যেভাবে পাবেন আনলিমিটেড .edu ও .gov ব্যাকলিংক।SEO টিউটোরিয়াল পর্ব [৯]

SEO টিউটোরিয়াল A to Z

আমার শারীরিক অসুস্থতার কারনে আমি বেশ কিছু দিন লিখতে পারি বলে সবার কছে দু;খিত।আজ আমি আপানদেরকে জানাবো কিভাবে সার্চের মাধ্যেমেই পাবেন .edu ও .gov সাইট থেকে অসংখ্য ব্যাকলিংক।আমারা অনেকে বিভিন্ন .edu ও .gov সাইটের লিস্ট খুজি ।কিংবা তোড়-জোর করি .edu ও .gov সাইটের লিংকের জন্য যেখানে গিয়ে আপনি কমেন্ট বা পোষ্ট করে ব্যাকলিংক পাবেন।কিন্তু সার্চ ইন্জিন থাকতে আপনি কেন এত কষ্ট করতে যাবেন।সার্চ কারার কমান্ডের মাধ্যমেই আপনি খুজে পাবেন আপনার কাংখিত .edu ও .gov ব্যাকলিংক এর সাইট যেখানে আপনি আপানর সাইটের জন্য ব্যাকলিংক বাড়াতে পারেন।খুব স হজেই কিছু সার্চ কমান্ডের মাধ্যমে কাজ গুলো করতে পারেন।তো চলুন দেখি আসি কিভাবে খুজবেন আপনার ব্যাকলিংক এ সাইট।

ফোরামের রেজিস্টেশনের মাধ্যমে .edu ও .gov ব্যাকলিংক

আপনি ফোরামের মাধ্যমে আপনার ব্যাকলিংক বাড়াতে পারেন।বিশেষ করে phpBB2 তে যেসকল সাইট থাকে সেখানে যদি কেবল মাত্র রেজিষ্টেশন করে আপনার সাইটের লিংক টি দিয়ে দেন তাহোলেই আপনি একটি ব্যাকলিংক পাবেন।আপনারা হয়তো জানেন সাধারণত .edu ও .gov সাইটের ফোরাম সবার জন্য উন্মক্ত থাকে না।কিন্তু অনেক সাইটে কিন্তু উন্মক্ত থাকে মেম্বার হওয়ার জন্য।আর আপনাকে ব্যাকলিংক পাওয়ার জন্য ঐ সকল সাইটের মেম্বার হতে হবে।যেমন এই সাইটটি দেখুন।এটি একটি phpBB2 ফোরাম সাইটের মেম্বার লিস্ট।অর্থ্যাৎ এই ফোরামে কে কে মেম্বার আছে তাদের লিস্ট দেয়া আছে।আপনার লক্ষ করলে দেখতে পাবেন যে ঐসকল মেম্বার লিস্টে মেম্বারদের বেশ কিছু তথ্য দেয়া আছে যেমন Username ,Email,Location,Joined,Posts ও Website।তার মানে মেম্বার লিস্টে আপনি ওয়েবসাইটের ও লিংক প্রকাশ করতে পারবেন।ফলে ওখান থেকে আপনি ১টি ব্যাকলিংক পাবেন।
এখন আসুন দেখি কিভাবে এই ধরনের ওয়েব সাইট খুজবেন
Google.com এ যান এবং সার্চ বক্সে লিখুন  inurl:.edu inurl:/phpBB2/memberlist.php এবং সার্চ করুন। দেখবেন আপানর সামনে ১২,৫০০ টি .edu সাইটের মেম্বার লিস্ট চলে এসেছে 🙂
এবার খালি আপনি ঐসকল সাইটে যান আর রেজিষ্টেশন করুন। রেজিষ্টশন করা সময় Registration Information এর সকল তথ্য আপনাকে পূরণ করতে হবে।আর অবশ্যই আপনি Profile Information এ গিয়ে Website: বক্সে আপনার সাইটের লিংক দিয়ে রেজিস্টার করবেন।

