প্রিয় টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও হাজির হলাম নতুন কিছু নিয়ে। তাহলে চলুন শুরু।
বর্তমান সময়ে আমাদের একের অধিক একাধিক ইমেইল একাউন্টের প্রয়োজন হয়। বিশেষ করে ফিন্যান্সারদের একাধিক একাউন্ট প্রয়োজন হয়। কিন্তু সমস্যা হচ্ছে একটি প্রোভাইডারে একাধিক ইমেইল একাউন্ট খুলার জন্য আমাদরে একাধিক ফোন নাম্বার প্রোয়জন। আমাদের কাছে কি আর এত ফোন নাম্বার আছে? না, নেই। তাই যদি আমার একাধিক ইমেইল প্রোভাইডারে একটি করে ইমেইল একাউন্ট খুলি তাহলে আমাদের তো আর এত ফোন নাম্বারের প্রযোজন হচ্ছে না।
এজন্যই আপনাদের জন্য নিয়ে এলাম ৮টি ফ্রি ইমেইল প্রোভাইডার। আমরা বেশীর ভাগ মানুষ Gmail এবং Yahoo mail সম্পর্কে জানি। আবার এই দুটি ইমেইল প্রোভাইডার ই ব্যবহার করি। অনেকে হয়তো জানেন না যে এছাড়াও আরো ইমেইল প্রোভাইডার আছে। এখন যেই ৮টি ফ্রি ইমেইল প্রোভাইডারের সাথে পরিচয় করিয়ে দেবো সেগুলো আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন।
Gmail
অফিসিয়াল ওয়েবসাইট Gmail
Yahoo Mail
অফিসিয়াল ওয়েবসাইট Yahoo Mail
Outlook
অফিসিয়াল ওয়েবসাইট Outlook
Mail.com
অফিসিয়াল ওয়েবসাইট Mail.com
Proton Mail
অফিসিয়াল ওয়েবসাইট Proton Mail
GMX Mail
অফিসিয়াল ওয়েবসাইট GMX Mail
Zoho Mail
অফিসিয়াল ওয়েবসাইট Zoho Mail
Tutanota Mail
অঢিসিয়াল ওয়েবসাইট Tutanota Mail
Gmail, Yahoo mail সহ আরো ছয়টি ফ্রি ইমেইল সার্ভিস নিয়ে আলোচনা করলাম। অনেকে ইউজাররা এই সার্ভিসগুলো ব্যবহার করছে, তবে এমন হতে পারে যে আপনি এই প্রথম সার্ভিসগুলো সম্পর্কে জেনেছেন। আশাকরি আপনি ব্যবহার করবেন।
আর হ্যাঁ, এই ৮টি ফ্রি ইমেইল সার্ভিসের মধ্যে কোন সার্ভিসটি আপনার সব থেকে বেশী ভালো লেগেছে টিউমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সাথে আজকের টিউন কেমন হলো সেটাও জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্চি। আল্লাহ হাফিজ।
আমি মো সানজিদ। শিক্ষার্থী, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।