কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
আমি এখন মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে টিউন করছি। আমি quark xpress নিয়ে ধারাবাহিক টিউন করতে চাই।আপ্নাদের মতামতের অপেক্ষায় রইলাম।
আজকে Microsoft word এর columns বিষয়ে আলোচোনা করব।
***প্রথমে Microsoft office word ওপেন করুন।
***তারপর, যেকোন বিষয়ে লিখুন(কমপক্ষে আধা page লিখুন, কারন তা না হলে বেশি column তৈ্রী হবে না)।
***এরপর, পুরো লেখাটিকে mark করুন। কিভাবে করবেন? Ctrl আর A একসাথে চাপুন।দেখবেন , select হয়ে গেছে।
***এবার, format এ গিয়ে নিচের দিকে arrow তে ক্লিক করুন।
***এরপর, columns…….. এ ক্লিক করুন।
***তারপর, ২ নাম্বার style (মানে two লেখা style) ক্লিক করে ok ক্লিক করুন।
***দেখুন, দুটি column তৈরী হয়ে গেছে।
***আবার, পুরো লেখাটিকে mark করুন।তারপর, আগের নিয়মে format>columns… এ ক্লিক করে columns এর বক্স টি আনুন। এবার, বক্স এ number of columns এর বক্স এ যত লিখবেন, ঠিক ততগুলো column তৈরী হবে। এখানে আমি 4 লিখেছি, তাই 4 টি column তৈরী হবে। number of columns এ 4 লিখে ok ক্লিক করুন।
***দেখুন, 4 টি column তৈরী হয়েছে।
আমি জানি না, আমার লেখা আপনাদের কোনো কাজে লাগছে কিনা। যদি আপনাদের একজনেরও কাজে লাগে তবে আমার এই কস্টটা সারথক। আমার জন্য দোয়া করবেন।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
আমার কাজে লাগবে……….আপানাকে ধন্যবাদ