তবেই আপনি ব্যাকলিংক পাবেন। তা ছাড়া আপনাকে অন্য কোন কিছু পূরণ করার দরকার নেই।

রেজিস্টার হয়ে গেলে আপনি দেখতে পাবেন যে আপনি আপনার সাইটের লিংক স হ মেম্বার লিস্টে চলে এসেছেন।আশা করা যায় ১৫ থেকে ২০ দিনের মধ্যেই আপনি ব্যাকলিংক পেয়ে যাবেন।

.gov সাইটের জন্য সার্চ বক্সে কমান্ড লিখুন inurl:.gov inurl:/phpBB2/memberlist.php এবং একই পদ্ধতি অনুসরণ করুন।

ওয়ার্ডপ্রেস সাইট গুলোতে কমেন্টের মাধ্যমে

ইন্টারনেটে .edu ও .gov সাইট গুলোর ব্লগের জন্য তারা ওয়ার্ডপ্রেসকে বেছে নেয়।ফলে সেখানে কমেন্ট করারও অনেক সুযোগ থাকে।তাই আপনি যদি .edu ও .gov সাইট থেকে ব্যাকলিংক পেতে চান তাহলে খুজে বের করতে হবে ঐসকল সাইট যেখানে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন।আর খুজে বের করার জন্য গুগল এ গিয়ে সার্চ দিন inurl:.edu inurl:blog "powered by wordpress" লিখে দেখবেন তাহলে হাজার হাজার ওয়েবসাইট আপনার সামনে হাজির হয়ে গেছে। এবার খালি আপনি সেই সকল সাইটে যান আর কমেন্টস করুন।যদি তারা আপনার কমেন্টসটি এপ্রুভ করে তাহলে খুব তাড়াতাড়িই আপনি ঐ সাইট থেকে ব্যাকলিংক পাবেন।

.gov সাইটের জন্য সার্চ বক্সে কমান্ড লিখুন inurl:.gov inurl:blog "powered by wordpress" এবং একই পদ্ধতি অনুসরণ করুন।

তবে অনেক সাইট আছে যেখানে কমেন্ট ক্লজ করা থাকে ফলে কমেন্ট করা যায় না।আবার অনেক সাইট আছে যেখানে কমেন্টস করতে গেলে আপনাকে রেজিস্টেশন করা লাগবে।আপনি ইচ্ছা করলেই এই সকল সাইট গুলোকে বাদ দিতে পারেন এইসব কমান্ডগুলোর মাধ্যমে
site:.edu inurl:blog "leave a comment" -"comments closed" -"you must be logged in" -"comments are closed"

আপনি যদি নির্দিষ্ট কোন কী-ওয়ার্ডকে টার্গেট করে ব্যাকলিংক পেতে চান তাহলে আপনার কমান্ডে সেই কী-ওয়ার্ডটি যোগ করে সার্চ করুন।যেমন আপনি চাইছেন Sports নিয়ে পেজ বা সাইটে আপনার ব্যাকলিংক দিতে ।তাহলে আপনি এভাবে কমান্ডটি দিতে পারেন "Sports" site:.edu inurl:blog "leave a comment" -"comments closed" -"you must be logged in" -"comments are closed"

আপনি পছন্দ মত করে Sports ের জায়গায় অন্য কোন কী-ওয়ার্ড ও ব্যবহার করতে পারেন।

.gov সাইটের জন্য সার্চ বক্সে কমান্ড লিখুন "আপনার পছন্দের কী-ওয়ার্ড" site:.gov inurl:blog "leave a comment" -"comments closed" -"you must be logged in" -"comments are closed"

