ফ্ল্যাশ টিউটরিয়ালঃ হার্টবিট

  • প্রথমে একটি নতুন পাতা খুলুন। এবং সেটাতে একটি সোজা লাইন আকুনছবি
  • alt ধরে এক এক জায়গায় মাউস দিয়ে টান দিন। এবং আপনার লাই এই ধরনের হবে।
    ছবি
  • লেয়ারের জায়গায় নতুন একটি লেয়ার খুলুন। এবং সেটাকে হার্টবিটের উপরে রাখুন। তারপর ডান ক্লিক করে সেটাকে মুভি ক্লিপ বানান।
  • টাইমলাইনে গিয়ে প্রতি ২০ ফ্রেইমে নতুন নতুন কিফ্রেইম বানান।
  • এবার প্রথমের লেয়ারেরটা থেকে ২০তমটা পছন্দ করে আরেক পাশে নিন। তার পরে সেটাকে মোশন টিউনি বানিয়ে দিলে আপনার কাজ শেষ।
  • এখানে একটি ছবি যেভাবে সর্বশেষ ড্রাগ-ড্রপ করতে হয়-
  • ছবি

সম্পাদনা- সিম্বল বানানো- আপনাকে (এই ক্ষত্রে আকা-বাকা লাইনটাকে) ধরতে অথবা সিলেক্ট করতে হবে এবং পরে সেটাকে F8 চেপে মুভি ক্লিপ বানাতে হবে। একটা নাম দিন, যেটা ইচ্ছা, সেটাই। এবং এই দিয়েই কাজ করতে পারবেন।

Level 0

আমি ssdt। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগা মাথা কিছুই তো বুঝলাম না ………………..

যাই হোক, টেকটিউনসকে সমৃদ্ধ করার জন্যে ধন্যবাদ।

আমিও বুঝলাম না। সমাপ্ত না করেই হয়ত পাবলিশ করা হয়েছে।

Level 0

মনে হয় ফ্ল্যাশ এর টিউটেরিয়াল, কিন্তু এতো সংক্ষেপে দিলোতো নবীনরা কিছুই বুঝতে পারবেনা ।

Level 0

মাইক্রোকাতার ভাই ঠিক বলেছেন যে এটা ফ্ল্যাশে টিউটরিয়াল। কিন্তু এটা না বুঝার কি আছে? প্রথমে আপনাকে একটা সোজা দাগ আকতে হবে, তারপরে সেটাকে আকা-বাকা বানাতে হবে।
ওহহ, এবার বুঝেছি কেন আপনারা বুঝেননি। আপনারা মুভি ক্লিপ বানাতে জানেন না। না জানা থাকলে এটা খুবই সহজ একটা জিনিস। আপনাকে (এই ক্ষত্রে আকা-বাকা লাইনটাকে) ধরতে অথবা সিলেক্ট করতে হবে এবং পরে সেটাকে F8 চেপে মুভি ক্লিপ বানাতে হবে। একটা নাম দিন, যেটা ইচ্ছা, সেটাই। এবং এই দিয়েই কাজ করতে পারবেন।
অন্য কিছু যদি না বুঝে থাকেন, তাহলে বলুন। উত্তর দিতে চেষ্টা করবো।

এখন যে কেউ বুঝতে পারবে ………. প্রথমবার আপনার শিরোনাম অসম্পূর্ণ ছিল আবার আপনার টিউনটি ও পুরোপুরি লেখাছিল না। সেক্ষেত্রে না বুঝতে পারাটা কি স্বাভাবিক নয়?

ধন্যবাদ কষ্ট করে জিনিসটা আমাদের বোধগম্য করার জন্য। আপনি মনে হচ্ছে ফ্ল্যাশ এ কাজ করতে পছন্দ করেন তাই প্রথম টিউনটা ই ফ্ল্যাশের। যা ই হোক আপনার কাছে একটা আবদার করব……যদি আপনি ফ্ল্যাশের টিউটোরিয়ালগুলো একদম গোড়া থেকে লেখা শুরু করেন তাহলে হয়ত অনেকেই ফ্ল্যাশ শিখতে পারবে। I mean flash for beginners …………..

আশা করি ব্যাপারটা মাথায় রাখবেন। এবং আশা করছি টেতটিউনসে খুব শীঘ্রই টিউটোরিয়াল নামের আলাদা একটি সেকশন দেখতে পারব।

@ssdt – আপনার টিউনটা আসলে একটু এডভান্স লেভেলের লোকদের জন্য হয়ে গেছে। যারা মোটামুটি ফ্ল্যাশ জানে। কীফ্রেম, মোশন টিউন, সিম্বল ইত্যাদি বিষয় গুলো বুঝেন। কিন্তু টিউটোরিয়ালটা যদি আরও একটু স্টেপ বাই স্টেপ বর্ণনা করা আপডেট করেন তবে নতুনরা নিজে নিজে তৈরি করার আগ্রহ পাবে। আর কাজের একটা ডেমোস্ট্রেশান যুক্ত করে দিল আরও ভাল হবে।

ও আরেকটা কথা, আপনাকে টেকটিউনসে স্বাগতম।

Level 0

@সুপেরিওর সোহান, ধন্যবাদ। এখন বুঝলাম কি করতে হবে। আসলে আমি বিগিনারদের জন্য কিছু লিখি নাই। তাই দিতে পারছি না। আশা করছি এই ধরনের জিনিস নিয়ে একটা বিগিনারদের টিউটরিয়াল লিখে পরের টিউটরিয়ালগুলো লিখবো।
@প্রযুক্তিবিদ, আপনাদের উত্তর উপরে দিয়েছি। তারপরেও বলছি আমি লিখতে চেষ্টা করবো।
আর ধন্যবাদ আমাকে স্বাগতম জানানোর জন্য। আমি আসলে বেশি আমাদের প্রযুক্তিতে যাই। সেটার জন্যই এগুলো লিখেছিলাম। এখনে দিচ্ছি এখন।

@ssdt – ভাই ফ্ল্যাশ শেখার শখ আমার বহু কালের। আপনি কিছু শিখালে শিখতে পারব। আর আমার তরফ থেকেও টেকটিউনসে আপনাকে স্বাগতম।

Level 0

“প্রথমে একটি নতুন পাতা খুলুন। এবং সেটাতে একটি সোজা লাইন আকুন” লাইন টা আসলে
কোথায় আকবো??
জানাবেন আশা রাখি।

Level 0

vai amake ki ekta mail kore apner mail address ta diben?? amer address holo [email protected]. flash shikte chae

Level 0

@Gi-joe আপনাকে স্টেইজে আকতে হবে। আসলে অনেকদিন ধরে আসা হয়নি তাই রিপ্লাই দিতে পারিনি।

Level 0

সমাপ্ত না করেই পাবলিশ করা হয়েছে…………..!!!