Equation সম্বন্ধে হয়তো অনেকেই জানেন । যারা জানেন না তাদের হয়তোবা উপকারে আসতে পারে ।
আমরা যারা সব সময় ওয়ার্ডে কাজ করি তাদেরকে অনেক সময় সমস্ত লিখে কাজ করতে হয়
যেখানে সমস্ত দেয়া হবে সেখানে কার্সর রেখে
প্রথম ওয়ার্ডের insert এ গিয়ে করে object এ ক্লিক করতে হবে......নিজের চিত্রের মত
তারপর ক্রিয়েট নিউ এর ড্রপ ডাউন লিষ্ট হতে microsoft equation 3.0 তে ক্লিক করলে নিচের চিত্রের মত আসবে ।
ফন্ট চেঞ্জ করতে হলে...... মেনু হতে স্টাইল অপশন হতে other e click করে ফন্ট চেঞ্জ করে নিতে হবে । নিচের চিত্রের মতো....
এখন সমস্ত লিখতে গেলে প্রথমে ১ দিয়ে তারপর নিচের চিত্রের মত ক্লিক করতে হবে । এখানে সাইন্টিফিক অনেক অপশন আছে । যা অনেকেরই কাজে লাগে ।
এখানে প্রয়োজনীয় সমস্তের কাজ শেষ করে বক্সের বাইরে ক্লিক করলে আমরা আবার ওয়ার্ডে ফেরত আসবো । এখন ইচ্ছা করলে কারেকশনও করতে পারবো বক্সের উপর ক্লিক করলেই ইকোয়েশনে নিয়ে যাবে ।
ভালভাবে হয়তো টিউটরিয়াল টা দিতে পারলাম না । ছবি দেখে হয়তো অনেকে পারবেন আশা করি ।
আমি এই মেঘ এই রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 315 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
স্বাগতম আপনাকে টেকটিউনসের টিউনিং জগতে… আপনার চলার পথ সুগম হোক…