গেস্ট বুক সাইটগুলোতে কমেন্টের মাধ্যমে

অনেক সাইট আছে যেখানে তারা গেস্টবুকের ব্যবস্থা রেখেছে।গেস্টবুক এমন একটি মাধ্যম যেখানে আপনাকে কোন রেজিষ্টেশন করা লাগে না কোন কিছু কমেন্ট করতে বা লিখতে।তাই তুলনা মূলক ভাবে কাজটি সহজ।আর আপপনি সার্চের মাধ্যমে অনেক গেস্টবুক খুজে পাবেন।এর জন্য যা করতে হবে তা হলো

১। গুগলে গিয়ে সার্চ কমান্ড লিখুন site:.edu Inurl:guestbook বা
inurl:guestBook.aspx site:.edu

২।এবার যেসকল পেজ এসছে সেগুলোতে গিয়ে আপনার নাম ও ওয়েব সাইটের লিংক দিয়ে সাবমিট করুন।ব্যস হয়ে গেল।আপনি খুব সহজেই ঐ সাইট থেকে ব্যাকলিংক পাবেন
৩।আর .gov সাইটের জন্য site:.gov Inurl:guestbook বা
inurl:guestBook.aspx site:.gov

ডিসকাশন সাইটের মাধ্যমে

আপনি যেসকল সাইটে ডিসকাশন অপশন আছে সেসকল সাইট থেকে ও ব্যাকলিংক গুজে পেতে পারেন।বিভিন্ন .ed ও .gov সাইট গুলো ডিসকাশনের ব্যবস্থা রেখেছে।তাই আপনি ব্যাকলিংক পাওয়ার জন্য ওখানে গিয়ে Reply করতে পারেন।আর Reply করার সময় আপনি আপানার ওয়েবসাইটের লিংকটিও দিয়ে দিতে পারেন।যদি ও ওখানে এনকোর টেক্স দেয়ার সুযোগ নেই।তারপরও আপনি শুধুমাত্র ওয়েবসাইটের লিংকটি দিলেও ব্যাকলিংক পাবেন।আর এর জন্য আপনি গুগল এ গিয়ে সার্চ দিন  "From" "date" "time" "Remote Name" "last changed" site:edu

এবার যেসকল সাইট আসবে সেখানে গিয়ে Reply তে ক্লিক করুন এবং কমেন্ট করুন আপনার সাইটের লিংক দিয়ে.

এই হলো আমার সবচেয়ে পছন্দের ও কার্যকারী টিপস ।আশা করি আপনাদের সবার ও অনেক কাজে আসবে/বিশেষ করে যারা নতুন ফ্রীল্যান্সিং করতে চান ব্যাকলিংক এর উপর তারা সবচেয়ে ভালো ফল পাবেন বলে আসা রাখি।

আমি মনে করি যে সাইটের লিস্টের কোন দরকার নেই।আপনি যদি সাইট খোজার কোশল জানেন তাহলে আপনার সাইটের জন্য আনলিমিটেড ব্যাকলিংক তৈরি করতে পারেন।আগামি কোন একটিউনে এ বিষয়ে বিশদ বিবরণ দিয়ে টিউন করার ইচ্ছা আছে।ধন্যবাদ টিউনটি দেখার জন্য।

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম জানা বিষয়… তবে অনেকের কাছেই অজানা থাকতে পারে, আপনার পুরোপুরি সুস্থতা কামনা করছি, আর আশা করছি নতুন ইন্টারেস্টিং কিছু পাবো আপনার কাছ থেকে এই চেইন টিউনের পরবর্তী অংশ গুলোতে… অপেক্ষায় রইলাম… 😀

    ধন্যবাদ তোমাকে।আসলে নতুন অনেকে সার্চিংএর এ বিষয় জানেনা।এর জন্য তারা সবসময় লিস্ট অনুসারে ব্যাকলিংক বাড়াতে গিয়ে বিপাকে পড়ে।কিন্তু ছোট এই বিষয়টা জানলে কাজটা তাদের জন্য আরো সহজ হয়ে যাবে।আশা করছি আগামীতে আরো কিছু নিয়ে টিউন করবো।

    Level 0

    ঠিকই বলেছেন অনেকের কাছেই অজানা তার মধ্যে আমি অন্যতম ।

খুবই ভাল হয়েছে প্রিয় টিউনসে যুক্ত করলাম সময় করে দেখব সব গুলো।
আমি আপনার সুস্থতা কামনা করছি, ভাল টিউনের জন্য ধন্যবাদ।

    আপনাকেও আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

সেমিষ্টার ফাইনালের পর দেখি SEO এর উপর ঝাপিয়ে পড়ব শেখার জন্য। 😆

    সাবাস !!! শুধু ঝাপিয়ে পড়ে শিখলেই হবে না, শেখার পর আমাদের ও শেখাতে হবে কিন্ত 😉

    আবার জিগায়, আমাদের না শিখাইলে কিন্তু মানি ব্যাক… 😉

সজিব আপনার সুস্থতা কামনা করছি… আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক এই কামনা। আমি লগইন করলাম শুধু আপনার সুস্থতা কামনা করে কমেন্ট টা করার জন্য। আর হা লেখার উপস্থাপন'টা ভালো হয়েছে যদিও এই সার্চ প্রসিডিউর টা জানা ছিলো।
ধন্যবাদ ।

    অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।এখন আমি বেশ ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়।

আমি SOE এ নতুন।তাই টিউন টা আমার অনেক উপকারে আসবে।আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।

    আপনার উপকারে আসলেই আমার টিউনটি সার্থক হবে ।ধন্যবাদ কমেন্ট করার জন্য

Level 0

আমি আপনার টিউনে নিয়মিত পাঠক. ভালো লাগে পড়তে.
আরো আরো লিখুন যাতে জানতে পারি. শুভেছা রইলো ,

    নিয়মিত পাঠক জেনে অনেক ভালো লাগলো।আশা করি সবসময় আপনাদের পাশেই পাবো

Level New

ভাল হয়েছে, দরকার তত্থ্য ।

Level 0

অনেক ধন্যবাদ

বস‍ !!!!!! ধন্যবাদ দিয়ে ছোট করবো না। !!! অসাধারণ !!!
এই টিউনের টেকনিক গুলোর সাথে যদি SEOQUAKE (Firefox add-ons) এর ব্যবহার করা যাই তাহলে কি দাড়াবে বস??????????

    তাহলে ধরে নিতে পারেন আমি মোটামুটি ভাবে সফল……

Level 0

ভাই আমি নতুন সিকছি আপনার কাছে আনেক ভাল হইছে ভাই ।

Level New

ধন্যবাদ ভাই আপনাকে, আমার আনেক ভালো লাগছে।

Level 0

সজীব ভাই,
আপনার টিউনে খুব ভালো লেগেসে. আমার অনেক প্রবলেম সলভে হয়েসে. ধন্যবাদ আপনাকে,. আমি Do ফলো লিস্ট পাস্সী না,kindly হেল্প করবেন.

Level 0

onek dhonnobad

জোশ একখান , জটিল …।।

ভালো হয়েছে টিউনটা। আপনি ইচ্ছা করলে আপনার SEO রিলেটেড সকল পোষ্ট বাংলা এসইও ব্লগেও শেয়ার করতে পারেন।
——————————————————————–
WebSeoGuide.Net | বাংলাদেশের সর্ব প্রথম পূর্ণাঙ্গ বাংলা এস.ই.ও. ব্লগ

Level 0

Tune ta kuv dorkari tune…….. amr kuv dorkar cilo sojib vai…………. Thanks for nice tune.

Ramkrishna from Chittagong

Level 0

Bhai osthir chillo!!! 100 likes to ur post..

Level 0

Many Many Thanks for your good post . I need a soft “SEnuke X SEO Software” .
Can you help me. Gtalk mail: [email protected]

এই অসাধারন লেখাটির জন্য অনেক থ্যাঙ্কস অনেক অনেক থ্যাঙ্কস

Level 0

জট্টিল হইসে…। আমি একজন এসইও ওয়ার্কার, কাজেই এগুলো খুব দরকার ছিল। ধন্যবাদ।

ভাইজান ! আমি inurl:.edu inurl:/phpBB2/memberlist.php কপি পেষ্ট করে গুগলে সার্চ দিয়েছি। কিন্তু কোন কিছু বুঝলাম না। কোন লিষ্ট পেলাম না। আমার মনে হয় inurl:.edu inurl:/phpBB2/memberlist.php এইটা আমি সঠিকভাবে বুঝিনি। যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে সত্যিই উপকৃত হতাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি টিউনটি করতে কত কষ্ট করেছেন তা ভাবতে ভয় হয়। আল্লাহ তায়ালা আপনার কষ্টকে পরিপূর্ণ সার্থক করুন ও কবুল করুন। আমীন।

আপনি site:.edu inurl:/phpBB2/memberlist.php লিখে সার্চ করেন। তাহলে এমন কিছু .edu সাইট আসবে যেখানে আপনি প্রোফাইল লিংক করতে পারবেন, যেটা ঐ ফোরাম এর মেম্বার লিস্ট এ দেখাবে এবং ওখানে ব্যাক লিংক পাবেন, site:.edu মানে হল সব .edu ওয়েব সাইট, আর inurl:/phpBB2/memberlist.php মানে হল যে সকল .edu সাইট গুলো phpBB2 দিয়ে তৈরি এবং ঐ সাইট এ যে লিংকে মেম্বার লিস্ট আছে সেটা/ আশা করি বুঝতে পেরেছেন।

সাজিব ভাই, আমার এটা আমার প্রথম কমেন্ট। আপনার এস ই ও রিলেটেড পোস্ট গুলো পড়েই আপনার ফ্যন হয়ে গেলাম। দুম করে জয়েন হয়ে গেলাম টেক টিউনস এ। এক লহ্ম ধন্যবাদ রইল আপনার জন্য ।

আপনার প্রথম কমেন্টের জন্য ধন্যবাদ, জেনে ভালো লাগলো, আশা করি সাথেই থাকবেন। 🙂

Level 0

সজীব ভাইয়া আমি এক্সাক্টলি inurl:.edu inurl:/phpBB2/memberlist.php লিখে সার্চ দিয়েছি। কিন্তু মাত্র এক পেজ আসলো। আর গুগল বলল No result found for……..
why is this happening?

    Level 0

    @tech_no: inurl এর জায়গায় দেখলাম site লিখলে কাজ হয়। এরকম হল কেন বলতে পারবেন?

Nice

Level 0

very good.this my 1st comments. Recently joined with techtunes .Which was informed my younger brother.he is very good freelancer.hope all the best of luck.

আমাকে কি কেও সাহায্য করবেন। আমি ইতিমধ্যে অনেক ফোরাম এ আমার ওয়েবসাইট এর লিঙ্ক দিয়া পোস্ট করসি। অনেক ওয়েব ডাইরেক্টরি তে আমার ওয়েবসাইট এর লিঙ্ক সাবমিট করসি। অনেক গুলা accept ও করসে। আমি আমার ওয়েবসাইট এ ঠিকমতো কাজ ও করি। পাণ্ডা মামাকে ঠাণ্ডা রাখার জন্য যা যা করা দরকার সব কিছু করি। নতুন কোন পোস্ট দিলে সাইট ম্যাপ আবার আপডেট করি। কিন্তু অনেক ব্যাক লিঙ্ক চেকার আছে অনলাইন এ অইগুলা দিয়া ব্যাক লিঙ্ক চেক করি দেখায় n/a । কি করব দয়া করে যদি কেও হেল্প করতেন তাহলে অনেক উপকার হইত।

wow working method. Thanks.
for game and software go here http://emuzonebd.blogspot.com

আমি আপানার টিউন পড়ছি আর মুকধ্য হচ্ছি , http://volcanobd.blogspot.com