ইউটিউব ভিডিও ডাউনলোড করার অনেক অ্যাপ থাকলেও ভিটমেট বা ভিডমেট কে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার সেরা উপায় বলা চলে।
ভিটমেট অ্যাপ ব্যবহার করে খুব সহজেই একাধিক ফরম্যাট ও কোয়ালিটিতে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। এই কারণে অন্যান্য ইউটিউব ভিডিও ডাউনলোড করার অ্যাপ থেকে ভিটমেট বেশি জনপ্রিয়।
চলুন জেনে নেয়া যাক, ভিটমেট বা ভিডমেট কি, এর ফিচারসমুহ, এটি ক্ষতিকর কিনা ও ভিটমেট বা ভিডমেট দিয়ে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম।
ভিটমেট একটি ফ্রি ভিডিও ডাউনলোডার অ্যাপ, যা ব্যবহার করে ইউটিউব সহ অসংখ্য ওয়েবসাউট থেকে যেকোনো ধরনের ভিডিও ডাউনলোড করা যায়। ভিটমেট বা ভিডমেট অ্যাপটি যেকোনো অ্যান্ড্রয়েড চালিত যেকোনো ডিভাইস, যেমনঃ মোবাইল, ট্যাবলেট, ইত্যাদিতে কাজ করে
মোবাইলে সহজে ভিডিও ডাউনলোড করার জন্য সবচেয়ে সহজ অ্যাপ হলো ভিটমেট। ইউটিউব ভিডিও ভিটমেট দিয়ে অফলাইনে দেখার জন্য ফোনের স্টোরেজে সেভ করা যায়।
ভিটমেট দিয়ে ডাউনলোড করা ভিডিও অন্যদের সাথে শেয়ার ও করা যায়। ভিটমেট অ্যাপ ব্যবহার করে ১৪৪পি থেকে শুরু করে ৪কে ভিডিও কোয়ালিটিতেও মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়।
ভিটমেট অ্যাপটি সম্পুর্ন বিনামূল্যে ব্যবহার করা যায়ম তবে অ্যাপটিতে মাঝেমধ্যেই এড দেখানো হয়, যা কিছুটা বিরক্তিকর মনে হতে পারে অনেকের কাছেই। তবে অ্যাপটির ফিচারের কথা মাথায় রাখলে এড এর সমস্যাটি তেমন একটা বড় মনে হয়না।
ভিটমেট বা ভিডমেট অ্যাপ একটি ভিডিও ডাউনলোডার, এটি সবার জানা। তবে এই অ্যাপের কাজ এখানেই শেষ নয়। ভিটমেট অ্যাপ এর উল্লেখযোগ্য ফিচারসমুহ হলোঃ
ভিটমেট অ্যাপটি গুগল প্লেস্টোরে পাওয়া যায়না। ইউটিউব থেকে থার্ড পার্টি টুল ব্যবহার করে ভিডিও ডাউনলোড করাকে গুগল সমর্থন করেনা। তবে এর মানে এটি নয় যে ভিটমেট বা ভিডমেট অ্যাপটি ফোনের জন্য ক্ষতিকর।
ভিটমেট অ্যাপটির পারমিশন সেটিংসে গেলে দেখা যায়, অ্যাপটি শুধুমাত্র স্টোরেজ এর অ্যাক্সেস নিয়েছে, যা ফোনে ভিডিও সেভ করার কাজে লাগে। অ্যাপটি মধ্যে ছোটোখাটো অ্যাপ প্রদর্শিত হলেও অ্যাডগুলো হয়তো কোনো ভিডিও বা প্লেস্টোর থেকে অ্যাপ ডাউনলোড এর হয়ে থাকে। তাই নিঃসন্দেহে বলা যায় ভিটমেট অ্যাপটি ফোনের জন্য ক্ষতিকর নয়।
তবে ভিটমেট অ্যাপ ডাউনলোড এর সময় শুধুমাত্র নিচে দেওয়া লিংক থেকেই ডাউনলোড করুন। আজেবাজে ওয়েবসাইট থেকে ডাউনলোড করার ফলে আপনার ভিটমেট অ্যাপে ম্যালওয়্যার বা ভাইরাস থাকতে পারে। সেক্ষেত্রে ডাউনলোড করার সময় ভেরিফাইড ওয়েবসাইট থেকেই ভিটমেট ডাউনলোড করুন।
ভিটমেট অ্যাপ প্লেস্টোরে পাওয়া যায়না। কেননা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার ব্যাপারটি গুগল ভালো চোখে দেখেনা। VidMate App Download বা VidMate Apk Download লিখে গুগলে সার্চ করলে হাজার হাজার লিংক পাওয়া যায়। এতোসব সার্চ রেজাল্ট এর ভিড়ে আসল ভিটমেট বা ভিডমেট অ্যাপ ডাউনলোড লিংক খুঁজে পাওয়া সমস্যা ব্যাপার।
তবে আমাদের পরামর্শ থাকবে এতোসব সাইট না ঘুরে ApkPure থেকে ভিটমেট অ্যাপ এর এপিকে ডাউনলোড করে ইন্সটল করার। এপিকেপিউর থেকে আসল ভিটমেট অ্যাপ এপিকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এপিকেপিউর থেকে ভিটমেট অ্যাপ এর এপিকে ডাউনলোড এর পর ফাইলটি ওপেন করে ইন্সটল করুন।
এপিকেপিউর এর পাশাপাশি ভিটমেট বা ভিডমেট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও করা যাবে ভিটমেট অ্যাপ এপিকে ডাউনলোড। ভিটমেট অ্যাপ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিটমেট অ্যাপ এপিকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এপিকে ডাউনলোড এর পর সাধারণভাবেই ওপেন করে ইন্সটল করুন।
ভিটমেট বা ভিডমেট দিয়ে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়মঃ
এপিকেপিউর কিংবা ভিটমেট এর ওয়েবসাইট থেকে ভিটমেট এপিকে ডাউনলোড ও ইন্সটল করা যাবে।
ভিটমেট অ্যাপ এর Me ট্যাবে যান। এরপর Settings থেকে Download সেকশনে প্রবেশ করে Download Path Settings এ ঢুকে কোথায় ফাইল ডাউনলোড হবে তা সিলেক্ট করে দিন।
হ্যা, ইউটিউব এর পাশাপাশি ফেসবুক, ইন্সটাগ্রাম, টিকটকসহ অনেক ওয়েবসাইট থেকেই ভিডিও ডাউনলোড করা যাবে ভিটমেট ব্যবহার করে।
হ্যা, ভিটমেট দিয়ে ডাউনলোড করা ফাইল আপনার ফোনের স্টোরেজে সেভ করা থাকে। যেকোনো ফাইল শেয়ার করার অ্যাপ ব্যবহার করে ভিটমেট দ্বারা ডাউনলোড করা ফাইল শেয়ার করতে পারবেন।
ভিটমেট বা ভিডমেট অ্যাপটি মূলত মোবাইলে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনি যদি মোবাইল ব্যবহার করে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে ভিটমেট ছাড়া আরো অনেক ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করতে পারেন।
ইউটিউব ভিডিও ডাউনলোড করার বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে কম্পিউটার বা মোবাইল থেকে ভিটমেট ছাড়াই ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।
আমি সাজিদ কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।