল একাউন্ট খুলি তাহলে আমাদের তো আর এত ফোন নাম্বারের প্রযোজন হচ্ছে না।

এজন্যই আপনাদের জন্য নিয়ে এলাম ৮টি ফ্রি ইমেইল প্রোভাইডার। আমরা বেশীর ভাগ মানুষ Gmail এবং Yahoo mail সম্পর্কে জানি। আবার এই ‍দুটি ইমেইল প্রোভাইডার ই ব্যবহার করি। অনেকে হয়তো জানেন না যে এছাড়াও আরো ইমেইল প্রোভাইডার আছে। এখন যেই ৮টি ফ্রি ইমেইল প্রোভাইডারের সাথে পরিচয় করিয়ে দেবো সেগুলো আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন।

১। Gmail

  • বর্তমান সময়ে সবচেয়ে ভালো ও নির্ভরযোগ্য ফ্রি ইমেইল সার্ভিস হলো জিমেইল।
  • এটি ১৫ গিগাবাইট স্টোরেজসহ চমৎকার স্প্যাম ফিল্টার প্রদান করে।
  • পুরোনো হারিয়ে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া মেইল পাওয়া যায় Trash ফোল্ডারে।
  • সার্চের মাধ্যমে মেইল খুঁজে বের করার সুবিধাও রয়েছে।
  • ব্যবসা, ব্যক্তিগত বা সামাজিক প্রতিষ্টানের জন্য কাস্টমাইহজার ইমেইল পরিষেবাও প্রদান করে।

Gmail

অফিসিয়াল ওয়েবসাইট ৥ Gmail

২। Yahoo Mail

  • অনলিমিটেড ফ্রি স্টোরেজ এবং ইনস্ট্যান্ট মেসেজিং সুবিধা প্রদান করে ইয়াহু ফ্রি ইমেইল সার্ভিস।
  • একটি ইমেইলে ৫০টি ফাইল কিংবা ১০০ এমবি সাইজ ফাইল পাঠাতে পারবেন।
  • মেইল বক্সে ফটো কিংবা ভিডিও দেখতে পারবেন।
  • যুক্তরাজ্যের Verizonf Communications এর ফ্রি ইমেইল সার্ভিস ইয়াহু মেইল।

Yahoo Mail

অফিসিয়াল ওয়েবসাইট ৥ Yahoo Mail

৩। Outlook

  • আউটলুক একাউন্ট দ্বারা ইমেইল সার্ভিস সহ মাইক্রোসফটের সকল সুবিধা গ্রহন করা যায়।
  • এটি মাইক্রোসফটের ফ্রি মেইল সার্ভিস।
  • আউটলুক একাউন্টের মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কে কানেক্ট হতে পারবেন।
  • সবচেয়ে বড় সুবিধা হলো এটি ভেরিফিকেশনের জন্য কোন মোবাইল নাম্বার প্রয়োজন হয় না।

Outlook

অফিসিয়াল ওয়েবসাইট ৥ Outlook

৪। Mail.com

  • ২০০ টি ভিন্ন ডোমেইন থেকে ইমেইল ঠিকানা পছন্দ করার সুবিধা প্রদান করে মেইল ডড কম ইমেইল সার্ভিস। যেমনঃ আপনি যদি লেখক হন তাহলে “৥com” ডোমেইন ব্যবহার করতে পারেন। তা্ও আবার সম্পূর্ণ ফ্রি।
  • স্প্যাম ব্লকারের সাথে ভাইরাস প্রোটেকশনও রয়েছে।
  • বিশেষ করে ৩০ জিবি সাইজের ফাইল ইমেইলও পাঠাতে পারবেন।

Mail.com

অফিসিয়াল ওয়েবসাইট ৥ Mail.com

৫। Proton Mail

  • এখানে রেজিস্ট্রেশন করতে কোন ফোন ভেরিফিকেশনের প্রয়োজন হয় না।
  • এতে ৫০০ এমবি স্টোরেজ এবং প্রতিদিন ১৫০টি ইমেইল পাঠানোর সুবিধাও রয়েছে।
  • এই ইমেইল সার্ভিসটির ডেটা সেন্টার ‍সুইজারল্যান্ডে অবস্থিত।

Proton Mail

অফিসিয়াল ওয়েবসাইট ৥ Proton Mail

৬। GMX Mail

  • এটি খুব নিরাপদ ও ব্যবহার বান্ধব।
  • ৫০০ এমবি সাইজের ফাইলে ইমেইলে অ্যাটাচমেন্ট করে পাঠানো ভীষন সুবিধা রয়েছে।
  • ইমেইল ভাইরাস থেকে রক্ষা করার জন্য SSL এনক্রিপশন ব্যবহার করা হয়।

GMX Mail

অফিসিয়াল ওয়েবসাইট ৥ GMX Mail

৭। Zoho Mail

  • এই ইমেইল সার্ভিসটি প্র্ত্যেক ব্যবহারকারূীকে ৫ গিগাবাইট পর্যন্ত ফ্রি স্টোরেজ প্রদান করে থাকেন।
  • পেইড সার্ভিসে আছে মাল্টিপল ডোমেইন হোস্টিং সুবিধা।
  • Zoho mail সার্ভিস দ্বারা ইমেইল গ্রুপ খুলার একটি বিশেষ সুবিধাও রয়েছে।

Zoho Mail

অফিসিয়াল ওয়েবসাইট ৥ Zoho Mail

৮। Tutanota Mail

  • ল্যাটিন শব্দ Tutanota যার অর্থ নিরাপদ বার্তা।
  • এটি ১ গিগাবাইট ফ্রি স্টোরেজ প্রদান করে।
  • এই সার্ভিসের থিম খুব দ্রুত লোড হয়।

Tutanota Mail

অঢিসিয়াল ওয়েবসাইট ৥ Tutanota Mail

শেষ কথাঃ

Gmail, Yahoo mail সহ আরো ছয়টি ফ্রি ইমেইল সার্ভিস নিয়ে আলোচনা করলাম। অনেকে ইউজাররা এই সার্ভিসগুলো ব্যবহার করছে, তবে এমন হতে পারে যে আপনি এই প্রথম সার্ভিসগুলো সম্পর্কে জেনেছেন। আশাকরি আপনি ব্যবহার করবেন।

আর হ্যাঁ, এই ৮টি ফ্রি ইমেইল সার্ভিসের মধ্যে কোন সার্ভিসটি আপনার সব থেকে বেশী ভালো লেগেছে টিউমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সাথে আজকের টিউন কেমন হলো সেটাও জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্চি। আল্লাহ হাফিজ।

Level 3

আমি মো সানজিদ। শিক্ষার্থী, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস